আগামী ৫ দিন পর্যন্ত গঙ্গা ও পদ্মা নদীর পানি সমতল বাড়তে পারে

বাসস
প্রকাশ: ০৭ জুন ২০২৫, ১৯:৫৭ আপডেট: : ০৭ জুন ২০২৫, ২০:০৬
প্রতীকী ছবি

ঢাকা, ৭ জুন,২০২৫ (বাসস): আগামী ৫ দিন পর্যন্ত গঙ্গা ও পদ্মা নদীর পানি সমতল বাড়তে পারে, তবে বিপদসীমার নীচ দিয়ে তা প্রবাহিত হতে পারে। আজ গঙ্গা নদীর পানি সমতল স্থিতিশীল আছে ও পদ্মা নদীর পানি সমতল বাড়ছে । 

এদিকে, দেশের পর্যবেক্ষণাধীন ১১৬ টি পানি সমতল স্টেশনের মধ্যে ৩৯ টি নদীর পানি বৃদ্ধি পেয়েছে, কমেছে ৬২ টি স্টেশনের, ৩ টি স্টেশনের পানি সমতল অপরিবর্তিত রয়েছে। গেজ পাঠ পাওয়া যায়নি ১২ টি স্টেশনের। মোট তথ্য পাওয়া যায়নি ১২ টির,  বিপদসীমার উপরে রয়েছে ৩ টি স্টেশন। অপরদিকে, নদীসংলগ্ন জেলা রয়েছে রসিলেট ও সুনামগঞ্জ এবং বিপদসীমার উপরে রয়েছে সুরমা ও কুশিয়ারা স্টেশন। 

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপকূলীয় নদী অববাহিকার বরিশাল,খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীসমূহে স্বাভাবিক জোয়ার বিরাজমান আছে। বাংলাদেশ আবহাওয়া সংস্থার তথ্যানুযায়ী আগামী ৩ দিন বঙ্গোপসাগরে কোনো লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ৩ দিনে উপকূলীয় নদীসমূহে স্বাভাবিক জোয়ার থাকতে পারে।

এদিকে, সিলেট ও মৌলভীবাজার জেলার সুরমা ও কুশিয়ারা এবং সুনামগঞ্জ জেলার কুশিয়ারা নদীসমূহের পানি সমতল কমছে। তবে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত নদীসমূহের পানি সমতল হ্রাস অব্যাহত থাকতে পারে। এ সময়ে সিলেট,সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকতে পারে। এসব জেলার নদীতে পানি প্রবাহ বিপদসীমার নিচে নেমে আসতে পারে। ব্রক্ষ্মপুত্র নদের পানি সমতল হ্রাস পাচ্ছে ও যমুনা নদীর পানি সমতল স্থিতিশীল আছে। 

আগামী ৫ দিন পর্যন্ত ব্রক্ষ্মপুত্র নদ ও যমুনা নদীর পানি সমতল হ্রাস পেতে পারে এবং বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হতে পারে। আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত নদ-নদীসমূহ চিলমারী,ফুলছড়ি,বাহাদুরাবাদ ও জগন্নাথগঞ্জ স্টেশনে সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চাঁদপুরে ইলিশের বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তরের অভিযান
পিএসসি’র নতুন তিন সদস্যকে শপথ গ্রহণ
রাকসু নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু
শাপলা চত্বরে মানবতাবিরোধী অপরাধে গ্রেফতারকৃত ৪ আসামীকে জিজ্ঞাসাবাদের অনুমতি
সিরাজগঞ্জে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ২ 
সরকার এনএইচআরসি আইন, ২০০৯ সংশোধনে প্রতিশ্রুতিবদ্ধ : আইন উপদেষ্টা
নওগাঁয় ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন 
সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল
সিরাজগঞ্জে হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন 
খুবিতে দুই গ্রুপের উত্তেজনায় ক্লাস পরীক্ষা বন্ধ
১০