সাঁতার শেখাতে গিয়ে চট্টগ্রামে পুকুরে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

বাসস
প্রকাশ: ০৯ জুন ২০২৫, ১৯:৪৯
মোহাম্মদ নাছির ও তার ভাইয়ের ছেলে মোহাম্মদ আইরিয়ান। কোলাজ

চট্টগ্রাম, ৯ জুন, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নের মধ্যম বাথুয়া এলাকায় পুকুরে সাঁতার শেখাতে গিয়ে আপন চাচা-ভাতিজার মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

আজ সোমবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-স্থানীয় এলাকার বাসিন্দা বজল আহমদের ছেলে মোহাম্মদ নাছির (৫৫) ও তার ভাই আইয়াছ উদ্দীন বাহারের ছেলে মোহাম্মদ আইরিয়ান (১৫)। সম্পর্কে তারা চাচা-ভাতিজা। নাছির উদ্দীনের ছোট ভাই আইয়াজ উদ্দিন বাহার চাকরি সূত্রে রাউজানে চুয়েটের পাশে ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকেন। ঈদুল আজহা উপলক্ষে তারা গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

জানা যায়, আইরিয়ান চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র। ঈদুল আজহা উপলক্ষে গ্রামের বাড়ি আসেন তারা। দুপুরে চাচা-ভাতিজা পুকুরে গোসল করতে গেলে নাছির ভাতিজাকে সাঁতার শেখাতে চেষ্টা করেন। একপর্যায়ে আইরিয়ান পানিতে তলিয়ে গেলে তাকে উদ্ধারের চেষ্টা করেন নাছির। কিন্তু দুজনই পানিতে ডুবে নিখোঁজ  হন। কিছুক্ষণ পর পুকুরে তাদের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে পটিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার আবুল ফয়েজ  জানান, গোসল করতে গিয়ে চাচা-ভাতিজা মারা গেছেন। ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সেলিম আল দীনের স্মৃতিস্মারক সংরক্ষণে রাষ্ট্রীয় উদ্যোগ চেয়ে ৫০ নাগরিকের বিবৃতি
পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় পুলিশ অ্যাসোসিয়েশনের নিন্দা 
অক্সিজেন সামিটে সম্মিলিত কর্মপরিকল্পনা তৈরি ও শক্তিশালী সুশাসনের আহ্বান
নির্বাচনকে ভিন্নখাতে প্রবাহিত করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সূচিতে পরিবর্তন
মেধাভিত্তিক সরকার গঠনে শিক্ষকদের সমর্থন ও সহযোগিতা চায় বিএনপি : তারেক রহমান 
বাংলাদেশ ও মিশরের সর্বোচ্চ আদালতের সহযোগিতা সমঝোতা স্মারক স্বাক্ষরিত
মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়ে করা যাবে হজযাত্রী নিবন্ধন 
জাতীয় এ্যামেচার র‌্যাংকিং টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সোনিয়া ও আবু বকর সিদ্দিক
পিরোজপুরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সমাবেশ
১০