আগামী ৫ দিন পর্যন্ত গঙ্গা ও পদ্মা নদীর পানি সমতল বাড়তে পারে

বাসস
প্রকাশ: ০৭ জুন ২০২৫, ১৯:৫৭ আপডেট: : ০৭ জুন ২০২৫, ২০:০৬
প্রতীকী ছবি

ঢাকা, ৭ জুন,২০২৫ (বাসস): আগামী ৫ দিন পর্যন্ত গঙ্গা ও পদ্মা নদীর পানি সমতল বাড়তে পারে, তবে বিপদসীমার নীচ দিয়ে তা প্রবাহিত হতে পারে। আজ গঙ্গা নদীর পানি সমতল স্থিতিশীল আছে ও পদ্মা নদীর পানি সমতল বাড়ছে । 

এদিকে, দেশের পর্যবেক্ষণাধীন ১১৬ টি পানি সমতল স্টেশনের মধ্যে ৩৯ টি নদীর পানি বৃদ্ধি পেয়েছে, কমেছে ৬২ টি স্টেশনের, ৩ টি স্টেশনের পানি সমতল অপরিবর্তিত রয়েছে। গেজ পাঠ পাওয়া যায়নি ১২ টি স্টেশনের। মোট তথ্য পাওয়া যায়নি ১২ টির,  বিপদসীমার উপরে রয়েছে ৩ টি স্টেশন। অপরদিকে, নদীসংলগ্ন জেলা রয়েছে রসিলেট ও সুনামগঞ্জ এবং বিপদসীমার উপরে রয়েছে সুরমা ও কুশিয়ারা স্টেশন। 

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপকূলীয় নদী অববাহিকার বরিশাল,খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীসমূহে স্বাভাবিক জোয়ার বিরাজমান আছে। বাংলাদেশ আবহাওয়া সংস্থার তথ্যানুযায়ী আগামী ৩ দিন বঙ্গোপসাগরে কোনো লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ৩ দিনে উপকূলীয় নদীসমূহে স্বাভাবিক জোয়ার থাকতে পারে।

এদিকে, সিলেট ও মৌলভীবাজার জেলার সুরমা ও কুশিয়ারা এবং সুনামগঞ্জ জেলার কুশিয়ারা নদীসমূহের পানি সমতল কমছে। তবে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত নদীসমূহের পানি সমতল হ্রাস অব্যাহত থাকতে পারে। এ সময়ে সিলেট,সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকতে পারে। এসব জেলার নদীতে পানি প্রবাহ বিপদসীমার নিচে নেমে আসতে পারে। ব্রক্ষ্মপুত্র নদের পানি সমতল হ্রাস পাচ্ছে ও যমুনা নদীর পানি সমতল স্থিতিশীল আছে। 

আগামী ৫ দিন পর্যন্ত ব্রক্ষ্মপুত্র নদ ও যমুনা নদীর পানি সমতল হ্রাস পেতে পারে এবং বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হতে পারে। আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত নদ-নদীসমূহ চিলমারী,ফুলছড়ি,বাহাদুরাবাদ ও জগন্নাথগঞ্জ স্টেশনে সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার সংশোধিত নীতিমালা প্রকাশ
মেহেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
ক্ষমতায় গেলে দেশের পররাষ্ট্রনীতি হবে ‘সবার আগে বাংলাদেশ’ : তারেক রহমান
ক্যালিফোর্নিয়ার মহাসড়কে মেডিকেল হেলিকপ্টার বিধ্বস্ত
মাউশি’র মহাপরিচালক নিয়োগ দিতে শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি
চ্যাটজিপিটিতে অ্যাপ ইন্টিগ্রেশন ফিচার চালু
ট্রাইব্যুনালে অভিযুক্ত হলে এমপি হওয়া যাবে না, প্রজ্ঞাপন জারি
ইউক্রেনের ১৮৪টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার
ঝালকাঠিতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে শিক্ষক নিহত
ইন্দোনেশিয়ার মাদ্রাসা ভবন ধসে উদ্ধার অভিযান সমাপ্ত 
১০