আইটিইউসির সাথে বৈঠকে শ্রম আইন সংশোধন ও শ্রমিক কল্যাণে সরকারের অঙ্গীকার

বাসস
প্রকাশ: ১৩ জুন ২০২৫, ২৩:১৯ আপডেট: : ১৩ জুন ২০২৫, ২৩:২৭
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় আইটিইউসি এশিয়া প্যাসিফিক অঞ্চলের জেনারেল সেক্রেটারি সোয়া ইয়োশিদার সঙ্গে বৈঠক করেন। ছবি : পিআইডি

ঢাকা, ১৩ জুন, ২০২৫ (বাসস): সুইজারল্যান্ডের জেনেভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান এর সাথে গতকাল ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশনের (আইটিইউসি) এশিয়া প্যাসিফিক অঞ্চলের জেনারেল সেক্রেটারি সোয়া ইয়োশিদার এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় শ্রম সচিব বলেন, শ্রমিকদের কল্যাণ, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে শ্রম আইন ২০০৬ শিগগিরই সংশোধন করা হবে। তিনি বলেন, ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজিকরণ, শ্রমিক-মালিক সমন্বয় এবং অর্থনৈতিক উন্নয়নে সরকার বদ্ধপরিকর।

এসময় সচিব শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরে বলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে, যা শ্রম অধিকার ও প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ক্ষেত্রে কোনো বিশ্ববিদ্যালয়ের সাথে প্রথম একাডেমিক অংশীদারিত্ব।

এছাড়া ত্রিপক্ষীয় পরামর্শমূলক কাউন্সিল (টিসিসি) এবং আরএমজি সেক্টরে সামাজিক সংলাপ জোরদার করা হচ্ছে। সম্প্রতি শ্রমিক-মালিক পক্ষ ১৮ দফা যৌথ ঘোষণা স্বাক্ষর করে, যা শ্রমিক কল্যাণে উল্লেখযোগ্য পদক্ষেপ।

সচিব আরো জানান, শ্রমিকদের অংশগ্রহণমূলক উন্নয়ন নীতির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে গতিশীল রাখা হবে।

এ সময় ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) প্রতিনিধিবৃন্দ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুবিতে শহীদ মীর মুগ্ধ আন্ত:ডিসিপ্লিন ফুটবলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলা
হোপ নেটওয়ার্কে যুক্ত হচ্ছে বাংলাদেশ
সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে যে যার ধম পালন করছে : ধর্ম উপদেষ্টা
সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে যে যার ধর্ম পালন করছে : ধর্ম উপদেষ্টা
জীবাশ্ম জ্বালানি পৃথিবীতে গ্রীনহাউস গ্যাস ছড়াচ্ছে : আলোচনায় বিশেষজ্ঞ মতামত 
এনসিপিসহ ২২ দলের মাঠপর্যায়ের তদন্ত প্রতিবেদন ৩১ আগস্টের মধ্যে চায় ইসি
মাতৃদুগ্ধ শিশুদের আদর্শ পুষ্টি সরবরাহ করে: বিশেষজ্ঞ অভিমত
আগামীকাল অনুশীলন ম্যাচে মুখোমুখি হবে জাতীয় দলের ক্রিকেটরারা
এসএ গেমসে নারী হ্যান্ডবলে স্বর্ণ জিততে চান রুবিনা
প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধনে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ইসি সচিব
১০