ঝিনাইদহে সাপের কাপড়ে এক কিশোরীর মৃত্যু

বাসস
প্রকাশ: ১১ জুন ২০২৫, ১৫:২৭
ছবি: বাসস

ঝিনাইদহ, ১১ জুন, ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলায় সাপের কাপড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের পাকা গ্রামে নিজ ঘরে অবস্থানকালে ওই কিশোরীকে সাপে কামড় দেয়। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ওই কিশোরী মারা যায়।

মৃত কিশোরীর নাম রাবেয়া খাতুন (১৫)। সে ওই গ্রামের আব্দুল্লাহ হোসেনের কন্যা। রাবেয়া স্থানীয় একটি বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী ছিল। 

রাবেয়ার স্বজনরা জানান, গতরাত সাড়ে ৮ টার দিকে নিজ ঘরে অবস্থানকালে ও কিশোরীকে সাপে ছোবল দেয়। পরে পরিবারের লোকজন তাকে স্থানীয় ওঝার কাছে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাত সাড়ে ১২টার দিকে সদর হাসপাতালে ভর্তি করে। আজ সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন হাসপাতাল থেকে আবারো তাকে ওঝার কাছে নেয়ার পথে তার মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মেফতাহুল জান্নাত বলেন, চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরীর স্বজনরা আমাদের কোনো কিছু না জানিয়ে তাকে হাসপাতাল থেকে নিয়ে যায়। শুনেছি কিশোরীকে ওঝার কাছে নিয়ে যাওয়া হচ্ছিল। ওই কিশোরী পথিমধ্যে মারা গেলে তাকে আবারও হাসপাতালে ফেরত আনা হয়। কিশোরীর মৃত্যু হয়েছে জেনে পরিবারের লোকজন তার মরদেহ নিয়ে যায়। 

কিশোরীর স্বজনরা জানান, তার মরদেহ গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। 

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় কোনো অভিযোগ করা হয়নি বলে জানিয়েছে কোতোয়ালি থানার কর্তব্যরত পুলিশ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিরিজে ডাবল লিড লক্ষ্য বাংলাদেশ যুবাদের
পুলিশ সুপার পদমর্যাদার চার কর্মকর্তাকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি
দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ নির্ধারণ করবে জ্ঞান, উদ্ভাবন ও নীতি-কূটনীতি : ড. আনিসুজ্জামান চৌধুরী
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯২৮ জন
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯২৮ জন
জাতীয় নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি : সচিব
দেশের পুষ্টি ও অর্থনীতিতে গ্রামীণ নারীদের অবদান অপরিসীম : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
দেশের পুষ্টি ও অর্থনীতিতে গ্রামীণ নারীদের অবদান অপরিসীম : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
জাতীয় নীতি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়
ফ্রেমে ফ্রেমে অপরূপ পঞ্চগড়
১০