সাঁতার শেখাতে গিয়ে চট্টগ্রামে পুকুরে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

বাসস
প্রকাশ: ০৯ জুন ২০২৫, ১৯:৪৯
মোহাম্মদ নাছির ও তার ভাইয়ের ছেলে মোহাম্মদ আইরিয়ান। কোলাজ

চট্টগ্রাম, ৯ জুন, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নের মধ্যম বাথুয়া এলাকায় পুকুরে সাঁতার শেখাতে গিয়ে আপন চাচা-ভাতিজার মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

আজ সোমবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-স্থানীয় এলাকার বাসিন্দা বজল আহমদের ছেলে মোহাম্মদ নাছির (৫৫) ও তার ভাই আইয়াছ উদ্দীন বাহারের ছেলে মোহাম্মদ আইরিয়ান (১৫)। সম্পর্কে তারা চাচা-ভাতিজা। নাছির উদ্দীনের ছোট ভাই আইয়াজ উদ্দিন বাহার চাকরি সূত্রে রাউজানে চুয়েটের পাশে ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকেন। ঈদুল আজহা উপলক্ষে তারা গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

জানা যায়, আইরিয়ান চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র। ঈদুল আজহা উপলক্ষে গ্রামের বাড়ি আসেন তারা। দুপুরে চাচা-ভাতিজা পুকুরে গোসল করতে গেলে নাছির ভাতিজাকে সাঁতার শেখাতে চেষ্টা করেন। একপর্যায়ে আইরিয়ান পানিতে তলিয়ে গেলে তাকে উদ্ধারের চেষ্টা করেন নাছির। কিন্তু দুজনই পানিতে ডুবে নিখোঁজ  হন। কিছুক্ষণ পর পুকুরে তাদের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে পটিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার আবুল ফয়েজ  জানান, গোসল করতে গিয়ে চাচা-ভাতিজা মারা গেছেন। ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মুসলিম দেশগুলোকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের
অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবিকে তথ্য দিয়ে সহায়তার আহ্বান
শেখ হাসিনার মামলায় আর দু’একজনের সাক্ষ্য নেয়া হবে: চিফ প্রসিকিউটর
সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযানে মাদকসহ তিন মাদক কারবারি আটক
অস্ট্রেলিয়ার সেনাবাহিনীতে কাজ করতে পারবেন পাপুয়া নিউ গিনির নাগরিকরা
ডিসেম্বরের মধ্যে সংস্কার কমিশনের ৭০ ভাগ সুপারিশ বাস্তবায়ন সম্ভব: আসিফ নজরুল
বিশেষ ক্ষমতা আইনের মামলায় মির্জা ফখরুলসহ ৭৭ জনকে অব্যাহতি
পরমাণু রাষ্ট্র হিসেবে ‘স্থায়ীভাবে প্রতিষ্ঠিত’ ঘোষণা উত্তর কোরিয়ার
কুয়েতে আকামাবিহীন প্রবাসীদের মৃতদেহ দেশে আনতে সহায়তা করছে দূতাবাস
রশিদপুর কূপ থেকে আরো ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সংযুক্ত হল
১০