বিএমইউ’তে রোগীদের সুবিধার্থে ৮ ও ১১ জুন বহির্বিভাগ খোলা থাকবে

বাসস
প্রকাশ: ০৭ জুন ২০২৫, ১৭:৪৯
ছবি : সংগৃহীত

ঢাকা,৭ জুন, ২০২৫ (বাসস) : বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) বহির্বিভাগ রোগীদের সুবিধার্থে পবিত্র ঈদুল আজহার ছুটিতে আগামীকাল ৮ ও ১১ জুন খোলা থাকবে। 

এছাড়া প্রতিদিনই বিশ্ববিদ্যালয় হাসপাতালের ইনডোর ও জরুরি বিভাগ খোলা রয়েছে। হাসপাতালের জরুরি ল্যাব কার্যক্রম সেবাও চালু রয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দিন জানিয়েছেন, চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখতে চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীসহ ৫ শতাধিক সদস্য সেবা দিচ্ছেন। 

এরআগে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো: নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বহির্বিভাগ বন্ধ থাকবে ৬, ৭, ৯, ১০, ১২ ও ১৩ জুন। এরমধ্যে সাপ্তাহিক ছুটি উপলক্ষ্যে ১৩ জুন শুক্রবার বহির্বিভাগ বন্ধ থাকবে। বন্ধের দিনগুলোতে ৫ জুন বৃহস্পতিবার থেকে ১২ জুন বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, অফিস, বৈকালিক স্পেশালাইজড কনসালটেশন সার্ভিস, সুপার স্পেশালাইজড হাসপাতালের কনসালটেশন সার্ভিস বন্ধ থাকবে। 

অন্যদিকে, বিএমইউ সূত্র জানায়, বিএমইউ’তে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে ১৪ জুন। সকাল সাড়ে ৮টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত এবং এই দিনই বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ ও হাসপাতাল খোলা থাকবে। ঈদ পুনর্মিলনীতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভাগীয় চেয়ারম্যান, অফিস প্রধান, শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট, কর্মকর্তা, নার্স ও কর্মচারীবৃন্দ অংশ নেবেন।  

এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঈদের জামাত আজ সকাল সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। পবিত্র ঈদ জামাতে নামাজ আদায়ের জন্য বিএমইউ’র উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দিন, উপাচার্যের সচিব-১ সহযোগী অধ্যাপক ডা. মো. রুহুল কুদ্দুস বিপ্লব, উপ-রেজিস্ট্রার-১ ডা. আবু হেনা হেলাল উদ্দিন আহমেদ, বিএমইউ ডক্টরস হলের ইমাম হাফেজ মাওলানা আইয়ুব আলী প্রমুখসহ বিএমইউ’র শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত রোগী ও আগত জনসাধারণ অংশ নেন। ঈদ জামাত শেষে সংশ্লিষ্টরা কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। পরে উপ-উপাচার্য রোগীদের জন্য উন্নত খাবারের ব্যবস্থা কার্যক্রম পরিদর্শন করেন।      

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পাকা ঘর পাচ্ছেন ফুটবলার সোনালী 
রাজধানীর উত্তরায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
কুষ্টিয়ার দৌলতপুরে রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নে বন্যার্ত মানুষের পাশে যুবদল
চারশ কোটি টাকার কারেন্ট ও দুয়ারি জাল জব্দ করেছে কোস্ট গার্ড
সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে 
উত্তর কোরিয়ার নেতা কিমের সঙ্গে এ বছরেই দেখা করতে চান ট্রাম্প
‘আজকের কণ্ঠ’ নামের একটি পেজ গুজব তৈরির প্ল্যাটফর্ম : বাংলাফ্যাক্ট
জালিয়াতির অভিযোগে ফেডারেল গভর্নর কুককে অপসারণের নির্দেশ ট্রাম্পের
খুবিতে গলদা চিংড়ি উৎপাদন বৃদ্ধি বিষয়ক কর্মশালা 
রংপুরের তারাগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
১০