টাঙ্গাইলে পানিতে ডুবে একজনের মৃত্যু 

বাসস
প্রকাশ: ১১ জুন ২০২৫, ১৮:৩৬

টাঙ্গাইল, ১১ জুন, ২০২৫ (বাসস) : জেলার বাসাইল উপজেলায় আজ পানিতে ডুবে জাহিদুল ইসলাম (১৭) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

আজ বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পিকনিক স্পর্ট বাসুলিয়ায় চাপড়া বিলে এই দুর্ঘটনা ঘটে।

মৃত জাহিদুল মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার দিঘুলিয়া ইউনিয়নের ভৌয়া গ্রামের জবু মিয়ার ছেলে। জাহিদুল মোটরসাইকেল মেরামতের কাজ করতেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা জাহিদুল, ইমন, রাব্বি, সামিউল ও ফরিদসহ সাত বন্ধু তিনটি মোটরসাইকেল নিয়ে টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার বাসুলিয়ায় বেড়াতে আসেন। পরে দুপুরটার দিকে তারা বাসুলিয়ায় একটি ইঞ্জিনচালিত নৌকা ভাড়া নিয়ে বিলের মাঝখানে থাকা হিজল গাছের পাশে গিয়ে গোসলে নামেন। গোসল শেষে তারা সড়কের দিকে ফেরার পথে জাহিদুল আবারও নৌকা থেকে পড়ে পানিতে ডুবে যান। এ সময় তার সঙ্গে থাকা বন্ধুরা তাকে খুঁজতে পানিতে নামেন। কিছুক্ষণ পর জাহিদুল ইসলামকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক নাহিদ খান সোহাগ জানান, হাসপাতালে আনার আগেই জাহিদুল ইসলামের মৃত্যু হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে বাসাইল থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ-চীন কৃষিপণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে : বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
১০