চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আরও একজনের করোনা শনাক্ত

বাসস
প্রকাশ: ১২ জুন ২০২৫, ১৯:২৮

চট্টগ্রাম, ১২ জুন ২০২৫ (বাসস): চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও একজনের শরীরে করোনা ভাইরাসের জীবাণু শনাক্ত হয়েছে। এ নিয়ে গত এক সপ্তাহে চট্টগ্রামে মোট পাঁচ জনের শরীরে  করোনা শনাক্ত হলো।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন । এর আগে ৪, ৬ ও ৯ জুন  তিন দিনে ৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল। 
ডা. জাহাঙ্গীর আলম জানান, বর্তমানে সরকারি পর্যায়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) আরটি-পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা করা হচ্ছে। তবে সরকারি হাসপাতালগুলোতে কিটের কিছুটা সংকট রয়েছে, যা কয়েকদিনের মধ্যে সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি। অন্যদিকে বেসরকারি হাসপাতালে কিটের কোনো সংকট নেই।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আকরাম হোসেন বলেন, ‘করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য হাসপাতালে বিশেষ ওয়ার্ড প্রস্তুত করা হচ্ছে। তবে মূল লক্ষ্য হবে যাতে কেউ আক্রান্ত না হয়। এ জন্য জনসাধারণকে ভিড় এড়াতে ও মাস্ক ব্যবহার করতে হবে।’

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন জানান, চমেক হাসপাতাল, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু), বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরটি-পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা করা হচ্ছে। এছাড়া, চসিকের পক্ষ থেকে একটি সার্ভিস সেন্টার চালু করা হবে, যেখানে সাধারণ মানুষ করোনা সম্পর্কে তথ্য ও সেবা পাবে।

উল্লেখ্য, ২০২০ সালে চট্টগ্রামে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়েছিল। এরপর দুই বছরে  চট্টগ্রামে ১ লাখ ২৯ হাজার ৫১৭ জন করোনা রোগীর চিকিৎসা হয়েছে।  ১ হাজার ৩৭০ জন মারা গেছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জনপ্রশাসন বিষয়ক কমিটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
কুমিল্লায় ১৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ
গণভোট সংসদ নির্বাচনের পর হতে পারে : আহমেদ আজম খান
ইকুইটি সিকিউরিটিজ বিধি-২০২৫ খসড়া প্রকাশ: দুই সপ্তাহের মধ্যে মতামত দেয়ার আহ্বান
আগামী ১ নভেম্বর উদ্যাপিত হবে ৫৪তম জাতীয় সমবায় দিবস
যুক্তিবোধে উজ্জীবিত তরুন প্রজন্ম নেতৃত্ব দিবে আগামীর বাংলাদেশ : চসিক মেয়র
প্রশিক্ষিত আনসার সদস্যরা স্থানীয় উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে ভূমিকা রাখছেন: ডিজি
নীতিনির্ধারণে নমনীয়তা ও নাগরিক দায়িত্বের ওপর প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ
অনলাইনে রিটার্ন দাখিলে অক্ষম করদাতাদের আবেদনের সময়সীমা বাড়ালো এনবিআর
১৫ নভেম্বর থেকে মহানগর ও বিশেষায়িত পুলিশ ইউনিটে নতুন পোশাক
১০