
সুনামগঞ্জ, ৩১ অক্টোবর, ২০২৫ (বাসস): সুনামগঞ্জে লোকদল শিল্পী গোষ্ঠী ও লোকদল সংগীত বিদ্যালয়ের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে।
এ উপলক্ষে আলোচনা সভা, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে জমকালো এসব আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোকদলের প্রতিষ্ঠাতা সভাপতি বিধান চন্দ্র বণিক বাঁধন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সমর কুমার পাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ, জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী, চ্যানেল আই সেরা কণ্ঠ সৈয়দ আশিকুর রহমান আশিক, সাহিত্যিক ও কবি পপি ভৌমিক, সংগীত প্রশিক্ষক রুপশ্রী রায়, লোকদল অভিভাবক পরিচালনা কমিটির সভাপতি মিনা পাল প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন শিল্পী গোষ্ঠীর শিল্পীরা গান ও কবিতা পরিবেশন করেন।