কাপ্তাই হ্রদে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

বাসস
প্রকাশ: ০৫ জুন ২০২৫, ১৫:৫৮
দীপেন চাকমা। ফাইল ছবি

রাঙ্গামাটি, ৫ জুন, ২০২৫ (বাসস): জেলা শহরের কাপ্তাই লেকের রাজবাড়ি ঘাটে সাঁতার কাটার সময় পানিতে ডুবে নিখোঁজ স্কুল ছাত্র দীপেন চাকমার (১৫) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার  দিকে শহরের রাজবাড়ী ঘাট এলাকায় অভিযান চালিয়ে নিখোঁজ দীপেনের লাশ উদ্ধার করা হয় বলে বাসসকে নিশ্চিত করেন জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের  সহকারী পরিচালক(ভারপ্রাপ্ত) মোহাম্মদ আব্দুল মান্নান আনসারী।

তিনি আরো জানান, গতকাল নিখোঁজ ছাত্রকে অনেক চেষ্টার পর উদ্ধার সম্ভব না হলেও আজ দুপুরের দিকে কাপ্তাই হ্রদ থেকে তার  লাশ উদ্ধার করা হয়েছে।’

মৃত দীপেন চাকমা রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিল। তার বাড়ি শহরের চক্রপাড়া এলাকায়।

জেলা কোতয়ালী থানার অফিসার ইনচার্জ  শাহেদ উদ্দিন বাসসকে জানান, গতকাল শহরের রাজবাড়ি ঘাটে কাপ্তাই হ্রদে নিখোঁজ স্কুল ছাত্রের লাশ আজ দুপুরের দিকে উদ্ধার করা হয়েছে। পরিবারের সঙ্গে আলাপ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

গতকাল বুধবার দুপুরের  দিকে স্কুল ছাত্র দীপেন বন্ধুদের সঙ্গে রাজবাড়ি ঘাটে  সাঁতরে অন্যঘাটে পার হতে গেলে  কাপ্তাই হ্রদে তলিয়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
২৮ রান প্রয়োজন লিটনের
সিরাজগঞ্জ সরকারি কলেজে দুদকের অভিযান
চট্টগ্রাম বন্দরে ৪০ বছর পর নতুন ট্যারিফ বাড়ল ৪১ শতাংশ
জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি ডিএমপি কমিশনারের আহ্বান
পিরোজপুরে পুলিশের 'ওপেন হাউজ ডে' 
জুলাই বিদ্রোহ সম্পর্কিত ফৌজদারি মামলার অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন জমা দিতে কমিটি গঠন 
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের সাক্ষাৎ 
সিরাজগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা 
জনমত গঠনের লক্ষ্যে ৫ দলের লিয়াজোঁ কমিটির বৈঠক 
সীমান্ত পাহারায় বিজিবির সদস্যরা তৎপর ও সতর্ক অবস্থায় রয়েছে : রামু সেক্টর কমান্ডার
১০