কাপ্তাই হ্রদে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

বাসস
প্রকাশ: ০৫ জুন ২০২৫, ১৫:৫৮
দীপেন চাকমা। ফাইল ছবি

রাঙ্গামাটি, ৫ জুন, ২০২৫ (বাসস): জেলা শহরের কাপ্তাই লেকের রাজবাড়ি ঘাটে সাঁতার কাটার সময় পানিতে ডুবে নিখোঁজ স্কুল ছাত্র দীপেন চাকমার (১৫) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার  দিকে শহরের রাজবাড়ী ঘাট এলাকায় অভিযান চালিয়ে নিখোঁজ দীপেনের লাশ উদ্ধার করা হয় বলে বাসসকে নিশ্চিত করেন জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের  সহকারী পরিচালক(ভারপ্রাপ্ত) মোহাম্মদ আব্দুল মান্নান আনসারী।

তিনি আরো জানান, গতকাল নিখোঁজ ছাত্রকে অনেক চেষ্টার পর উদ্ধার সম্ভব না হলেও আজ দুপুরের দিকে কাপ্তাই হ্রদ থেকে তার  লাশ উদ্ধার করা হয়েছে।’

মৃত দীপেন চাকমা রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিল। তার বাড়ি শহরের চক্রপাড়া এলাকায়।

জেলা কোতয়ালী থানার অফিসার ইনচার্জ  শাহেদ উদ্দিন বাসসকে জানান, গতকাল শহরের রাজবাড়ি ঘাটে কাপ্তাই হ্রদে নিখোঁজ স্কুল ছাত্রের লাশ আজ দুপুরের দিকে উদ্ধার করা হয়েছে। পরিবারের সঙ্গে আলাপ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

গতকাল বুধবার দুপুরের  দিকে স্কুল ছাত্র দীপেন বন্ধুদের সঙ্গে রাজবাড়ি ঘাটে  সাঁতরে অন্যঘাটে পার হতে গেলে  কাপ্তাই হ্রদে তলিয়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হারল বাংলাদেশ
রোহিঙ্গা শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে সহায়তা দেবে কসোভো
এআই চিপ নির্মাতা এনভিডিয়া বিশ্বের প্রথম ৫ ট্রিলিয়ন ডলারের কোম্পানি 
আল-ফাশের হাসপাতালে ৪৬০ জন নিহতের খবরে হতবাক ডব্লিউএইচও
সুদানে আরএসএফ’র বর্বরতার নিন্দা জানালো ইইউ
নৌপথ ও মৎস্য সম্পদ রক্ষায় একযোগে কাজ করবে : সাখাওয়াত  
এনইআইআর সিস্টেম চালু হচ্ছে শিগগিরই বন্ধ হবে অবৈধ মোবাইল সেট : ফয়েজ আহমদ তৈয়্যব
হবিগঞ্জে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ
শিশুশ্রম ও শোষণ রোধে বহুমুখী উদ্যোগ প্রয়োজন
ব্রাজিলে ব্যাপক মাদকবিরোধী অভিযানের পর অন্তত ৪০ মরদেহ উদ্ধার
১০