বাঁশখালীতে ঈদের ছুটিতে বাড়ি ফিরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু 

বাসস
প্রকাশ: ০৫ জুন ২০২৫, ১৭:১৮
প্রতীকী ছবি

চট্টগ্রাম, ৫ জুন, ২০২৫ (বাসস): ঈদের ছুটি কাটাতে পরিবারের সঙ্গে গ্রামের বাড়িতে এসে, পুকুরে ডুবে মৃত্যু হয়েছে সাজিদুল করিম (৬) নামে এক শিশুর।

বৃহস্পতিবার (৫ জুন) সকাল ৭টার দিকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের বড়ঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাজিদুল করিম প্রবাসী ফারুখ আজমের ছেলে। তার বাবার বাড়ি বড়ঘোনা ৯ নম্বর ওয়ার্ডের আবদুর রশিদ মেম্বারের বাড়ি।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকাল বেলা সবার অজান্তে বাড়ির পেছনের পুকুরে পড়ে যায় সাজিদুল। পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকেন এবং এক পর্যায়ে তার মা পুকুরে ছেলেকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শিশুটির মামা কাজী মহিব উল্লাহ জানান, সাজিদুলের পরিবার দীর্ঘদিন ধরে দুবাইয়ে বসবাস করছিল। কিছুদিন আগে দেশে ফিরে ঢাকায় অবস্থান করছিল তারা। 

তিনি আরো বলেন, কোরবানির ঈদ উপলক্ষে বুধবার রাতে তারা গ্রামের বাড়িতে আসেন। কিন্তু পর দিনই ঘটে এই মর্মান্তিক ঘটনা। আনন্দঘন ঈদের ছুটি মুহূর্তেই রূপ নেয় বিষাদে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হারল বাংলাদেশ
রোহিঙ্গা শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে সহায়তা দেবে কসোভো
এআই চিপ নির্মাতা এনভিডিয়া বিশ্বের প্রথম ৫ ট্রিলিয়ন ডলারের কোম্পানি 
আল-ফাশের হাসপাতালে ৪৬০ জন নিহতের খবরে হতবাক ডব্লিউএইচও
সুদানে আরএসএফ’র বর্বরতার নিন্দা জানালো ইইউ
নৌপথ ও মৎস্য সম্পদ রক্ষায় একযোগে কাজ করবে : সাখাওয়াত  
এনইআইআর সিস্টেম চালু হচ্ছে শিগগিরই বন্ধ হবে অবৈধ মোবাইল সেট : ফয়েজ আহমদ তৈয়্যব
হবিগঞ্জে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ
শিশুশ্রম ও শোষণ রোধে বহুমুখী উদ্যোগ প্রয়োজন
ব্রাজিলে ব্যাপক মাদকবিরোধী অভিযানের পর অন্তত ৪০ মরদেহ উদ্ধার
১০