চট্টগ্রামে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুনের অভিযোগ

বাসস
প্রকাশ: ০৫ জুন ২০২৫, ১৭:৩৬
প্রতীকী ছবি। পেক্সেলস

চট্টগ্রাম, ৫ জুন, ২০২৫ (বাসস): চট্টগ্রাম নগরীতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। 

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে পারিবারিক কলহ নিয়ে ঝগড়ার জেরে এ ঘটনা ঘটেছে বলে তারা জানতে পেরেছে।

বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে নগরীর চান্দগাঁও থানার বাকলিয়া রাহাত্তারপুল মাজার গেইট এলাকায় এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানায়।

নিহত মো. মোরশেদ (৪২) নগরীর পশ্চিম বাকলিয়া কে বি আমান আলী রোডের বাসিন্দা। তারা সেখানকার স্থায়ী বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, পারিবারিক বিষয় নিয়ে মোরশেদ ও তার বড় ভাই জসিমের মধ্যে ঝগড়া হয়েছিল। এর এক পর্যায়ে জসিম উত্তেজিত হয়ে মোরশেদকে ছুরিকাঘাত করে। পরিবারের লোকজন আহত মোরশেদকে হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

পরিদর্শক তানভীর আরো বলেন, ঘটনার পর জসিম পালিয়ে গেছে। কী নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়েছে, আমরা তা জানার চেষ্টা করছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকা অঞ্চলের শুনানিতে আসন বৃদ্ধির দাবি
শুভাঢ্যা খালকে ধলেশ্বরী ও বুড়িগঙ্গার সঙ্গে প্রবাহমান করা হবে: পানি সম্পদ উপদেষ্টা
তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউ শুনানি আবার আগামীকাল
কিশোরগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল ১০ সেপ্টেম্বর
চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ টেস্টিং কিট সংরক্ষণে জরিমানা
খুলনা বিসিডিএস’র ফার্মেসি কাউন্সিলের কোর্স চালুসহ ৬ দফা বাস্তবায়নের দাবি
শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
ডাকসু নির্বাচনে ৮ কেন্দ্রে তিন স্তরের নিরাপত্তা, হলে বহিরাগত প্রবেশ নিষেধ
ঝিনাইদহে সোনালি আঁশের খুশিতে সোনালি হাসি
ঢাকায় বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শুরু
১০