যৌথ অভিযানে সীমান্তের ডন খ্যাত শাহীন ডাকাতসহ গ্রেফতার ৩

বাসস
প্রকাশ: ০৬ জুন ২০২৫, ০০:২০

ঢাকা, ৫ জুন, (২০২৫) : বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত যৌথ অভিযানে সীমান্তের ডন খ্যাত শাহীন ডাকাতসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার কক্সবাজার জেলা থেকে শাহীন ডাকাত ও তার ঘনিষ্ঠ দুই সহযোগীকে গ্রেফতার করা হয়।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

অভিযানকালে একটি দেশীয় ২২ বোরের অস্ত্র, তিনটি একনলা বন্দুক, ১০টি বিভিন্ন ধরনের গোলাবারুদ, ২০ হাজার পিস ইয়াবা এবং একাধিক দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের নামে বিভিন্ন থানায় ২০টির অধিক হত্যা, ডাকাতি ও অপহরণসহ বিভিন্ন নাশকতামূলক মামলা রয়েছে।

বিভিন্ন অপরাধে অভিযুক্ত শাহীন নাইক্ষ্যংছড়ি, গর্জনিয়া এবং সীমান্ত এলাকায় হত্যা, ডাকাতি, রাহাজানি, মাদক চোরাচালানসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।

ঈদ-উল-আজহা উপলক্ষে শাহীন ডাকাতের নেতৃত্বে নাইক্ষ্যংছড়ি এলাকায় ব্যাপকভাবে গরু চোরাচালান বৃদ্ধি পায়।

অভিযানকালে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে শাহিন ডাকাত ও তার সহযোগীরা এলোপাতাড়ি কয়েক রাউন্ড ফায়ার করলেও, অভিযান দলের কোন প্রকার ক্ষয়ক্ষতি ছাড়া অপরাধীদের গ্রেফতার করা সম্ভব হয়।

বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা  রক্ষায় অঙ্গীকারবদ্ধ। যেকোনো ধরনের অপরাধমূলক কার্যক্রমের তথ্য নিকটস্থ সেনাক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো যাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকা অঞ্চলের শুনানিতে আসন বৃদ্ধির দাবি
শুভাঢ্যা খালকে ধলেশ্বরী ও বুড়িগঙ্গার সঙ্গে প্রবাহমান করা হবে: পানি সম্পদ উপদেষ্টা
তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউ শুনানি আবার আগামীকাল
কিশোরগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল ১০ সেপ্টেম্বর
চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ টেস্টিং কিট সংরক্ষণে জরিমানা
খুলনা বিসিডিএস’র ফার্মেসি কাউন্সিলের কোর্স চালুসহ ৬ দফা বাস্তবায়নের দাবি
শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
ডাকসু নির্বাচনে ৮ কেন্দ্রে তিন স্তরের নিরাপত্তা, হলে বহিরাগত প্রবেশ নিষেধ
ঝিনাইদহে সোনালি আঁশের খুশিতে সোনালি হাসি
ঢাকায় বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শুরু
১০