ঝিনাইদহে সাপের কাপড়ে এক কিশোরীর মৃত্যু

বাসস
প্রকাশ: ১১ জুন ২০২৫, ১৫:২৭
ছবি: বাসস

ঝিনাইদহ, ১১ জুন, ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলায় সাপের কাপড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের পাকা গ্রামে নিজ ঘরে অবস্থানকালে ওই কিশোরীকে সাপে কামড় দেয়। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ওই কিশোরী মারা যায়।

মৃত কিশোরীর নাম রাবেয়া খাতুন (১৫)। সে ওই গ্রামের আব্দুল্লাহ হোসেনের কন্যা। রাবেয়া স্থানীয় একটি বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী ছিল। 

রাবেয়ার স্বজনরা জানান, গতরাত সাড়ে ৮ টার দিকে নিজ ঘরে অবস্থানকালে ও কিশোরীকে সাপে ছোবল দেয়। পরে পরিবারের লোকজন তাকে স্থানীয় ওঝার কাছে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাত সাড়ে ১২টার দিকে সদর হাসপাতালে ভর্তি করে। আজ সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন হাসপাতাল থেকে আবারো তাকে ওঝার কাছে নেয়ার পথে তার মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মেফতাহুল জান্নাত বলেন, চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরীর স্বজনরা আমাদের কোনো কিছু না জানিয়ে তাকে হাসপাতাল থেকে নিয়ে যায়। শুনেছি কিশোরীকে ওঝার কাছে নিয়ে যাওয়া হচ্ছিল। ওই কিশোরী পথিমধ্যে মারা গেলে তাকে আবারও হাসপাতালে ফেরত আনা হয়। কিশোরীর মৃত্যু হয়েছে জেনে পরিবারের লোকজন তার মরদেহ নিয়ে যায়। 

কিশোরীর স্বজনরা জানান, তার মরদেহ গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। 

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় কোনো অভিযোগ করা হয়নি বলে জানিয়েছে কোতোয়ালি থানার কর্তব্যরত পুলিশ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মুসলিম দেশগুলোকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের
অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবিকে তথ্য দিয়ে সহায়তার আহ্বান
শেখ হাসিনার মামলায় আর দু’একজনের সাক্ষ্য নেয়া হবে: চিফ প্রসিকিউটর
সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযানে মাদকসহ তিন মাদক কারবারি আটক
অস্ট্রেলিয়ার সেনাবাহিনীতে কাজ করতে পারবেন পাপুয়া নিউ গিনির নাগরিকরা
ডিসেম্বরের মধ্যে সংস্কার কমিশনের ৭০ ভাগ সুপারিশ বাস্তবায়ন সম্ভব: আসিফ নজরুল
বিশেষ ক্ষমতা আইনের মামলায় মির্জা ফখরুলসহ ৭৭ জনকে অব্যাহতি
পরমাণু রাষ্ট্র হিসেবে ‘স্থায়ীভাবে প্রতিষ্ঠিত’ ঘোষণা উত্তর কোরিয়ার
কুয়েতে আকামাবিহীন প্রবাসীদের মৃতদেহ দেশে আনতে সহায়তা করছে দূতাবাস
রশিদপুর কূপ থেকে আরো ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সংযুক্ত হল
১০