সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল কমছে; ৭২ ঘন্টায় হ্রাস অব্যাহত থাকবে

বাসস
প্রকাশ: ০৮ জুন ২০২৫, ২০:৪২
ফাইল ছবি

ঢাকা, ৮ জুন, ২০২৫ (বাসস) : সিলেট ও মৌলভীবাজার জেলায় সুরমা-কুশিয়ারা এবং সুনামগঞ্জ জেলায় কুশিয়ারা নদীসমূহের পানি সমতল কমছে। তবে, কুশিয়ারা নদী অমলশীদ পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ২৪ ঘন্টায় বিপদসীমার নিচে নেমে আসতে পারে।  আগামী ৭২ ঘন্টা পর্যন্ত নদীসমূহের পানি সমতল হ্রাস অব্যাহত থাকতে পারে।

অন্যদিকে, ব্রহ্মপুত্র নদের ও যমুনা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী ৫ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এসময় বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

গঙ্গা নদীর পানি সমতল কমছে। অন্যদিকে স্থিতিশীল রয়েছে পদ্মা নদীর পানি সমতল। সপ্তাহের শেষে আগামী পাঁচদিন পর্যন্ত গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি হ্রাস পেতে পারে এবং বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

দেশের ১১৬ টি পর্যবেক্ষণাধীন পানি সমতল স্টেশনের মধ্যে বেড়েছে ২৯ টির, কমেছে ৮৪ টির, অপরিবর্তিত রয়েছে ২ টির। এছাড়া গেজ পাঠ পাওয়া যায়নি ১ টির এবং বিপদসীমার উপরে স্টেশনের সংখ্যা ১ টি, নদীসমূহ সংলগ্ন এলাকা সিলেট এবং বিপদসীমার উপরে নদীর সংখ্যা ১ টি (কুশিয়ারা)। 

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপকূলীয় নদী অববাহিকা (বরিশাল,খুলনা ও চট্টগ্রাম বিভাগ) সূত্রে জানা যায়, বরিশাল,খুলনা ও চট্টগ্রাম বিভাগের নদীসমূহের স্বাভাবিক জোয়ার বিরাজমান রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাসমূহের তথ্যানুযায়ী আগামী ৩ দিন বঙ্গোপসাগরে কোনো লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা নেই। আগামী তিনদিনে উপকূলীয় নদীসমূহে স্বাভাবিক জোয়ার বিরাজ করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামে মোটরসাইকেলে ট্রাকচাপায় ১ নারীর মৃত্যু
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল পরীক্ষার ফল প্রকাশ
পদ্মা সেতুতে চালু হলো স্বয়ংক্রিয় টোল পদ্ধতি
টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু
চট্টগ্রামে মোটরসাইকেলে ট্রাকচাপায় ১ নারীর মৃত্যু
প্রবীণ দিবস পালনে সিলেটে নানা কর্মসূচি
মাদ্রিদে ভুয়েল্টা কোর্সে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীরা হামলা করেছে
ইসরাইলি-আমেরিকান জোট ‘পশ্চিম প্রাচীরের পাথরের মতোই শক্তিশালী’: নেতানিয়াহু 
বিশ্বকে ‘দ্বৈত নীতিমালা পরিহারের’ আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর 
নতুন ইবোলা প্রাদুর্ভাবের বিরুদ্ধে ডিআর কঙ্গো টিকাদান শুরু করেছে
১০