মাগুরা-যশোর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

বাসস
প্রকাশ: ০৫ জুন ২০২৫, ১৫:১২

মাগুরা, ৫ জুন, ২০২৫ (বাসস): মাগুরা-যশোর মহাসড়কের মঘীর ঢাল এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মোশারফ হোসেন (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। 

আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোশারফ হোসেন মাগুরা সদরের নাকোল মিয়াপাড়া গ্রামের বাসিন্দা। তিনি খুলনায় আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে সিভিল টেকনিশিয়ান পদে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে খুলনা থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন মোশারফ হোসেন ও তার স্ত্রী। মঘীর ঢাল এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নরম মাটিতে পিছলে গিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে গুরুতর আহত হন দুজনেই।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর চিকিৎসক মোশারফ হোসেনকে মৃত ঘোষণা করেন। তার স্ত্রী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

মাগুরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, খবর পেয়ে টহল দল ঘটনাস্থল ও হাসপাতালে যেয়ে নিহতের পরিবারের সঙ্গে কথা বলেছে। মরদেহটি বর্তমানে মাগুরা সদরের অস্থায়ী মর্গে রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হারল বাংলাদেশ
রোহিঙ্গা শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে সহায়তা দেবে কসোভো
এআই চিপ নির্মাতা এনভিডিয়া বিশ্বের প্রথম ৫ ট্রিলিয়ন ডলারের কোম্পানি 
আল-ফাশের হাসপাতালে ৪৬০ জন নিহতের খবরে হতবাক ডব্লিউএইচও
সুদানে আরএসএফ’র বর্বরতার নিন্দা জানালো ইইউ
নৌপথ ও মৎস্য সম্পদ রক্ষায় একযোগে কাজ করবে : সাখাওয়াত  
এনইআইআর সিস্টেম চালু হচ্ছে শিগগিরই বন্ধ হবে অবৈধ মোবাইল সেট : ফয়েজ আহমদ তৈয়্যব
হবিগঞ্জে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ
শিশুশ্রম ও শোষণ রোধে বহুমুখী উদ্যোগ প্রয়োজন
ব্রাজিলে ব্যাপক মাদকবিরোধী অভিযানের পর অন্তত ৪০ মরদেহ উদ্ধার
১০