নারায়ণগঞ্জে নসিমন উল্টে ব্যবসায়ী নিহত

বাসস
প্রকাশ: ১৩ জুন ২০২৫, ১৫:৪৬
ছবি : বাসস

নারায়ণগঞ্জ, ১৩ জুন ২০২৫ (বাসস) : জেলার আড়াইহাজারে নসিমন উল্টে আলী আকবর (৬৫) নামের এক মাছ ব্যবসায়ী  নিহত হয়েছেন। 

আজ শুক্রবার সকালে  আড়াইহাজার উপজেলার উচিৎপুরা-রামচন্দ্রদী সড়কের গহরদী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলী আকবর উচিৎপুরা গ্রামের মৃত ইসমাইলের পুত্র।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়,  আলী আকবর মাছের ব্যবসা করতেন। সকালে দুই ছেলেকে নিয়ে নছিমন দিয়ে ভুলতার উদ্দেশ্যে রওনা দেন।  গহরদী এলাকায়  নিয়ন্ত্রণ হারিয়ে নছিমনটি রাস্তার পাশে উল্টে পড়ে যায়। এতে আলী  আকবর নসিমনের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুমন দাস জানান, হাসপাতালে আনার আগেই আলী আকবর মারা যান। তার আহত দুই পুত্র এবং নসিমনের চালককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। 

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ নারায়ণগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুবিতে শহীদ মীর মুগ্ধ আন্ত:ডিসিপ্লিন ফুটবলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলা
হোপ নেটওয়ার্কে যুক্ত হচ্ছে বাংলাদেশ
সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে যে যার ধম পালন করছে : ধর্ম উপদেষ্টা
সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে যে যার ধর্ম পালন করছে : ধর্ম উপদেষ্টা
জীবাশ্ম জ্বালানি পৃথিবীতে গ্রীনহাউস গ্যাস ছড়াচ্ছে : আলোচনায় বিশেষজ্ঞ মতামত 
এনসিপিসহ ২২ দলের মাঠপর্যায়ের তদন্ত প্রতিবেদন ৩১ আগস্টের মধ্যে চায় ইসি
মাতৃদুগ্ধ শিশুদের আদর্শ পুষ্টি সরবরাহ করে: বিশেষজ্ঞ অভিমত
আগামীকাল অনুশীলন ম্যাচে মুখোমুখি হবে জাতীয় দলের ক্রিকেটরারা
এসএ গেমসে নারী হ্যান্ডবলে স্বর্ণ জিততে চান রুবিনা
প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধনে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ইসি সচিব
১০