ঈদুল আযহা উপলক্ষে বেরোবিতে বিশেষ খাবারের ব্যবস্থা

বাসস
প্রকাশ: ০৭ জুন ২০২৫, ১৮:৩৮
ঈদুল আযহা উপলক্ষে বেরোবিতে বিশেষ খাবারের ব্যবস্থা। ছবি: বাসস

ঢাকা, ৭ জুন, ২০২৫(বাসস): ঈদুুল আযহা উপলক্ষে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়(বেরোবি) ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থী,কর্মকর্তা-কর্মচারী এবং নিরাপত্তাকর্মীদের জন্য প্রশাসনের পক্ষ থেকে বিশেষ খাবারের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর নির্দেশনায় দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। এ সময় উপাচার্য শিক্ষার্থীদের সঙ্গে ঈদের কুশল বিনিময় করেন ও তাদের খোঁজখবর নেন। 

আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থীদের দুপুরে বিশেষ খাবার দেওয়া হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ, প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিকসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এছাড়া দুপুরে উপাচার্যের বাসভবনে রংপুর বিভাগীয় কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রংপুর জেলা পুলিশ সুপার, রংপুর রেঞ্জের ডিআইজি, রংপুর মেট্রোপলিটনের ডিসিসহ (ক্রাইম) কয়েকটি থানার ওসিসহ কর্মকর্তাদের সৌজন্যে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

এর আগে ঈদের জামাতের নামাজ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন উপাচার্য। নামাজ শেষে আবাসিক হলের শিক্ষার্থীদের জন্য সেমাইসহ মিষ্টি জাতীয় খাবারের আয়োজন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বান্দরবানে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ 
প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৭ নেতাকর্মী গ্রেফতার 
বর্ণাঢ্য আয়োজনে বগুড়ায় শজিমেক এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সত্য ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের মাধ্যমেই গুজব প্রতিহত করা সম্ভব: স্বরাষ্ট্র উপদেষ্টা
বান্দরবানে দুস্থদের সহায়তা দিল সেনাবাহিনী
নরসিংদী জেলা ড্যাবের ফ্রি মেডিকেল ক্যাম্প
নাইক্ষ্যংছড়ির বাইশারী বাজারে অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে ছাই
স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ব্যয়বহুল মেগা প্রকল্পের পরিবর্তে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী সুরক্ষায় মনোযোগের আহ্বান পরিবেশ উপদেষ্টার
১০