
যশোর, ৩১ অক্টোবর ২০২৫ (বাসস): জেলার সদর উপজেলায় আজ ছয়টি স্বর্ণের বারসহ আবু বকর সিদ্দিক (৩৪) নামের এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জব্দকৃত স্বর্ণের ওজন ৭৩৫ গ্রাম, যার বাজার মূল্য এককোটি ২৬ লাখ ৪০ হাজার টাকা।
আটককৃত আবু বকর সিদ্দিক (৩৪) যশোর জেলার শার্শা উপজেলার ছোট আঁচড়া গ্রামের রুহুল আমিনের ছেলে।
যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন তথ্যের ভিত্তিতে আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বিজিবি’র একটি টহল দল যশোর-নড়াইল সড়কের দাইতলা ব্রিজের কাছে অভিযান চালিয়ে আবু বকর সিদ্দিক নামে এক ব্যক্তিকে আটক করে। পরে তার প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ছয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। জব্দকৃত স্বর্ণের ওজন ৭৩৫ গ্রাম, যার বাজার মূল্য আনুমানিক এককোটি ২৬ লাখ ৪০ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু বকর সিদ্দিক বিজিবিকে জানিয়েছেন, ঢাকার ধোলাইখাল এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে ভারতে পাচারের জন্য তিনি বেনাপোল সীমান্তের দিকে যাচ্ছিলেন।
৪৯ বিজিবি’র অধিনায়ক আরও জানান, আটককৃত আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে মামলা দায়ের এবং যশোর কোতোয়ালী থানায় তাকে সোপর্দ করা হয়েছে।