টাঙ্গাইলে পানিতে ডুবে একজনের মৃত্যু 

বাসস
প্রকাশ: ১১ জুন ২০২৫, ১৮:৩৬

টাঙ্গাইল, ১১ জুন, ২০২৫ (বাসস) : জেলার বাসাইল উপজেলায় আজ পানিতে ডুবে জাহিদুল ইসলাম (১৭) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

আজ বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পিকনিক স্পর্ট বাসুলিয়ায় চাপড়া বিলে এই দুর্ঘটনা ঘটে।

মৃত জাহিদুল মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার দিঘুলিয়া ইউনিয়নের ভৌয়া গ্রামের জবু মিয়ার ছেলে। জাহিদুল মোটরসাইকেল মেরামতের কাজ করতেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা জাহিদুল, ইমন, রাব্বি, সামিউল ও ফরিদসহ সাত বন্ধু তিনটি মোটরসাইকেল নিয়ে টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার বাসুলিয়ায় বেড়াতে আসেন। পরে দুপুরটার দিকে তারা বাসুলিয়ায় একটি ইঞ্জিনচালিত নৌকা ভাড়া নিয়ে বিলের মাঝখানে থাকা হিজল গাছের পাশে গিয়ে গোসলে নামেন। গোসল শেষে তারা সড়কের দিকে ফেরার পথে জাহিদুল আবারও নৌকা থেকে পড়ে পানিতে ডুবে যান। এ সময় তার সঙ্গে থাকা বন্ধুরা তাকে খুঁজতে পানিতে নামেন। কিছুক্ষণ পর জাহিদুল ইসলামকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক নাহিদ খান সোহাগ জানান, হাসপাতালে আনার আগেই জাহিদুল ইসলামের মৃত্যু হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে বাসাইল থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
২ লাখ ২০ হাজার টন গম ও ৫০ হাজার টন বাসমতি চাল কিনবে সরকার
ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে ডিএমপিতে ১,৭৮২টি মামলা
আবরারের শাহাদাত তরুণ প্রজন্মকে জাগ্রত করেছে: মাহমুদুর রহমান
জাপানের সুমিতমো কর্পোরেশন বৃত্তির জন্য ঢাবি শিক্ষার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান
মেহেরপুরে ভৈরব নদ থেকে উদ্ধারকৃত চায়না দুয়ারী জাল ধ্বংস
সিরিজ শুরুর আগেই ছিটকে গেলেন সেলিম
নীতিগত পরিবর্তনের কারণে নবায়নযোগ্য জ্বালানি প্রবৃদ্ধি ধীর হচ্ছে: আইইএ
শিকাগোতে ন্যাশনাল গার্ড মোতায়েনের বিরুদ্ধে ইলিনয়ের মামলা
সিরাজগঞ্জে মহাসড়কে ডাকাতি, র‌্যাবের হাতে গ্রেফতার দুই
ইসরাইলে আটক ফরাসি ডেপুটিরা অনশন ধর্মঘট করেছেন
১০