ঈদুল আজহাকে ঘিরে সাতক্ষীরা সীমান্তে চোরাচালান ও চামড়া পাচাররোধে কঠোর অবস্থানে বিজিবি

বাসস
প্রকাশ: ০৫ জুন ২০২৫, ১৯:৫৫
ছবি : বাসস

সাতক্ষীরা, ৫ জুন, ২০২৫ (বাসস): ঈদুল আজহাকে ঘিরে সাতক্ষীরা সীমান্তে গরু চোরাচালান ও ঈদ পরবর্তী চামড়া পাচার রোধসহ যেকোনো প্রকারের সীমান্ত অপরাধ প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বৃহস্পতিবার দুপুরে ভোমরা সীমান্ত এলাকা পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে এসব একথা বলেন সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক।

তিনি জানান, ঈদুল আজহা উপলক্ষ্যে চাহিদা অনুযায়ী দেশে পর্যাপ্ত সংখ্যক  কোরবানির পশু রয়েছে। পার্শ্ববর্তী দেশ থেকে অবৈধভাবে গরু বাংলাদেশে প্রবেশ করে দেশীয় খামারিরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য, বিজিবি সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। একইভাবে কোরবানি পরবর্তী সময়ে পশুর চামড়া যাতে সীমান্ত দিয়ে পাচার হয়ে যেতে না পারে, সেজন্যও সীমান্তে সর্বোচ্চ সতর্ক রয়েছে বিজিবি। চামড়া পাচার রোধে কঠোর অবস্থানে থাকবে বিজিবি। 

সাতক্ষীরা সীমান্তে পুশইনের বিষয়ে বিজিবি অধিনায়ক বলেন, বর্তমানে সাতক্ষীরা সীমান্তে কোনো পুশইন হচ্ছে না। যে কোনো সন্দেহভাজন বাংলাদেশিকে নাগরিকত্ব যাচাই সাপেক্ষে পতাকা বৈঠকের মাধ্যমে গ্রহণ করা হচ্ছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে।

তিনি আরো বলেন, সীমান্তের অতন্ত্র প্রহরী বিজিবি । সীমান্তে জনগণের নিরাপত্তা ও আস্থার প্রতীক। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি জাতীয় অর্থনীতিতে মূল্যবান ভূমিকা রাখছে। বিশেষ করে সীমান্তে মাদকসহ সকল চোরাচালানের বিরুদ্ধে বিজিবি মহাপরিচালকের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের নির্দেশনা মোতাবেক সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ান সকল প্রকার চোরাচালান প্রতিরোধসহ যে কোনো প্রকার সীমান্ত পরিস্থিতি মোকাবেলায় সদা প্রস্তুত এবং দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকা অঞ্চলের শুনানিতে আসন বৃদ্ধির দাবি
শুভাঢ্যা খালকে ধলেশ্বরী ও বুড়িগঙ্গার সঙ্গে প্রবাহমান করা হবে: পানি সম্পদ উপদেষ্টা
তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউ শুনানি আবার আগামীকাল
কিশোরগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল ১০ সেপ্টেম্বর
চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ টেস্টিং কিট সংরক্ষণে জরিমানা
খুলনা বিসিডিএস’র ফার্মেসি কাউন্সিলের কোর্স চালুসহ ৬ দফা বাস্তবায়নের দাবি
শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
ডাকসু নির্বাচনে ৮ কেন্দ্রে তিন স্তরের নিরাপত্তা, হলে বহিরাগত প্রবেশ নিষেধ
ঝিনাইদহে সোনালি আঁশের খুশিতে সোনালি হাসি
ঢাকায় বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শুরু
১০