সিরিজের দ্বিতীয় ম্যাচে কাল মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া

বাসস
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ২০:৪৫

ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৫ (বাসস) : প্রথমটি বৃষ্টির কারণে ভেসে যাওয়ার পর পাঁচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে কাল মুখোমুখি হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া। সঙ্গত কারণে দুই দলেরই লক্ষ্য প্রথম জয় তুলে নেওয়া।

মেলবোর্নে বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। 

গতকাল ক্যানবেরায় টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ৫ ওভারে ১ উইকেটে ৪৩ রান সংগ্রহ করে টিম ইন্ডিয়া। এরপর বৃষ্টিতে ৪০ মিনিট খেলা বন্ধ থাকলে, ম্যাচের দৈর্ঘ্য ১৮ ওভারে নামিয়ে আনা হয়। 

পুনরায় ব্যাটিংয়ে নেমে ৯ দশমিক ৪ ওভার পর্যন্ত খেলতে পারে ভারত। এসময় তাদের সংগ্রহ ছিল ১ উইকেটে ৯৭ রান। দশম ওভারের চতুর্থ বলের পর আবারও বৃষ্টি নামলে খেলা বন্ধ হয়, শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত হয়।

অভিষেক শর্মা ১৯ রানে আউট হলেও শুভমান গিল ২০ বলে ৩৭ এবং অধিনায়ক সূর্যকুমার যাদব ২৪ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন। ভারতের পতন হওয়া একমাত্র উইকেটটি শিকার করেন অস্ট্রেলিয়ার পেসার নাথান এলিস।

দ্বিতীয় ম্যাচ থেকে ফলাফল চায় ভারত-অস্ট্রেলিয়া দুই দলের খেলোয়াড়রাই। ভারত অধিনায়ক সূর্য বলেন, ‘আমরা প্রথম ম্যাচ পুরোপুরিভাবে শেষ করতে পারিনি। আশা করছি, দ্বিতীয় ম্যাচ থেকে ফলাফল আসবে। জয়ের জন্যই আমরা মাঠে নামব।’

অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ বলেন, ‘প্রথম ম্যাচটি শেষ না হওয়ায় আমরা হতাশ। কিন্তু প্রকৃতির উপর তো কারও হাত নেই। আমরা আশা করছি, কাল পুরো ৪০ ওভার খেলা হবে। ভালো ক্রিকেট খেলে আমরা ম্যাচ জিততে চাই।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ তিন সিরিজের সবগুলোই জিতেছে ভারত। ২০২০, ২০২২ এবং ২০২৩ সালে সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া। এছাড়া ২০২৩ সালের আগস্ট থেকে টি-টোয়েন্টি ফরম্যাটে কোনো সিরিজ বা টুর্নামেন্ট হারেনি ভারত। এসময় আটটি দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজেই জয় পায় টিম ইন্ডিয়া। 

২০১৯ সালের ফেব্রুয়ারিতে সর্বশেষ ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া। ভারত সফরে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল অসিরা। 

এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ৩৩ বার মুখোমুখি হয়েছে ভারত-অস্ট্রেলিয়া। এরমধ্যে টিম ইন্ডিয়ার জয় ২০ ম্যাচে। অস্ট্রেলিয়া জিতেছে ১১ ম্যাচে। ২টি ম্যাচ পরিত্যক্ত হয়। 

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল : মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবোট, জ্যাভিয়ের বার্টলেট, টিম ডেভিড, বেন ডওয়ারশিস, নাথান এলিস, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ (উইকেটরক্ষক), ম্যাথু কুনেমান, মিচেল ওয়েন, ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস ও এডাম জ্যাম্পা।

ভারত দল : সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, নীতিশ কুমার রেড্ডি, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), বরুণ চক্রবর্তী, জসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, হার্ষিত রানা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রিঙ্কু সিং ও ওয়াশিংটন সুন্দর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গণভোট সংসদ নির্বাচনের পর হতে পারে : আহমেদ আজম খান
ইকুইটি সিকিউরিটিজ বিধি-২০২৫ খসড়া প্রকাশ: দুই সপ্তাহের মধ্যে মতামত দেয়ার আহ্বান
আগামী ১ নভেম্বর উদ্যাপিত হবে ৫৪তম জাতীয় সমবায় দিবস
যুক্তিবোধে উজ্জীবিত তরুন প্রজন্ম নেতৃত্ব দিবে আগামীর বাংলাদেশ : চসিক মেয়র
প্রশিক্ষিত আনসার সদস্যরা স্থানীয় উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে ভূমিকা রাখছেন: ডিজি
নীতিনির্ধারণে নমনীয়তা ও নাগরিক দায়িত্বের ওপর প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ
অনলাইনে রিটার্ন দাখিলে অক্ষম করদাতাদের আবেদনের সময়সীমা বাড়ালো এনবিআর
১৫ নভেম্বর থেকে মহানগর ও বিশেষায়িত পুলিশ ইউনিটে নতুন পোশাক
যৌথ বাহিনীর অভিযানে ২৩-৩০ অক্টোবর সারাদেশে আটক ১৪৯
সিরিজে ডাবল লিড লক্ষ্য বাংলাদেশ যুবাদের
১০