রাজশাহীতে ১ হাজার পিস ইয়াবাসহ আটক ২

বাসস
প্রকাশ: ১৩ জুন ২০২৫, ২০:১১

রাজশাহী, ১৩ জুন, ২০২৫ (বাসস) : রাজশাহী মহানগরীতে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির টাকাসহ দুই জনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলেন, নগরীর রাজপাড়া থানাধীন বুলনপুর এলাকার লোকমানের ছেলে মেহেদী হাসান সুমন (৪০) ও নগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডি এলাকার মৃত আফজালের ছেলে নয়ন (৪২)।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে নগরীর বোয়ালিয়া থানার সাধুর মোড়ের রানীনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শুক্রবার দুপুর সাড়ে ১২টায় আরএমপির মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, বোয়ালিয়া থানার সাধুর মোড়ে রানীনগর এলাকায় দুই ব্যক্তি ইয়াবা ট্যাবলেট বিক্রির জন্য অবস্থান করছে। বিষয়টি জানার পর ডিবি পুলিশের ওই টিম রাত পৌনে ৩ টায় বোয়ালিয়া থানার সাধুর মোড়ের রানীনগর এলাকায় অভিযান পরিচালনা করে সুমন ও নয়নকে গ্রেফতার করে।

এসময় তাদের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির টাকা উদ্ধার করা হয়। আটক আসামিদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়।

পরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইসরাইল ৭ অক্টোবর হামলার দ্বিতীয় বার্ষিকী পালন করছে
কিশোরগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু
মিশরে গাজা যুদ্ধবিরতি প্রথম দফা আলোচনা ‘ইতিবাচকভাবে’ শেষ হয়েছে
পটুয়াখালীতে নানা আনুষ্ঠানিকতায় রাখাইনদের প্রবারণা পূর্ণিমা উদযাপিত
লন্ডনে মোবাইল ফোন চুরির অভিযোগে আটক ৪৬
এই সপ্তাহে উত্তর কোরিয়া যাচ্ছেন চীনের প্রধানমন্ত্রী
সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বিএনপি’র উপহার সামগ্রী বিতরণ
দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা; দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত 
নেত্রকোণায় আগুনে পুড়ে বসতঘর ছাই
ইসরাইল থেকে বহিষ্কৃত ফ্লোটিলা কর্মীদের সঙ্গে গ্রীসে পৌঁছালেন গ্রেটা থুনবার্গ
১০