১২ ঘন্টায় কোরবানির পশুর বর্জ্য অপসারণ করবে ডিএসসিসি

বাসস
প্রকাশ: ০৫ জুন ২০২৫, ১৪:৩০

ঢাকা, ৫ জুন, ২০২৫ (বাসস) : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এবার ১২ ঘন্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করবে। এ জন্য ১০ হাজার ২৬৭ জন পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দেয়া হয়েছে। 

ডিএসসিসি প্রশাসক মো. শাহজাহান মিয়া আজ জাতীয় ঈদগাহ ময়দানে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। 

তিনি বলেন, কোরবানির পশুর বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণের লক্ষ্যে ডিএসসিসির প্রায় ১০ হাজার পরিচ্ছন্নতা কর্মী, ২০৭টি ডাম ট্রাক, ২০০টি মিনি ট্রাক, ৪৪টি কম্পেক্টর, ৩৯টি কন্টেইনার ক্যারিয়ার, ১৬টি পে-লোডার, ৫টি টায়ার ডোজার, ৯টি পানির গাড়ি, ২টি বুলডোজার, ৪টি এক্সেভেটর, ৩টি গাড়িবাহী এয়ার কম্প্রেসার, ২টি ফর্ক লিফ্ট, ৩টি স্কিড লোডারসহ বিভিন্ন যানবাহন ও যন্ত্রপাতি প্রস্তুত রাখা হয়েছে। ঈদের দিন বিকেল ৩টা থেকে রাত ৩টার মধ্যে ৭৫টি ওয়ার্ডের বর্জ্য অপসারণ সম্পন্ন হবে বলে আশা করছি। 

প্রশাসক বলেন, ‘আমরা এবার ৩০ হাজার মেট্রিক টন বর্জ্য অপসারণের প্রস্তুতি রেখেছি। দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৫টি ওয়ার্ডে ১ লাখ ৪০ হাজার বায়ো-ডিগ্রেডেবল ব্যাগ, ৪০ টন ব্লিচিং পাউডার ও ২২২ গ্যালন স্যাভলন বিতরণ করা হয়েছে।  

তিনি জানান, নগরবাসীর কোরবানির পশু কেনাবেচার সুবিধার্থে নগরীর ৮টি জায়গায় অস্থায়ী হাট স্থাপন করা হয়েছে। এসব হাটে পরিচ্ছন্নতা কর্মী, পুলিশ ও এটিএম বুথ, পশু স্বাস্থ্য সেবার জন্য চিকিৎসক ও মেডিকেল টিম রয়েছে। হাট শেষ হওয়ার পরপরই শুক্রবার রাত ৮টার মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা সম্পন্ন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। 

ঈদের জামাত, কোরবানি হাট ও বর্জ্য ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্যে দক্ষিণ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট  কর্মকর্তা- কর্মচারীর ঈদের ছুটি বাতিল করা হয়েছে উল্লেখ করে শাহজাহান মিয়া বলেন, কোরবানির হাট ও বর্জ্য ব্যবস্থাপনার জন্য নগর ভবনের জরুরি পরিচালন কেন্দ্রে একটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। 

তিনি নগরবাসীকে নির্ধারিত স্থানে কোরবানি দিতে এবং বর্জ্য যত্রতত্র না ফেলে সিটি কর্পোরেশনকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা সর্বোচ্চ নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করবো, ইনশাআল্লাহ।’

এবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যে ৮টি স্থানে কোরবানীর পশুর হাট বসিয়েছে এগুলো হলো- উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘ ক্লাবের খালি জায়গা, পোস্তগোলা শ্মশান ঘাটের পশ্চিম পাশে খালি জায়গা, দনিয়া কলেজ ও ছনটেক মহিলা মাদ্রাসার খালি জায়গা, সাদেক হোসেন খোকা মাঠের দক্ষিণ পাশের খালি জায়গা ও ধোলাইখাল ট্রাক টার্মিনাল, রহমতগঞ্জ ক্লাবের খালি জায়গা, ব্রাদার্স ইউনিয়ন ক্লাব সংলগ্ন খালি জায়গা, আমুলিয়া আলীগড় মডেল কলেজের পাশের জায়গা এবং ইন্সটিটিউট অব লেদার টেকনোলজি মাঠ সংলগ্ন খালি জায়গা।

ব্রিফিংয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. জিল্লুর রহমানসহ সকল বিভাগীয় প্রধান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হারল বাংলাদেশ
রোহিঙ্গা শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে সহায়তা দেবে কসোভো
এআই চিপ নির্মাতা এনভিডিয়া বিশ্বের প্রথম ৫ ট্রিলিয়ন ডলারের কোম্পানি 
আল-ফাশের হাসপাতালে ৪৬০ জন নিহতের খবরে হতবাক ডব্লিউএইচও
সুদানে আরএসএফ’র বর্বরতার নিন্দা জানালো ইইউ
নৌপথ ও মৎস্য সম্পদ রক্ষায় একযোগে কাজ করবে : সাখাওয়াত  
এনইআইআর সিস্টেম চালু হচ্ছে শিগগিরই বন্ধ হবে অবৈধ মোবাইল সেট : ফয়েজ আহমদ তৈয়্যব
হবিগঞ্জে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ
শিশুশ্রম ও শোষণ রোধে বহুমুখী উদ্যোগ প্রয়োজন
ব্রাজিলে ব্যাপক মাদকবিরোধী অভিযানের পর অন্তত ৪০ মরদেহ উদ্ধার
১০