রাজশাহীতে ১ হাজার পিস ইয়াবাসহ আটক ২

বাসস
প্রকাশ: ১৩ জুন ২০২৫, ২০:১১

রাজশাহী, ১৩ জুন, ২০২৫ (বাসস) : রাজশাহী মহানগরীতে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির টাকাসহ দুই জনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলেন, নগরীর রাজপাড়া থানাধীন বুলনপুর এলাকার লোকমানের ছেলে মেহেদী হাসান সুমন (৪০) ও নগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডি এলাকার মৃত আফজালের ছেলে নয়ন (৪২)।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে নগরীর বোয়ালিয়া থানার সাধুর মোড়ের রানীনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শুক্রবার দুপুর সাড়ে ১২টায় আরএমপির মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, বোয়ালিয়া থানার সাধুর মোড়ে রানীনগর এলাকায় দুই ব্যক্তি ইয়াবা ট্যাবলেট বিক্রির জন্য অবস্থান করছে। বিষয়টি জানার পর ডিবি পুলিশের ওই টিম রাত পৌনে ৩ টায় বোয়ালিয়া থানার সাধুর মোড়ের রানীনগর এলাকায় অভিযান পরিচালনা করে সুমন ও নয়নকে গ্রেফতার করে।

এসময় তাদের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির টাকা উদ্ধার করা হয়। আটক আসামিদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়।

পরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুবিতে শহীদ মীর মুগ্ধ আন্ত:ডিসিপ্লিন ফুটবলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলা
হোপ নেটওয়ার্কে যুক্ত হচ্ছে বাংলাদেশ
সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে যে যার ধম পালন করছে : ধর্ম উপদেষ্টা
সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে যে যার ধর্ম পালন করছে : ধর্ম উপদেষ্টা
জীবাশ্ম জ্বালানি পৃথিবীতে গ্রীনহাউস গ্যাস ছড়াচ্ছে : আলোচনায় বিশেষজ্ঞ মতামত 
এনসিপিসহ ২২ দলের মাঠপর্যায়ের তদন্ত প্রতিবেদন ৩১ আগস্টের মধ্যে চায় ইসি
মাতৃদুগ্ধ শিশুদের আদর্শ পুষ্টি সরবরাহ করে: বিশেষজ্ঞ অভিমত
আগামীকাল অনুশীলন ম্যাচে মুখোমুখি হবে জাতীয় দলের ক্রিকেটরারা
এসএ গেমসে নারী হ্যান্ডবলে স্বর্ণ জিততে চান রুবিনা
প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধনে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ইসি সচিব
১০