নারায়ণগঞ্জে নসিমন উল্টে ব্যবসায়ী নিহত

বাসস
প্রকাশ: ১৩ জুন ২০২৫, ১৫:৪৬
ছবি : বাসস

নারায়ণগঞ্জ, ১৩ জুন ২০২৫ (বাসস) : জেলার আড়াইহাজারে নসিমন উল্টে আলী আকবর (৬৫) নামের এক মাছ ব্যবসায়ী  নিহত হয়েছেন। 

আজ শুক্রবার সকালে  আড়াইহাজার উপজেলার উচিৎপুরা-রামচন্দ্রদী সড়কের গহরদী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলী আকবর উচিৎপুরা গ্রামের মৃত ইসমাইলের পুত্র।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়,  আলী আকবর মাছের ব্যবসা করতেন। সকালে দুই ছেলেকে নিয়ে নছিমন দিয়ে ভুলতার উদ্দেশ্যে রওনা দেন।  গহরদী এলাকায়  নিয়ন্ত্রণ হারিয়ে নছিমনটি রাস্তার পাশে উল্টে পড়ে যায়। এতে আলী  আকবর নসিমনের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুমন দাস জানান, হাসপাতালে আনার আগেই আলী আকবর মারা যান। তার আহত দুই পুত্র এবং নসিমনের চালককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। 

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ নারায়ণগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুনামগঞ্জের অবৈধ স্থাপনা ও ইব্রাহীমপুরের নদী ভাঙন পরিদর্শন 
সিরিয়ার সেনাবাহিনী ও এসডিএফ যুদ্ধবিরতিতে পৌঁছেছে
চুয়াডাঙ্গায়  টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন 
গাজা আলোচনা 'ইতিবাচক', আজ আবার শুরু : হামাসের ঘনিষ্ঠ সূত্র
সচিবালয়ে ‘একবার ব্যবহার্য প্লাস্টিক’ নিষিদ্ধকরণে সক্রিয় মনিটরিং টিম
২০২৯ সালে বাংলাদেশ প্রবীণপ্রবণ সমাজে পদার্পণ করবে
ঝিনাইদহে টাইফয়েড টিকাদান বিষয়ক কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত
প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর বিদায়ী সাক্ষাৎ
সিঙ্গাপুরের একাধিক মন্ত্রীর সঙ্গে বৈঠক লুৎফে সিদ্দিকীর
দল হিসেবে আওয়ামী লীগের অপরাধের তদন্ত শুরু হয়েছে : চিফ প্রসিকিউটর
১০