নির্বাচন বানচালের ষড়যন্ত্র মোকাবিলায় সতর্ক থাকার আহ্বান খুলনা বিএনপি নেতাদের

বাসস
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ১৭:১৯

খুলনা, ৩১ অক্টোবর, ২০২৫ (বাসস) : আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির নেতারা।

ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর এক যৌথ সভায় বক্তারা এ আহ্বান জানান।

সভায় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। বিএনপির প্রস্তাবিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি জাতীয় সংকট উত্তরণের ক্ষেত্রে একটি সুস্পষ্ট রূপরেখা।

নেতারা বলেন, প্রত্যেক নেতা-কর্মীর দায়িত্ব এই ৩১ দফা জনগণের কাছে তুলে ধরা। এটি শুধু রাজনৈতিক সংস্কারের রূপরেখা নয়, এটি ন্যায়বিচার, সমতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার ঘোষণাপত্র।

সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, চলমান গণতান্ত্রিক আন্দোলন এবং আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে প্রস্তুতির বিষয়েও আলোচনা হয়।

সভায়  খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা সভাপতিত্ব করেন। এতে সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদি, মাসুদ পারভেজ বাবু, হাসানুর রশীদ চৌধুরী মিরাজ, কে এম হুমায়ুন কবির, শেখ হাফিজুর রহমান মনি, মুর্শিদ কামাল, এস এম আবদুর রহমান, আবুল কালাম জিয়া, জামাল উদ্দিন তালুকদার, আবু সাঈদ হাওলাদার আব্বাস, মো. হাবিবুর রহমান বিশ্বাস, শেখ ইমাম হোসেন, আসাদুজ্জামান আসাদ, যুবদল নেতা শেখ আবদুল আজিজ সুমন, মহিলা দল নেত্রী সৈয়দা নারগিস আলী, জাসাস নেতা প্রকৌশলী নূর ইসলাম বাচ্চু, কৃষক দল নেতা আখতারুজ্জামান তালুকদার সাজিব, মুনতাসির আল মামুন, তাঁতীদল নেতা আবু সাঈদ শেখ এবং ওলামা দলের মাওলানা মো. আবু নাঈম কাজীসহ আরও অনেকে  বক্তব্য রাখেন।

সভায় ৭ নভেম্বর ‘ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুলনায় বিএনপি'র প্রচার মিছিল ও লিফলেট বিতরণ
সংস্কারের পক্ষে যারা থাকবে তারাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে : হাসনাত আবদুল্লাহ
ভোট নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : শামা ওবায়েদ
গাজা শান্তি পরিকল্পনা নিয়ে মুসলিম দেশগুলোর বৈঠক আয়োজন করবে তুরস্ক
সংবিধানবিরোধী ষড়যন্ত্র বানচাল গিনি-বিসাউ সেনাবাহিনীর, একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার
দ্রুত এক হাজার রানের রেকর্ড তানজিদ
চাঁদে অবতরণ ‘ঘটেনি’, কার্দাশিয়ানের দাবি প্রত্যাখ্যান নাসা’র
ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : নির্বাচন কমিশনার
ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে : শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
১০