মালয়েশিয়ায় ২৯৭ অবৈধ বাংলাদেশি অভিবাসী গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ০৬ জুন ২০২৫, ১১:২৭
ছবি: সংগৃহীত

ঢাকা, ৬ জুন, ২০২৫ (বাসস) : মালয়েশিয়ার পেনাং রাজ্যের একটি নির্মাণ স্থান থেকে ২৯৭ বাংলাদেশি অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন পুলিশ।

মালয়েশিয়ার সর্বাধিক প্রচারিত দৈনিক ‘নিউ স্ট্রেইঁট টাইমস’ এ খবর জানায়।

মালয়েশিয়ার পেনাং রাজ্যের একটি নির্মাণ স্থান থেকে ২৯৭ বাংলাদেশিকে অবৈধ অভিবাসী হিসেবে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ। অভিযানের কোডনাম ছিল ‘অপ সাপু’। গত মঙ্গলবার বায়ান লেপাস শিল্প এলাকায় এই অভিযান চালানো হয়।

পেনাং অভিবাসন বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, বায়ান লেপাসের একটি গাড়ি পার্কিং নির্মাণস্থলে অভিযান পরিচালনা করে মোট ৫২০ জনের পরিচয়পত্র যাচাই করা হয়। এরমধ্যে ৩১৪ জনকে অবৈধ অভিবাসন-সংক্রান্ত অপরাধে আটক করা হয়। তাদের মধ্যে ২৯৭ জনই বাংলাদেশি নাগরিক।

আটককৃতদের মধ্যে আরো রয়েছেন পাকিস্তানের ১৩ জন, মিয়ানমারের ২ জন, ভারতের ১ জন ও ইন্দোনেশিয়ার ১ জন। সবাই প্রাপ্তবয়স্ক পুরুষ। অভিযানকালে কোনো নারী, শিশু বা নিয়োগদাতাকে আটক করা হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, স্থানীয় কর্তৃপক্ষের উপস্থিতিতে অভিবাসীদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছে। অভিযান পরিচালনায় অংশ নেয় সাঁজোয়া যান ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

মালয়েশিয়ার নির্মাণ, পরিষেবা ও কৃষিখাতে বিপুলসংখ্যক অভিবাসী শ্রমিক কাজ করেন। দেশটির শ্রমবাজারে বাংলাদেশের শ্রমিকদের উপস্থিতি দীর্ঘদিনের। তবে অবৈধভাবে অবস্থান ও কাজ করা অভিবাসীদের ধরতে সাম্প্রতিক সময়ে অভিযানে আটকদের অনেককেই নিজ নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে। সাম্প্রতিক সময়ে মালয়েশীয় সরকার অবৈধ অভিবাসন বিরোধী অভিযান জোরদার করেছে। 

পেনাং অভিবাসন বিভাগ জানিয়েছে, যাচাই-বাছাই শেষে আটক ব্যক্তিদের বিরুদ্ধে অভিবাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট দিবস উদযাপন
বাতিল হচ্ছে ১২৮ জুলাই যোদ্ধার গেজেট 
বাংলাদেশের রিজার্ভ ও মূল্যস্ফীতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে আইএমএফ
হাসপাতালে চিকিৎসাধীন নাজিম উদ্দিনকে দেখতে গেলেন ডা. রফিক
সার ব্যবস্থাপনা সংক্রান্ত নীতিমালা ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করা হবে: কৃষি উপদেষ্টা
ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হারল বাংলাদেশ
রোহিঙ্গা শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে সহায়তা দেবে কসোভো
এআই চিপ নির্মাতা এনভিডিয়া বিশ্বের প্রথম ৫ ট্রিলিয়ন ডলারের কোম্পানি 
আল-ফাশের হাসপাতালে ৪৬০ জন নিহতের খবরে হতবাক ডব্লিউএইচও
সুদানে আরএসএফ’র বর্বরতার নিন্দা জানালো ইইউ
১০