কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত 

বাসস
প্রকাশ: ০৯ জুন ২০২৫, ১৫:১২

কিশোরগঞ্জ, ৯ জুন ২০২৫ (বাসস) : জেলা সদরে আজ সিএনজি-চালিত অটোরিকশা উল্টে জয়নব বেগম (৩০) নামের এক নারী যাত্রী নিহত হয়েছেন। 

আজ সোমবার দুপুর ১২টার দিকে সদর উপজেলায় কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে কাতিয়ারচর বেইলি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জয়নব বেগম পার্শ্ববর্তী নেত্রকোনা জেলার সদর উপজেলার বেলাটি গ্রামের মোফাজ্জল হোসেনের স্ত্রী।
এ দুর্ঘটনা গুরুতর আহত হয়েছেন আরও দুইযাত্রী। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী ও দুই সন্তানসহ নরসিংদীতে বসবাস করতেন জয়নব বেগম। ঈদুল আজহা উপলক্ষে সোমবার সিএনজি-চালিত অটোরিকশায় করে তারা গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে কিশোরগঞ্জ সদরে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের কাতিয়ারচর বেইলী ব্রিজ এলাকায় পৌঁছালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন জয়নব বেগম। 

এ ঘটনায় নিহত জয়নব বেগমের দুইসন্তান আহত হয়েছে। তাদেরকে কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের চিকিৎসা দেওয়া হয়েছে। 

সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত জয়নব বেগমের মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তুরস্ক থেকে ৫ লক্ষাধিক সিরীয় দেশে ফিরেছে : আঙ্কারা
নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে খুলনায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
তারেক রহমান ঘোষিত ৩১ দফাই আধুনিক বাংলাদেশ বিনির্মাণের রূপরেখা : কুমিল্লায় সেমিনারে বক্তারা
চাঁদপুরে কলায় ক্ষতিকর রাসায়নিক স্প্রে করায় জরিমানা
সিলেটে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত
বাস্তবায়ন পদ্ধতি প্রকাশের পরই জুলাই সনদ সই করবে এনসিপি : হাসনাত আবদুল্লাহ
দশম ওয়েজ বোর্ড গঠন ও নবম ওয়েজ বোর্ড পূর্ণ বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী সাংবাদিকদের সমাবেশ
বিএনপি ক্ষমতায় এলে বিদ্যুৎ খাতের ইনডেমনিটি আইন বাতিল করা হবে : রিজভী
বিগত তিনটি সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ বিষয়ে তদন্ত কমিশনে শুনানি শুরু  
সাদিকুরের সেঞ্চুরিতে প্রথম দিন চট্টগ্রামের সংগ্রহ ৪ উইকেটে ২৬০ রান
১০