নাটোরে শিল্প ও বাণিজ্য মেলার সমাপনী

বাসস
প্রকাশ: ১৩ জুন ২০২৫, ১৩:১৫
ছবি : বাসস

নাটোর, ১৩ জুন, ২০২৫ (বাসস) : জেলায় দেড় মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শেষ হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার রাত আটটায় মেলা প্রাঙ্গনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপ সচিব মো. মোতাকাব্বীর আহমেদ। 

নাটোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সভাপতি মো. আব্দুল মান্নাফের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন। 

অনুষ্ঠানে উপ সচিব বলেন, মেলার মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় উৎপাদিত পণ্যের সাথে ক্রেতাদের মেলবন্ধন তৈরী হয়েছে। এরফলে ব্যবসায়-বাণিজ্যের প্রসার ঘটবে। পাশাপাশি বিনোদনের ক্ষেত্র হিসেবে মেলা ভূমিকা পালন করেছে। আগামীতে মেলা আয়োজনে সহযোগিতা প্রদানের মাধ্যমে অর্থনীতিতে গতিশীল করতে কাজ করে যাবো আমরা।

জেলা সদর থানা সংলগ্ন মাঠে নাটোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এই মেলার আয়োজন করে। মেলায় দেশের ১৫টি জেলার ব্যবসায়ীবৃন্দ ৫০টি স্টল এবং তিনটি প্যাভেলিয়নে তাদের পণ্য প্রদর্শন করেন। মেলা প্রাঙ্গনে শিশুদের জন্যে পাঁচটি রাইডের ব্যবস্থা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুবিতে শহীদ মীর মুগ্ধ আন্ত:ডিসিপ্লিন ফুটবলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলা
হোপ নেটওয়ার্কে যুক্ত হচ্ছে বাংলাদেশ
সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে যে যার ধম পালন করছে : ধর্ম উপদেষ্টা
সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে যে যার ধর্ম পালন করছে : ধর্ম উপদেষ্টা
জীবাশ্ম জ্বালানি পৃথিবীতে গ্রীনহাউস গ্যাস ছড়াচ্ছে : আলোচনায় বিশেষজ্ঞ মতামত 
এনসিপিসহ ২২ দলের মাঠপর্যায়ের তদন্ত প্রতিবেদন ৩১ আগস্টের মধ্যে চায় ইসি
মাতৃদুগ্ধ শিশুদের আদর্শ পুষ্টি সরবরাহ করে: বিশেষজ্ঞ অভিমত
আগামীকাল অনুশীলন ম্যাচে মুখোমুখি হবে জাতীয় দলের ক্রিকেটরারা
এসএ গেমসে নারী হ্যান্ডবলে স্বর্ণ জিততে চান রুবিনা
প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধনে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ইসি সচিব
১০