দর্শনার চেকপোস্টে ভারত ফেরত যাত্রীদের করোনা সতর্কতায় স্বাস্থ্য পরীক্ষা 

বাসস
প্রকাশ: ১৩ জুন ২০২৫, ১৪:৪৪
চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট। ছবি: বাসস

চুয়াডাঙ্গা, ১৩ জুন, ২০২৫ (বাসস) : করোনা সংক্রমণের হার আবারও বাড়তে থাকায় জেলার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টে বাড়তি সতর্কতা জারি করেছে স্বাস্থ্য বিভাগ। ভারত থেকে ফেরা যাত্রীদের করোনার উপসর্গ আছে কিনা তা প্রাথমিকভাবে পরীক্ষা করা হচ্ছে। 

জেলার দর্শনা জয়নগর চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশ ছাড়াও অন্যান্য দেশের পর্যটকগণ যাতায়াত করে থাকে।

দর্শনা ইমিগ্রেশন কর্মকর্তারা জানান, পাসপোর্ট যাত্রীদের মুখে মাস্ক পরিধান করে এবং নির্ধারিত দূরত্ব বজায় রেখে পাসপোর্ট ও ব্যাগ ব্যাগেজ তল্লাশির করা হচ্ছে।

ইমিগ্রেশন চেকপোস্টে কর্তব্যরত স্বাস্থ্য সহকারী শামীম বলেন, স্বাস্থ্য অধিদপ্তর থেকে চিঠি পেয়েছি। ভারতের কিছু এলাকায় জেনেটিক সিকোয়েন্স পরীক্ষায় ওমিক্রনের এক্সবিবি ধরণ শনাক্ত হয়েছে। এ সংক্রমণ যাতে বাংলাদেশে না ছড়ায়, সে লক্ষ্যে সব ভারত ফেরত যাত্রীর শরীরে করোনার কোন লক্ষণ আছে কিনা পরীক্ষা করা হচ্ছে।

দর্শনা ইমিগ্রেশন সহকারী  ইনচার্জ  এ এস আই তারেক জানান, গত ৩ দিন ধরে অর্থাৎ বুধবার থেকে পাসপোর্ট যাত্রীদের সাবধানতা অবলম্বন করে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সীমান্তের শূন্য রেখায় ভারত ফেরত যাত্রীদের হেলথ বুথে স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি করোনার কোন উপসর্গ আছে কিনা সেটা দেখা হচ্ছে।  

এখন পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে কোন যাত্রী ভারত থেকে আসেনি। তিনি আরো জানান, ১১ জুন থেকে আজ শুক্রবার  বেলা ১২ পর্যন্ত ৩১২ জন যাত্রী যাতায়াত  করেছে। এর মধ্যে  ভারত থেকে ১৩৬ জন পাসপোর্টধারী  যাত্রী বাংলাদেশে এসেছে। আর এ সময়ে ভারতে গেছে ১৭৬ জন যাত্রী।  এর মধ্যে ২৪০ জন বাংলাদেশী ও ৭০ জন ভারতীয় নাগরিক।

জেলা সিভিল সার্জন ডা. হাদি জিয়া উদ্দিন  আহম্মেদ জানান, চেকপোস্টে সতর্কতার সঙ্গে কার্যক্রম চালানো হচ্ছে, তবে ভয় বা আতংকের কিছু নেই। আমাদের জেলায় এখনো করোনা ভাইরাসের কোন পজিটিভ রোগীর সন্ধান পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুবিতে শহীদ মীর মুগ্ধ আন্ত:ডিসিপ্লিন ফুটবলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলা
হোপ নেটওয়ার্কে যুক্ত হচ্ছে বাংলাদেশ
সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে যে যার ধম পালন করছে : ধর্ম উপদেষ্টা
সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে যে যার ধর্ম পালন করছে : ধর্ম উপদেষ্টা
জীবাশ্ম জ্বালানি পৃথিবীতে গ্রীনহাউস গ্যাস ছড়াচ্ছে : আলোচনায় বিশেষজ্ঞ মতামত 
এনসিপিসহ ২২ দলের মাঠপর্যায়ের তদন্ত প্রতিবেদন ৩১ আগস্টের মধ্যে চায় ইসি
মাতৃদুগ্ধ শিশুদের আদর্শ পুষ্টি সরবরাহ করে: বিশেষজ্ঞ অভিমত
আগামীকাল অনুশীলন ম্যাচে মুখোমুখি হবে জাতীয় দলের ক্রিকেটরারা
এসএ গেমসে নারী হ্যান্ডবলে স্বর্ণ জিততে চান রুবিনা
প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধনে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ইসি সচিব
১০