খুলনায় ট্রাক চাপায় শিশুসহ নিহত ২

বাসস
প্রকাশ: ০৯ জুন ২০২৫, ১৩:৫২
ছবি: বাসস

খুলনা, ৯ জুন ২০২৫ (বাসস): জেলায় দ্রুতগামী ট্রাকের চাপায় শিশুসহ ২জন নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাক চালকসহ আরও চারজন আহত হয়েছে। আজ সোমবার সকাল ৬টার দিকে  খানজাহান আলী সেতু (রূপসা সেতু)’র পশ্চিম প্রান্তে দারোগার লিজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ইজিবাইক চালক রফিকুল ইসলাম ( ৫৬) ও যাত্রী শিশু তানজিল (১২)। 

লবণচরা ক্যাম্প ইনচার্জ (আইসি) উপ-পরিদর্শক মো. আব্দুর রহিম জানান, আজ ভোরের দিকে চাঁদপুর থেকে কয়েকজন যাত্রী খুলনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসছিলেন। রূপসা সেতু এলাকায় বাস থেকে নেমে তারা ইজিবাইকে করে রং সাইড হয়ে দারোগার লিজের দিকে যাচ্ছিলেন। এ সময়ে বাগেরহাট থেকে ছেড়ে আসা একটি ট্রাক ধাক্কা দিলে ইজিবাইক চালক রফিকুল ইসলাম (৫৬) ও যাত্রী শিশু তানজিল (১২) নিহত হন। 

এতে ট্রাক চালক ও ইজিবাইকের অপর ৩ যাত্রী আহত হন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুজ্জামান বাসসকে বলেন, দুর্ঘটনায় ইজিবাইকটি ভেঙে চুরমার হয়ে গেছে। অপরদিকে ট্রাকটিও উল্টে সড়কের পাশে পড়েছে। এখন উদ্ধার তৎপরতা চলছে। 

আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকায় পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিরিজে ডাবল লিড লক্ষ্য বাংলাদেশ যুবাদের
পুলিশ সুপার পদমর্যাদার চার কর্মকর্তাকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি
দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ নির্ধারণ করবে জ্ঞান, উদ্ভাবন ও নীতি-কূটনীতি : ড. আনিসুজ্জামান চৌধুরী
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯২৮ জন
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯২৮ জন
জাতীয় নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি : সচিব
দেশের পুষ্টি ও অর্থনীতিতে গ্রামীণ নারীদের অবদান অপরিসীম : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
দেশের পুষ্টি ও অর্থনীতিতে গ্রামীণ নারীদের অবদান অপরিসীম : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
জাতীয় নীতি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়
ফ্রেমে ফ্রেমে অপরূপ পঞ্চগড়
১০