টেকসই প্লাস্টিক ব্যবহারে বৈশ্বিক ঐক্যের আহ্বান পরিবেশ উপদেষ্টার

বাসস
প্রকাশ: ০৬ জুন ২০২৫, ১৩:২৯ আপডেট: : ০৬ জুন ২০২৫, ১৯:৩৭
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার জেজু স্পেশাল সেল্ফ-গভর্নিং প্রভিন্সে অনুষ্ঠিত ‘সার্কুলার ইকোনমির পথে উচ্চপর্যায়ের মন্ত্রী পর্যায়ের গোলটেবিল আলোচনা ও বিশ্ব পরিবেশ দিবস-২০২৫’ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ছবি: পিআইডি

ঢাকা, ৬ জুন, ২০২৫(বাসস) : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান টেকসই প্লাস্টিক ব্যবস্থাপনার জন্য বৈশ্বিক প্রতিশ্রুতির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।

তিনি বলেছেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় কার্বন নিরপেক্ষ ও শূন্য-কার্বন উন্নয়ন পথে সবাইকে একসাথে কাজ করতে হবে।

গতকাল বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার জেজু স্পেশাল সেল্ফ-গভর্নিং প্রভিন্সে অনুষ্ঠিত ‘সার্কুলার ইকোনমির পথে উচ্চপর্যায়ের মন্ত্রী পর্যায়ের গোলটেবিল আলোচনা ও বিশ্ব পরিবেশ দিবস-২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি এসব কথা বলেছেন।

পরিবেশ উপদেষ্টা বলেছেন, বর্জ্য ও প্লাস্টিক ব্যবস্থাপনা এবং বন সংরক্ষণে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে বাংলাদেশ ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী এবং এ সম্পর্কিত প্রকল্পসমূহ কার্যকরভাবে অনুসরণ করবে।

রিজওয়ানা হাসান সাইডলাইনে জেজু প্রদেশের গভর্নর ও দক্ষিণ কোরিয়ার পরিবেশ মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।

বৈঠকে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা, বন পুনর্বাসন ও বন্যপ্রাণী সংরক্ষণে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়ে আলোচনা হয়। কোরিয়ার পক্ষ থেকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বে আগ্রহ প্রকাশ করা হয়।

উল্লেখ্য, ৩ থেকে ৬ জুন পর্যন্ত সরকারি সফরে দক্ষিণ কোরিয়ায় অবস্থানকালে রিজওয়ানা হাসান ‘গ্রিন ট্রানজিশন ইনিশিয়েটিভ (জিটিআই)’-এর সাধারণ অধিবেশন এবং প্লাস্টিক নীতি ও শিল্প বিষয়ক সেমিনারেও অংশগ্রহণ করেছেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত তৌফিক ইসলাম শতিল এবং পরিবেশ অধিদপ্তরের পরিচালক মির্জা শওকত আলী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মানিকগঞ্জে ইভটিজিং করায় পাঁচ যুবক গ্রেফতার
স্যাটেলাইট প্রযুক্তির ভবিষ্যৎ অত্যন্ত সম্ভবনাময় : চুয়েট ভিসি
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৩৬
মাগুরায় তিনটি মিষ্টির দোকানকে জরিমানা
গত বছরের তুলনায় এবার অর্ধেকেরও কম ইলিশ যাবে ভারতে : মৎস্য উপদেষ্টা
রাজধানীতে দালাল চক্রের ৪ সদস্যকে কারাদন্ড  দিয়েছে র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত
ইটিআই’র ভারপ্রাপ্ত মহাপরিচালক হলেন হাসানুজ্জামান
মোল্লাহাটে বালুবাহী ট্রলির চাপায় শিশুর মৃত্যু
কুমিল্লায় চুন কারখানায় অবৈধ গ্যাস সংযোগ: ৮ শ্রমিক কারাগারে 
ডিজিটাল ব্যাংক স্থাপনে আবেদনের সময় বাড়ালো বাংলাদেশ ব্যাংক
১০