দৃশ্যমান সংস্কার হলে এপ্রিলের মধ্যে নির্বাচনে দ্বিমত নেই : সারজিস আলম

বাসস
প্রকাশ: ০৯ জুন ২০২৫, ১৬:১৮
জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি : বাসস

পঞ্চগড়, ৯ জুন, ২০২৫ (বাসস) : দৃশ্যমান সংস্কার হলে এপ্রিলের মধ্যে নির্বাচনে কোনো দ্বিমত নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। 

আজ সোমবার দুপুরে পঞ্চগড় জেলা শহরের চৌরঙ্গী মোড়ে তিনি সাংবাদিকদের একথা বলেন। 

এসময় তিনি বলেন, যদি দৃশ্যমান বিচারিক প্রক্রিয়াটি দেখতে পাই, মৌলিক সংস্কারগুলো আমাদের সামনে দৃশ্যমান হয়। নির্বাচনকালীন যে সংস্কার প্রয়োজন রয়েছে- বিচার বিভাগের, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, নির্বাচন কমিশনের। এগুলো সম্পন্ন হলে এপ্রিলে নির্বাচন নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই। কিন্তু তার পূর্বে নির্বাচনকালীন সংস্কারগুলো নিশ্চিত করতে হবে। দৃশ্যমান বিচারিক কার্যক্রম নিশ্চিত করতে হবে, মৌলিক সংস্কারের দৃশ্যমান অবস্থা দেখতে চাই। 

তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে আমরা সব সময় দেখে এসেছি, নির্বাচনকালীন সময় ক্ষমতার অপব্যবহার করা হয়। কালো টাকার পেশি শক্তি অপব্যবহার করা হয়। আমরা এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড দেখতে চাই। যেখানে ছোট দল কিংবা বড় দল সবাই তাদের জায়গা থেকে স্বচ্ছ ও সুষ্ঠু একটি নির্বাচনে একদম স্বয়ংক্রিয় ও স্বয়ং সম্পূর্ণভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। 

নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, কেউ যেনো কারো দ্বারা ক্ষমতার অপব্যবহারের শিকার না হয়। আমরা বিগত নির্বাচনগুলোতে ভোট কেন্দ্র থেকে শুরু করে নির্বাচনী এলাকায় নানা অপ্রীতিকর ঘটনা দেখেছি। ভোটকেন্দ্র দখল করা, ব্যালট চুরি করা- এই ধরনের ঘটনাগুলো যেনো আর আগামীর বাংলাদেশে কোনো নির্বাচনে না দেখি। 

এসময় জাতীয় নাগরিক পাটি (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণ অঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নাগরিক পাটির সদর উপজেলা শাখার সমন্বয়ক তানবিরুল বারী নয়ন প্রমুখ উপস্থিত ছিলেন ।

এর আগে, হাসনাত আবদুল্লাহকে সঙ্গে নিয়ে চৌরঙ্গী মোড়ে তারা নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ-চীন কৃষিপণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে : বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
১০