ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু

বাসস
প্রকাশ: ১৩ জুন ২০২৫, ১৯:৩৬

ঢাকা, ১৩ জুন, ২০২৫ (বাসস) : এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ৫ জনের মৃত্যু হয়েছে। এদের ৫ জনের মধ্যে ২ জন পুরুষ ও ৩ জন নারী। এরমধ্যে বরিশাল বিভাগের চারজন, বাকি একজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা। চলতি বছর এ পর্যন্ত এটি একদিনে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আজ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ১৫৯ জন। এরমধ্যে বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে ১২৪ জন (সিটি কর্পোরেশনের বাইরে), ঢাকা দক্ষিণ সিটিতে ১২ জন, ঢাকা উত্তর সিটিতে একজন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৯ জন,  ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৯ জন, খুলনা বিভাগে ৩ জন (সিটি কর্পোরেশনের বাইরে) এবং সিলেট বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) একজন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৫৩১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকা মহানগরীর সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১২৭ এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ৪০৪ জন রোগী।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে ৫ হাজার ৫৭০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকা সিটিতে ১ হাজার ৩১৫ এবং ঢাকার বাইরে ৪ হাজার ২৫৫ জন। এদিকে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে ২৮ জন মারা গেছেন। এদের মধ্যে ঢাকা সিটিতে ১৬ জন ও ঢাকার বাইরে ১২ জন।

অন্যদিকে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৫ হাজার ১১ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ১ হাজার ১৭২ এবং ঢাকার বাইরে দেশের বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৩৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১০৪ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইসরাইল ৭ অক্টোবর হামলার দ্বিতীয় বার্ষিকী পালন করছে
কিশোরগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু
মিশরে গাজা যুদ্ধবিরতি প্রথম দফা আলোচনা ‘ইতিবাচকভাবে’ শেষ হয়েছে
পটুয়াখালীতে নানা আনুষ্ঠানিকতায় রাখাইনদের প্রবারণা পূর্ণিমা উদযাপিত
লন্ডনে মোবাইল ফোন চুরির অভিযোগে আটক ৪৬
এই সপ্তাহে উত্তর কোরিয়া যাচ্ছেন চীনের প্রধানমন্ত্রী
সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বিএনপি’র উপহার সামগ্রী বিতরণ
দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা; দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত 
নেত্রকোণায় আগুনে পুড়ে বসতঘর ছাই
ইসরাইল থেকে বহিষ্কৃত ফ্লোটিলা কর্মীদের সঙ্গে গ্রীসে পৌঁছালেন গ্রেটা থুনবার্গ
১০