ঈদুল আজহা সামনে রেখে লালমনিরহাট সীমান্তে  বিজিবি’র কঠোর নজরদারি 

বাসস
প্রকাশ: ০৫ জুন ২০২৫, ১৫:০৬
লালমনিরহাট সীমান্তে  বিজিবি’র কঠোর নজরদারি। ছবি: বাসস

লালমনিরহাট, ৫ জুন, ২০২৫ (বাসস): আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে জেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকায় গরু চোরাচালান ও কোরবানির চামড়া পাচার রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। 

দেশীয় বাজারে কোরবানির পশুর পর্যাপ্ত সরবরাহ ঠিক রাখতে এবং খামারিদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সীমান্তজুড়ে নজরদারি ও টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফ. কর্নেল মেহেদী ইমাম বলেন, ‘সীমান্ত দিয়ে অবৈধ গরু প্রবেশ ঠেকাতে আমরা কড়া নজরদারি চালাচ্ছি। দেশের খামারিরা যেন ন্যায্য দাম পান এবং বাজারে অস্থিতিশীলতা না তৈরি হয়, সে বিষয়টি মাথায় রেখেই সীমান্তে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। প্রতিটি পয়েন্টে অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে।’

ঈদের পর কোরবানির চামড়া পাচার রোধেও সক্রিয় অবস্থানে রয়েছে বিজিবি। বিজিবি'র পক্ষ থেকে জানানো হয়েছে, ‘চামড়া পাচার রোধে আগে থেকেই গোয়েন্দা নজরদারি শুরু হয়েছে। গুরুত্বপূর্ণ সীমান্ত চৌকিগুলোতে অতিরিক্ত সদস্য মোতায়েন করার পাশাপাশি স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।’

জননিরাপত্তা ও ঈদের ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্ন করতে সীমান্ত এলাকায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে বিজিবি। বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সদস্যরা সর্বদা প্রস্তুত রয়েছেন।

বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, কোরবানির পশুর সরবরাহ, বাজারের স্থিতিশীলতা এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনী সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হারল বাংলাদেশ
রোহিঙ্গা শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে সহায়তা দেবে কসোভো
এআই চিপ নির্মাতা এনভিডিয়া বিশ্বের প্রথম ৫ ট্রিলিয়ন ডলারের কোম্পানি 
আল-ফাশের হাসপাতালে ৪৬০ জন নিহতের খবরে হতবাক ডব্লিউএইচও
সুদানে আরএসএফ’র বর্বরতার নিন্দা জানালো ইইউ
নৌপথ ও মৎস্য সম্পদ রক্ষায় একযোগে কাজ করবে : সাখাওয়াত  
এনইআইআর সিস্টেম চালু হচ্ছে শিগগিরই বন্ধ হবে অবৈধ মোবাইল সেট : ফয়েজ আহমদ তৈয়্যব
হবিগঞ্জে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ
শিশুশ্রম ও শোষণ রোধে বহুমুখী উদ্যোগ প্রয়োজন
ব্রাজিলে ব্যাপক মাদকবিরোধী অভিযানের পর অন্তত ৪০ মরদেহ উদ্ধার
১০