জেনেভায় মার্কিন উপ-শ্রম মন্ত্রীর সঙ্গে উপদেষ্টা সাখাওয়াতের বৈঠক

বাসস
প্রকাশ: ১২ জুন ২০২৫, ১৯:০৭ আপডেট: : ১২ জুন ২০২৫, ১৯:৪৬

ঢাকা, ১২ জুন, ২০২৫ (বাসস) : জেনেভায় আইএলও সদর দপ্তরে আন্তর্জাতিক শ্রম সম্মেলনের ফাঁকে মার্কিন উপ-শ্রম মন্ত্রী কিথ ই. সন্ডারলিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

বুধবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের মধ্যে শ্রম খাতে সহযোগিতা জোরদার করা, শ্রমিকদের অধিকার রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

বিশেষ করে, বাংলাদেশের তৈরি পোশাক খাতে শ্রমিকদের কর্মপরিবেশ উন্নত করতে এবং ন্যায্য মজুরি নিশ্চিত করতে যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা হয়।

সাখাওয়াত হোসেন বৈঠকে বাংলাদেশ সরকারের গৃহীত শ্রম সংস্কার কর্মসূচির বিস্তারিত বর্ণনা দেন।

এ সময় তিনি বলেন, বাংলাদেশে বিপুল সংখ্যক শ্রমিক বিভিন্ন সেক্টরে কাজ করে। সরকার সব সেক্টরের শ্রমিকদের ন্যায্য মজুরি, সুন্দর কর্মপরিবেশ, কর্মক্ষেত্রে ক্ষতিপূরণ, মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করছে।

তিনি শিগগিরই শ্রম আইন সংশোধন, ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন সহজিকরণ এবং শ্রম পরিদর্শন ব্যবস্থা শক্তিশালীকরণের কথা উল্লেখ করেন। 

উপদেষ্টা বলেন, বাংলাদেশে সরকার শ্রমিকদের কল্যাণে কাজ করছে। এক্ষেত্রে বড়-বড় কনস্ট্রাকশন কোম্পানি যদি তাদের লভ্যাংশের অর্থ বিধি মোতাবেক কেন্দ্রীয় তহবিলে জমা না দেয় তাহলে তারা কোন সরকারি ক্রয়ে অংশগ্রহণ করতে পারবে না। এছাড়াও আরএমজি সেক্টর, শিপ ব্রেকিং ও নির্মাণসহ সব শিল্প সেক্টরে নিরাপদ, টেকসই এবং ন্যায়সংগত কর্মপরিবেশ উন্নীত করার জন্য বাংলাদেশ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 

তিনি বলেন, বাংলাদেশে মোট জনসংখ্যার বিপুল অংশ তরুণ। এই তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ তৈরি করেছে দেশের আইসিটি খাত। বর্তমানে অনলাইন জব ও ফ্রিল্যান্সিং ক্ষেত্রে বাংলাদেশ উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে। সরকারি ও বেসরকারি সংস্থাগুলো তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান তৈরিতে নানা উদ্যোগ নিচ্ছে।  

কিথ ই. সাউন্ডারলিং বাংলাদেশের শ্রম খাতে অগ্রগতির প্রশংসা করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।  

বৈঠক শেষে উপদেষ্টা জানান, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের শ্রম সহযোগিতা আরো গভীর হবে। এটি বাংলাদেশের শ্রমিকদের জন্য ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে।’  

এসময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, বেপজার চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান এবং জেনেভায় বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি তারেক মো. আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার আসন বিন্যাস ও নির্দেশনা প্রকাশ
লক্ষ্মীপুরে এক বছরে কুকুরের কামড়ে আক্রান্ত ১০ হাজার মানুষ
সুনামগঞ্জের অবৈধ স্থাপনা ও ইব্রাহীমপুরের নদী ভাঙন পরিদর্শন 
সিরিয়ার সেনাবাহিনী ও এসডিএফ যুদ্ধবিরতিতে পৌঁছেছে
চুয়াডাঙ্গায়  টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন 
গাজা আলোচনা 'ইতিবাচক', আজ আবার শুরু : হামাসের ঘনিষ্ঠ সূত্র
সচিবালয়ে ‘একবার ব্যবহার্য প্লাস্টিক’ নিষিদ্ধকরণে সক্রিয় মনিটরিং টিম
২০২৯ সালে বাংলাদেশ প্রবীণপ্রবণ সমাজে পদার্পণ করবে
ঝিনাইদহে টাইফয়েড টিকাদান বিষয়ক কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত
প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর বিদায়ী সাক্ষাৎ
১০