চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ ২ জন গ্রেফতার

বাসস
প্রকাশ: ১৩ জুন ২০২৫, ২০:৪৮

চট্টগ্রাম, ১৩ জুন, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের রাউজানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ জুন) চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ তথ্য জানিয়েছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল। এর আগে বৃহস্পতিবার রাতে রাউজানের নোয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের মীরধারপাড়া মন্ডলবাড়ীর মৃত হেলালের ছেলে পারভেজ ও গোরাছা ফকিরপাড়া এলাকার নুরুল আলমের ছেলে মোহাম্মদ সাকিব।

অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য রাউজান থানাধীন পশ্চিম গুজরা ইউনিয়নের মীরধারপাড়া সাহাবুদ্দীন আরিফ চেয়ারম্যানের বাড়ির পেছনে ডোবার পাশে অবস্থান করছে। এসময় রাউজান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নিজাম উদ্দিন দেওয়ান অভিযান পরিচালনা করে পারভেজ ও মোহাম্মদ সাকিব নামে দুই জনকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতার পারভেজের কাছ থেকে ‘মেইড ইন ইউএসএ’ লেখা ৭.৬৫ ক্যালিবারের একটি বিদেশি পিস্তল এবং সাকিবের পকেট থেকে একটি ম্যাগাজিন ও একটি গুলি উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জানান, তাদের কাছে থাকা পিস্তল ও গুলির কোনো বৈধ কাগজপত্র ছিল না। এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইসরাইল ৭ অক্টোবর হামলার দ্বিতীয় বার্ষিকী পালন করছে
কিশোরগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু
মিশরে গাজা যুদ্ধবিরতি প্রথম দফা আলোচনা ‘ইতিবাচকভাবে’ শেষ হয়েছে
পটুয়াখালীতে নানা আনুষ্ঠানিকতায় রাখাইনদের প্রবারণা পূর্ণিমা উদযাপিত
লন্ডনে মোবাইল ফোন চুরির অভিযোগে আটক ৪৬
এই সপ্তাহে উত্তর কোরিয়া যাচ্ছেন চীনের প্রধানমন্ত্রী
সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বিএনপি’র উপহার সামগ্রী বিতরণ
দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা; দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত 
নেত্রকোণায় আগুনে পুড়ে বসতঘর ছাই
ইসরাইল থেকে বহিষ্কৃত ফ্লোটিলা কর্মীদের সঙ্গে গ্রীসে পৌঁছালেন গ্রেটা থুনবার্গ
১০