বিরামপুর সীমান্তে ১৫ জনকে জোরপূর্বক পুশইন বিএসএফ’র

বাসস
প্রকাশ: ১৩ জুন ২০২৫, ১৬:৪৭
ছবি : বাসস

দিনাজপুর, ১৩ জুন, ২০২৫ (বাসস) : ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে জোরপূর্বক বাংলাদেশ সীমানায় পুশইন করেছে।

আজ শুক্রবার দিনাজপুর ফুলবাড়ি ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. সাজ্জাদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, মধ্যরাতে জেলার বিরামপুর উপজেলা বিনাইল ইউনিয়নের অচিন্তপুর সীমান্ত দিয়ে ওই ১৫ জনকে বিএসএফ সদস্যরা জোরপূর্বক বাংলাদেশ সীমানায় পুশইন করে।

২৯-বিজিবির অচিন্তপুর বিওপি সীমান্ত ফাঁড়ির ইনচার্জ কমান্ডার রফিকুল ইসলাম বলেন, আজ  সকালে অচিন্তপুর সীমান্ত এলাকায় পুশইন করা ১৫ জন পুরুষ, নারী ও শিশুরা সন্দেহজনক ঘুরা-ফেরা করতে দেখে বিজিবির টহলদল তাদের আটক করে। আটকের পর তারা জানায়, তাদেরকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী জোরপূর্বক বাংলাদেশ সীমানায় পুশইন করেছে।

বিজিবি জানায়, আটককৃতদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী এবং নয় শিশু রয়েছে। 

দিনাজপুর জেলার ফুলবাড়ী-২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবির বিরামপুর উপজেলার সীমান্ত এলাকা অচিন্তপুর বিওপির বিপরীতে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-৫৭-বিএসএফ-এর-গুলশী বিএসএফ ক্যাম্প এলাকার সীমান্ত পিলার ২৯৫/১ এস থেকে আনুমানিক ১৪০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অচিন্তপুর নামক স্থান দিয়ে ওই ১৫ জনকে পুশইন করা হয়।

আটকৃত ১৫ জন হলেন- বাংলাদেশের নড়াইল জেলার কালিয়া উপজেলা শীতল পাটি গ্রামের মৃত ওমর মোল্লার পুত্র মো. আকাশ মোল্লা (৬০), আকাশ মোল্লার স্ত্রী মোছাম্মদ হিরিনা বেগম (৫৫), আকাশ মোল্লার পুত্র মো. হাসু মোল্লা (৩৪), হাসু মোল্লার পুত্র মো. বেলাল মোল্লা (১৪), মোহাম্মদ মোল্লা (১২), আহমদ মোল্লা (৮) ও কন্যা রাবেয়া মোল্লা (৪), আকাশ মোল্লার পুত্র মো. মনির মোল্লা (৩২), মনির মোল্লার স্ত্রী মোছাম্মাদ ঝরনা খাতুন (২৭), মনির মোল্লার কন্যা সুমাইয়া খাতুন (১১), পুত্র আল আমিন মোল্লা (৮), কন্যা সুরাইয়া খাতুন (৬), খাদিজা খাতুন (৪) ও শিশুপুত্র ইব্রাহিম মোল্লা (২) এবং মৃত হাফিজ মোল্লার স্ত্রী মোসাম্মৎ তাজমা বেগম (৪২)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুনামগঞ্জের অবৈধ স্থাপনা ও ইব্রাহীমপুরের নদী ভাঙন পরিদর্শন 
সিরিয়ার সেনাবাহিনী ও এসডিএফ যুদ্ধবিরতিতে পৌঁছেছে
চুয়াডাঙ্গায়  টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন 
গাজা আলোচনা 'ইতিবাচক', আজ আবার শুরু : হামাসের ঘনিষ্ঠ সূত্র
সচিবালয়ে ‘একবার ব্যবহার্য প্লাস্টিক’ নিষিদ্ধকরণে সক্রিয় মনিটরিং টিম
২০২৯ সালে বাংলাদেশ প্রবীণপ্রবণ সমাজে পদার্পণ করবে
ঝিনাইদহে টাইফয়েড টিকাদান বিষয়ক কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত
প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর বিদায়ী সাক্ষাৎ
সিঙ্গাপুরের একাধিক মন্ত্রীর সঙ্গে বৈঠক লুৎফে সিদ্দিকীর
দল হিসেবে আওয়ামী লীগের অপরাধের তদন্ত শুরু হয়েছে : চিফ প্রসিকিউটর
১০