ঈদের দীর্ঘ ছুটি কাটিয়ে রাজধানীমুখী মানুষ

বাসস
প্রকাশ: ১৩ জুন ২০২৫, ১৫:৫৬
ছবি : সংগৃহীত

ঢাকা, ১৩ জুন, ২০২৫ (বাসস) : দেশের বিভিন্ন অঞ্চল থেকে যাত্রী নিয়ে রাজধানীর টার্মিনালগুলোতে ঢুকছে গাড়ি। পাশাপাশি ব্যক্তিগত গাড়িও অন্যদিনের চেয়ে বেশি প্রবেশ করছে ঢাকায়। রাজধানীমুখী ট্রেনেও যাত্রীদের চাপ লক্ষ্য করা গেছে।

যাত্রীদের চাপ ও ব্যক্তিগত গাড়ি বেশি থাকলেও কোথাও ভোগান্তির চিত্র দেখা যায়নি। ঢাকায় সড়কে নেই যানজট।

যাত্রাবাড়ী, কমলাপুর, গাবতলী ও সায়েদাবাদ এলাকায় ঢাকায় ফেরা মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।

সরেজমিনে দেখা যায়, যাত্রাবাড়ী, কমলাপুর এলাকার বিভিন্ন বাস স্টপেজে বিভিন্ন এলাকা থেকে আসা যাত্রীদের নামিয়ে বাসগুলো আবার নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছে। শ্যামলী, গ্রিন লাইন, সোহাগ, স্টার লাইন, লাল সবুজ, এনা, ইকোনোসহ বড়-বড় বাস কোম্পানিগুলোর বাসের আধিক্য দেখা যায়। সঙ্গে লোকাল বাসে করেও আসছেন অনেক যাত্রী। এসময়ে যারা ঢাকায় আসছেন তাদের অনেকেই অগ্রিম টিকিট সংগ্রহ করেছিলেন।

তবে এখন পর্যন্ত সড়কে কোনরূপ ভোগান্তি চোখে পড়েনি। রয়েল বাস থেকে কমলাপুর টার্মিনালে এসে নামেন শুভ নামের এক যাত্রী। তিনি বাসসকে বলেন, আগে থেকে টিকিট কিনে রাখায় আসতে সহজ হয়েছে। কুমিল্লায় কাউন্টারে যাত্রীদের চাপ রয়েছে বলে জানান তিনি। ঢাকা থেকে ফিরতি বাসের অপেক্ষা থাকছেন যাত্রীরা।

ঢাকার টার্মিনালগুলো ঘুরে দেখা গেছে, খুলনা, রাজশাহী, বরিশাল, খুলনা, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের নানা প্রান্ত থেকে যাত্রী নিয়ে একের পর এক বাস ঢুকছে রাজধানীতে। এসব বাস থামছে গাবতলী, মহাখালী, যাত্রাবাড়ী, সায়েদাবাদ, কমলাপুর, ফকিরাপুল, জুরাইন, শনিরআখড়া, রায়েরবাগ ও কাজলা এলাকায়।

যাত্রীদের অনেকে জানান, অগ্রিম টিকেট কাটতে না পারায় তারা লোকাল বাসে করে ঢাকায় আসছেন।

বাস থেকে নেমে কেউ রিকশা, কেউ সিএনজি অটোরিকশা আবার কেউ ঢাকার লোকাল বাসে যাচ্ছেন গন্তব্যে। কেউ-কেউ যাচ্ছেন মতিঝিলে মেট্রোরেলের স্টেশনের দিকে। আবার কেউ মোটরসাইকেল ভাড়া করছেন।

আজ ঈদুল আযহার সপ্তম দিনেও সকাল থেকে ঢাকার সড়ক অনেকটাই ফাঁকা। নেই অতিরিক্ত যানবাহনের চাপ। রামপুরা এলাকায় দায়িত্বতর ট্রাফিক সফিকুল ইসলাম জানান, সকাল থেকে জ্যাম নেই। প্রতিটি জায়গায় ট্রাফিক সদস্য রয়েছেন। তবে আজ বিকেল থেকে যাত্রীদের চাপ বাড়তে পারে। আগামীকাল সবচেয়ে বেশি মানুষ ঢাকায় ঢুকবে বলে তিনি মনে করেন। অতীতেও লম্বা ছুটির শেষ দিনেই চাপ লক্ষ্য করা গেছে।

ঈদুল আযহা উপলক্ষে ৫ জুন থেকে ছুটি শুরু হয়। ১৫ জুন রোববার থেকে অফিস আদালতে নিয়মিত কার্যক্রম শুরু হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুনামগঞ্জের অবৈধ স্থাপনা ও ইব্রাহীমপুরের নদী ভাঙন পরিদর্শন 
সিরিয়ার সেনাবাহিনী ও এসডিএফ যুদ্ধবিরতিতে পৌঁছেছে
চুয়াডাঙ্গায়  টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন 
গাজা আলোচনা 'ইতিবাচক', আজ আবার শুরু : হামাসের ঘনিষ্ঠ সূত্র
সচিবালয়ে ‘একবার ব্যবহার্য প্লাস্টিক’ নিষিদ্ধকরণে সক্রিয় মনিটরিং টিম
২০২৯ সালে বাংলাদেশ প্রবীণপ্রবণ সমাজে পদার্পণ করবে
ঝিনাইদহে টাইফয়েড টিকাদান বিষয়ক কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত
প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর বিদায়ী সাক্ষাৎ
সিঙ্গাপুরের একাধিক মন্ত্রীর সঙ্গে বৈঠক লুৎফে সিদ্দিকীর
দল হিসেবে আওয়ামী লীগের অপরাধের তদন্ত শুরু হয়েছে : চিফ প্রসিকিউটর
১০