ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু

বাসস
প্রকাশ: ১৩ জুন ২০২৫, ১৯:৩৬

ঢাকা, ১৩ জুন, ২০২৫ (বাসস) : এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ৫ জনের মৃত্যু হয়েছে। এদের ৫ জনের মধ্যে ২ জন পুরুষ ও ৩ জন নারী। এরমধ্যে বরিশাল বিভাগের চারজন, বাকি একজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা। চলতি বছর এ পর্যন্ত এটি একদিনে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আজ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ১৫৯ জন। এরমধ্যে বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে ১২৪ জন (সিটি কর্পোরেশনের বাইরে), ঢাকা দক্ষিণ সিটিতে ১২ জন, ঢাকা উত্তর সিটিতে একজন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৯ জন,  ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৯ জন, খুলনা বিভাগে ৩ জন (সিটি কর্পোরেশনের বাইরে) এবং সিলেট বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) একজন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৫৩১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকা মহানগরীর সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১২৭ এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ৪০৪ জন রোগী।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে ৫ হাজার ৫৭০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকা সিটিতে ১ হাজার ৩১৫ এবং ঢাকার বাইরে ৪ হাজার ২৫৫ জন। এদিকে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে ২৮ জন মারা গেছেন। এদের মধ্যে ঢাকা সিটিতে ১৬ জন ও ঢাকার বাইরে ১২ জন।

অন্যদিকে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৫ হাজার ১১ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ১ হাজার ১৭২ এবং ঢাকার বাইরে দেশের বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৩৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১০৪ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জনপ্রশাসন বিষয়ক কমিটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
কুমিল্লায় ১৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ
গণভোট সংসদ নির্বাচনের পর হতে পারে : আহমেদ আজম খান
ইকুইটি সিকিউরিটিজ বিধি-২০২৫ খসড়া প্রকাশ: দুই সপ্তাহের মধ্যে মতামত দেয়ার আহ্বান
আগামী ১ নভেম্বর উদ্যাপিত হবে ৫৪তম জাতীয় সমবায় দিবস
যুক্তিবোধে উজ্জীবিত তরুন প্রজন্ম নেতৃত্ব দিবে আগামীর বাংলাদেশ : চসিক মেয়র
প্রশিক্ষিত আনসার সদস্যরা স্থানীয় উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে ভূমিকা রাখছেন: ডিজি
নীতিনির্ধারণে নমনীয়তা ও নাগরিক দায়িত্বের ওপর প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ
অনলাইনে রিটার্ন দাখিলে অক্ষম করদাতাদের আবেদনের সময়সীমা বাড়ালো এনবিআর
১৫ নভেম্বর থেকে মহানগর ও বিশেষায়িত পুলিশ ইউনিটে নতুন পোশাক
১০