চট্টগ্রামে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুনের অভিযোগ

বাসস
প্রকাশ: ০৫ জুন ২০২৫, ১৭:৩৬
প্রতীকী ছবি। পেক্সেলস

চট্টগ্রাম, ৫ জুন, ২০২৫ (বাসস): চট্টগ্রাম নগরীতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। 

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে পারিবারিক কলহ নিয়ে ঝগড়ার জেরে এ ঘটনা ঘটেছে বলে তারা জানতে পেরেছে।

বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে নগরীর চান্দগাঁও থানার বাকলিয়া রাহাত্তারপুল মাজার গেইট এলাকায় এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানায়।

নিহত মো. মোরশেদ (৪২) নগরীর পশ্চিম বাকলিয়া কে বি আমান আলী রোডের বাসিন্দা। তারা সেখানকার স্থায়ী বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, পারিবারিক বিষয় নিয়ে মোরশেদ ও তার বড় ভাই জসিমের মধ্যে ঝগড়া হয়েছিল। এর এক পর্যায়ে জসিম উত্তেজিত হয়ে মোরশেদকে ছুরিকাঘাত করে। পরিবারের লোকজন আহত মোরশেদকে হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

পরিদর্শক তানভীর আরো বলেন, ঘটনার পর জসিম পালিয়ে গেছে। কী নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়েছে, আমরা তা জানার চেষ্টা করছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাদুঘর বিশ্বব্যাপী মডেল হিসেবে কাজ করবে : আইসেস্কো মহাপরিচালক
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা গ্রেফতার
নারীর ক্ষমতায়ন বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে: শ্রম উপদেষ্টা
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশি : আমীর খসরু
অহিংস আর মঙ্গলবারতায় চট্টগ্রামের আকাশে উড়ল প্রবারণার ফানুস
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
ইসি-মিডিয়া সংলাপ : স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান
খুলনায় যুব মহিলা লীগ সভাপতি তুলি গ্রেফতার
১০