
ঢাকা, ৩০ অক্টোবর ২০২৫ (বাসস) : বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ থেকে ধানমন্ডিস্থ রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে মাঠে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘৬ষ্ঠ জাতীয় নারী বেসবল চ্যাম্পিয়নশিপ-২০২৫’। বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশন (বিবিএসএ) আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের ৬টি জেলা, ৪টি ক্লাব এবং ২টি সার্ভিস দলসহ মোট ১২টি দল অংশগ্রহণ করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।
উপদেষ্টা বলেন, বর্তমান সময়ে তরুণ সমাজের জন্য মাদক ভয়াবহ সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এটি থেকে পরিত্রাণের উপায় হিসেবে সবচেয়ে ভালো মাধ্যম হতে পারে খেলাধুলায় অংশগ্রহণ বাড়ানো। তরুণদের খেলাধূলায় বেশি করে মনোনিবেশ করতে হবে। এজন্য আমাদের খেলার মাঠ দরকার, তাদের খেলাধূলার পরিবেশ তৈরি করে দেওয়া দরকার। যুবসমাজকে মরণ ফাঁদ মাদকের হাত থেকে মুক্ত রাখতে সকলকে উদ্যোগী হওয়ার আহবান জানান তিনি।
তিনি জানান, পৃথিবীর দ্বিতীয় জনপ্রিয় খেলা বেসবল আমাদের দেশে নতুন। এটিও একসময় জনপ্রিয়তা পাবে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, হলিউডের সিনেমায় প্রথম বেসবল খেলা দেখেছিলাম। সেখানে দেখানো হয়েছে, এটি পরিবারকে একত্রিত করে, আবেগকে একত্রিত করে।
তিনি আশা প্রকাশ করে বলেন, এ খেলায় অভ্যস্ততা তৈরি হলে একদিকে আমাদের যুব সমাজ উপকৃত হবে, তেমনি বিশ্ব দরবারে দেশের সন্মানও বাড়বে।
বাংলাদেশ বেসবল-সফটবল এসোসিয়েশনের সভাপতি আফজালুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত আইজিপি (এডমিন) কাজী মো: ফজলুল করিম, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক (ক্রীড়া ও সংস্কৃতি) মির্জা সিফাত ই খুদা, সাউথ এশিয়ান বেসবল ও সফটবল এসোসিয়েশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. অনুপম হোসেন এবং বাংলাদেশ সফটবল ও বেসবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তালহা যুবায়ের।
উদ্বোধনী দিনের খেলায় স্যান্ড এঞ্জেলস দল জয়পুরহাট জেলা দলকে ১৭-৪ রান ব্যবধানে পরাজিত করে। অপর ম্যাচে সাভার কমিউনিটি ক্লাব চাঁদপুর জেলা দলকে ১৯-০ রানে হারিয়ে টুর্নামেন্টে দারুণ সূচনা করে। বিজয়ী স্যান্ড এঞ্জেলস ক্লাব দলের সেরা খেলোয়ার নির্বাচিত হন উম্মে হাবিবা সাথি এবং সাভার কমিউনিটি ক্লাবের রিমা আক্তার। দুজনকে ম্যাচ সেরার ১ হাজার টাকার প্রাইজমানি প্রদান করা হয়েছে।
দিনের দ্বিতীয় ভাগে কুষ্টিয়া নারায়ণগঞ্জকে ১১-০১ রান ব্যবধানে পরাজিত করে। এই ম্যাচে সেরা খেলোয়াড় মনোনীত হয়েছেন কুষ্টিয়ার এ্যানি। অপর ম্যাচে জয়পুরহাট ক্লাব ১০-০৩ রানে সিলেটকে পরাজিত করে। ম্যাচ সেরা খেলোয়াড় হয়েছেন জয়পুরহাটের মারুফা রাহাত।
আগামীকাল কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। শনিবার একইমাঠে অনুষ্ঠিত হবে ফাইনাল।