বিরামপুর সীমান্তে ১৫ জনকে জোরপূর্বক পুশইন বিএসএফ’র

বাসস
প্রকাশ: ১৩ জুন ২০২৫, ১৬:৪৭
ছবি : বাসস

দিনাজপুর, ১৩ জুন, ২০২৫ (বাসস) : ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে জোরপূর্বক বাংলাদেশ সীমানায় পুশইন করেছে।

আজ শুক্রবার দিনাজপুর ফুলবাড়ি ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. সাজ্জাদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, মধ্যরাতে জেলার বিরামপুর উপজেলা বিনাইল ইউনিয়নের অচিন্তপুর সীমান্ত দিয়ে ওই ১৫ জনকে বিএসএফ সদস্যরা জোরপূর্বক বাংলাদেশ সীমানায় পুশইন করে।

২৯-বিজিবির অচিন্তপুর বিওপি সীমান্ত ফাঁড়ির ইনচার্জ কমান্ডার রফিকুল ইসলাম বলেন, আজ  সকালে অচিন্তপুর সীমান্ত এলাকায় পুশইন করা ১৫ জন পুরুষ, নারী ও শিশুরা সন্দেহজনক ঘুরা-ফেরা করতে দেখে বিজিবির টহলদল তাদের আটক করে। আটকের পর তারা জানায়, তাদেরকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী জোরপূর্বক বাংলাদেশ সীমানায় পুশইন করেছে।

বিজিবি জানায়, আটককৃতদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী এবং নয় শিশু রয়েছে। 

দিনাজপুর জেলার ফুলবাড়ী-২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবির বিরামপুর উপজেলার সীমান্ত এলাকা অচিন্তপুর বিওপির বিপরীতে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-৫৭-বিএসএফ-এর-গুলশী বিএসএফ ক্যাম্প এলাকার সীমান্ত পিলার ২৯৫/১ এস থেকে আনুমানিক ১৪০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অচিন্তপুর নামক স্থান দিয়ে ওই ১৫ জনকে পুশইন করা হয়।

আটকৃত ১৫ জন হলেন- বাংলাদেশের নড়াইল জেলার কালিয়া উপজেলা শীতল পাটি গ্রামের মৃত ওমর মোল্লার পুত্র মো. আকাশ মোল্লা (৬০), আকাশ মোল্লার স্ত্রী মোছাম্মদ হিরিনা বেগম (৫৫), আকাশ মোল্লার পুত্র মো. হাসু মোল্লা (৩৪), হাসু মোল্লার পুত্র মো. বেলাল মোল্লা (১৪), মোহাম্মদ মোল্লা (১২), আহমদ মোল্লা (৮) ও কন্যা রাবেয়া মোল্লা (৪), আকাশ মোল্লার পুত্র মো. মনির মোল্লা (৩২), মনির মোল্লার স্ত্রী মোছাম্মাদ ঝরনা খাতুন (২৭), মনির মোল্লার কন্যা সুমাইয়া খাতুন (১১), পুত্র আল আমিন মোল্লা (৮), কন্যা সুরাইয়া খাতুন (৬), খাদিজা খাতুন (৪) ও শিশুপুত্র ইব্রাহিম মোল্লা (২) এবং মৃত হাফিজ মোল্লার স্ত্রী মোসাম্মৎ তাজমা বেগম (৪২)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুবিতে শহীদ মীর মুগ্ধ আন্ত:ডিসিপ্লিন ফুটবলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলা
হোপ নেটওয়ার্কে যুক্ত হচ্ছে বাংলাদেশ
সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে যে যার ধর্ম পালন করছে : ধর্ম উপদেষ্টা
সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে যে যার ধর্ম পালন করছে : ধর্ম উপদেষ্টা
জীবাশ্ম জ্বালানি পৃথিবীতে গ্রীনহাউস গ্যাস ছড়াচ্ছে : আলোচনায় বিশেষজ্ঞ মতামত 
এনসিপিসহ ২২ দলের মাঠপর্যায়ের তদন্ত প্রতিবেদন ৩১ আগস্টের মধ্যে চায় ইসি
মাতৃদুগ্ধ শিশুদের আদর্শ পুষ্টি সরবরাহ করে: বিশেষজ্ঞ অভিমত
আগামীকাল অনুশীলন ম্যাচে মুখোমুখি হবে জাতীয় দলের ক্রিকেটরারা
এসএ গেমসে নারী হ্যান্ডবলে স্বর্ণ জিততে চান রুবিনা
প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধনে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ইসি সচিব
১০