ঈদুল আযহা উপলক্ষে বেরোবিতে বিশেষ খাবারের ব্যবস্থা

বাসস
প্রকাশ: ০৭ জুন ২০২৫, ১৮:৩৮
ঈদুল আযহা উপলক্ষে বেরোবিতে বিশেষ খাবারের ব্যবস্থা। ছবি: বাসস

ঢাকা, ৭ জুন, ২০২৫(বাসস): ঈদুুল আযহা উপলক্ষে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়(বেরোবি) ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থী,কর্মকর্তা-কর্মচারী এবং নিরাপত্তাকর্মীদের জন্য প্রশাসনের পক্ষ থেকে বিশেষ খাবারের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর নির্দেশনায় দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। এ সময় উপাচার্য শিক্ষার্থীদের সঙ্গে ঈদের কুশল বিনিময় করেন ও তাদের খোঁজখবর নেন। 

আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থীদের দুপুরে বিশেষ খাবার দেওয়া হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ, প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিকসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এছাড়া দুপুরে উপাচার্যের বাসভবনে রংপুর বিভাগীয় কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রংপুর জেলা পুলিশ সুপার, রংপুর রেঞ্জের ডিআইজি, রংপুর মেট্রোপলিটনের ডিসিসহ (ক্রাইম) কয়েকটি থানার ওসিসহ কর্মকর্তাদের সৌজন্যে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

এর আগে ঈদের জামাতের নামাজ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন উপাচার্য। নামাজ শেষে আবাসিক হলের শিক্ষার্থীদের জন্য সেমাইসহ মিষ্টি জাতীয় খাবারের আয়োজন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় নারী হ্যান্ডবলের সেমিফাইনালে আনসার ও পুলিশ
আমাদের এশিয়া কাপ জয়ের সামর্থ্য আছে : জাকের
খুলনায় নকল ওষুধ বিক্রির দায়ে পাঁচলাখ টাকা জরিমানা
ধর্মীয় উপসনালয়কে যারা অপবিত্র করতে চায় তারা দুর্বৃত্ত: ধর্ম উপদেষ্টা
জার্মান কাপের খেলায় বর্ণবাদী নির্যাতনের নিন্দা ফিফা প্রধানের
রপ্তানি উন্নয়ন ব্যুরো পরিচালনা পর্ষদের ১৪৮তম সভা অনুষ্ঠিত
২৩ বছর কারাভোগের পর নতুন জীবনে নওগাঁর দুলাল
বন্যায় পাকিস্তানের পাখতুনখোয়ায় প্রায় ৩৫০ জনের প্রাণহানি, বৃষ্টিতে উদ্ধার অভিযান স্থগিত
স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার লড়াইয়ে বাংলাদেশ সর্বদা পাশে ছিল এবং থাকবে: চরমোনাইর পীর
মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগের পরিচালকের মৃত্যুতে মৎস্য উপদেষ্টার শোক
১০