মাগুরা-যশোর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

বাসস
প্রকাশ: ০৫ জুন ২০২৫, ১৫:১২

মাগুরা, ৫ জুন, ২০২৫ (বাসস): মাগুরা-যশোর মহাসড়কের মঘীর ঢাল এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মোশারফ হোসেন (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। 

আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোশারফ হোসেন মাগুরা সদরের নাকোল মিয়াপাড়া গ্রামের বাসিন্দা। তিনি খুলনায় আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে সিভিল টেকনিশিয়ান পদে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে খুলনা থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন মোশারফ হোসেন ও তার স্ত্রী। মঘীর ঢাল এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নরম মাটিতে পিছলে গিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে গুরুতর আহত হন দুজনেই।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর চিকিৎসক মোশারফ হোসেনকে মৃত ঘোষণা করেন। তার স্ত্রী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

মাগুরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, খবর পেয়ে টহল দল ঘটনাস্থল ও হাসপাতালে যেয়ে নিহতের পরিবারের সঙ্গে কথা বলেছে। মরদেহটি বর্তমানে মাগুরা সদরের অস্থায়ী মর্গে রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
২৮ রান প্রয়োজন লিটনের
সিরাজগঞ্জ সরকারি কলেজে দুদকের অভিযান
চট্টগ্রাম বন্দরে ৪০ বছর পর নতুন ট্যারিফ বাড়ল ৪১ শতাংশ
জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি ডিএমপি কমিশনারের আহ্বান
পিরোজপুরে পুলিশের 'ওপেন হাউজ ডে' 
জুলাই বিদ্রোহ সম্পর্কিত ফৌজদারি মামলার অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন জমা দিতে কমিটি গঠন 
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের সাক্ষাৎ 
সিরাজগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা 
জনমত গঠনের লক্ষ্যে ৫ দলের লিয়াজোঁ কমিটির বৈঠক 
সীমান্ত পাহারায় বিজিবির সদস্যরা তৎপর ও সতর্ক অবস্থায় রয়েছে : রামু সেক্টর কমান্ডার
১০