টাঙ্গাইলে পানিতে ডুবে একজনের মৃত্যু 

বাসস
প্রকাশ: ১১ জুন ২০২৫, ১৮:৩৬

টাঙ্গাইল, ১১ জুন, ২০২৫ (বাসস) : জেলার বাসাইল উপজেলায় আজ পানিতে ডুবে জাহিদুল ইসলাম (১৭) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

আজ বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পিকনিক স্পর্ট বাসুলিয়ায় চাপড়া বিলে এই দুর্ঘটনা ঘটে।

মৃত জাহিদুল মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার দিঘুলিয়া ইউনিয়নের ভৌয়া গ্রামের জবু মিয়ার ছেলে। জাহিদুল মোটরসাইকেল মেরামতের কাজ করতেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা জাহিদুল, ইমন, রাব্বি, সামিউল ও ফরিদসহ সাত বন্ধু তিনটি মোটরসাইকেল নিয়ে টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার বাসুলিয়ায় বেড়াতে আসেন। পরে দুপুরটার দিকে তারা বাসুলিয়ায় একটি ইঞ্জিনচালিত নৌকা ভাড়া নিয়ে বিলের মাঝখানে থাকা হিজল গাছের পাশে গিয়ে গোসলে নামেন। গোসল শেষে তারা সড়কের দিকে ফেরার পথে জাহিদুল আবারও নৌকা থেকে পড়ে পানিতে ডুবে যান। এ সময় তার সঙ্গে থাকা বন্ধুরা তাকে খুঁজতে পানিতে নামেন। কিছুক্ষণ পর জাহিদুল ইসলামকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক নাহিদ খান সোহাগ জানান, হাসপাতালে আনার আগেই জাহিদুল ইসলামের মৃত্যু হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে বাসাইল থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিরিজে ডাবল লিড লক্ষ্য বাংলাদেশ যুবাদের
পুলিশ সুপার পদমর্যাদার চার কর্মকর্তাকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি
দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ নির্ধারণ করবে জ্ঞান, উদ্ভাবন ও নীতি-কূটনীতি : ড. আনিসুজ্জামান চৌধুরী
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯২৮ জন
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯২৮ জন
জাতীয় নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি : সচিব
দেশের পুষ্টি ও অর্থনীতিতে গ্রামীণ নারীদের অবদান অপরিসীম : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
দেশের পুষ্টি ও অর্থনীতিতে গ্রামীণ নারীদের অবদান অপরিসীম : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
জাতীয় নীতি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়
ফ্রেমে ফ্রেমে অপরূপ পঞ্চগড়
১০