আইটিইউসির সাথে বৈঠকে শ্রম আইন সংশোধন ও শ্রমিক কল্যাণে সরকারের অঙ্গীকার

বাসস
প্রকাশ: ১৩ জুন ২০২৫, ২৩:১৯ আপডেট: : ১৩ জুন ২০২৫, ২৩:২৭
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় আইটিইউসি এশিয়া প্যাসিফিক অঞ্চলের জেনারেল সেক্রেটারি সোয়া ইয়োশিদার সঙ্গে বৈঠক করেন। ছবি : পিআইডি

ঢাকা, ১৩ জুন, ২০২৫ (বাসস): সুইজারল্যান্ডের জেনেভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান এর সাথে গতকাল ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশনের (আইটিইউসি) এশিয়া প্যাসিফিক অঞ্চলের জেনারেল সেক্রেটারি সোয়া ইয়োশিদার এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় শ্রম সচিব বলেন, শ্রমিকদের কল্যাণ, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে শ্রম আইন ২০০৬ শিগগিরই সংশোধন করা হবে। তিনি বলেন, ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজিকরণ, শ্রমিক-মালিক সমন্বয় এবং অর্থনৈতিক উন্নয়নে সরকার বদ্ধপরিকর।

এসময় সচিব শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরে বলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে, যা শ্রম অধিকার ও প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ক্ষেত্রে কোনো বিশ্ববিদ্যালয়ের সাথে প্রথম একাডেমিক অংশীদারিত্ব।

এছাড়া ত্রিপক্ষীয় পরামর্শমূলক কাউন্সিল (টিসিসি) এবং আরএমজি সেক্টরে সামাজিক সংলাপ জোরদার করা হচ্ছে। সম্প্রতি শ্রমিক-মালিক পক্ষ ১৮ দফা যৌথ ঘোষণা স্বাক্ষর করে, যা শ্রমিক কল্যাণে উল্লেখযোগ্য পদক্ষেপ।

সচিব আরো জানান, শ্রমিকদের অংশগ্রহণমূলক উন্নয়ন নীতির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে গতিশীল রাখা হবে।

এ সময় ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) প্রতিনিধিবৃন্দ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় ঐক্যের স্বার্থে জুলাই সনদে সাক্ষরে আগ্রহী ইসলামী আন্দোলন বাংলাদেশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রারের মৃত্যুতে জামায়াত আমীর ও রুয়া নেতৃবৃন্দের শোক
পাকিস্তানকে হারিয়ে সুপার ফোরের দ্বারপ্রান্তে ভারত
কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের ভোটদান বিষয়ক মতবিনিময় সভা ও জাতীয় পরিচয়পত্র বিতরণ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নতুন ৭টি বাস চালু
সিঙ্গাপুরের জাতীয় দিবস উদ্‌যাপন অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দের অংশগ্রহণ
পটুয়াখালীতে যৌথ অভিযানে অবৈধ ট্রলিং বোট ও বেহুন্দী জালসহ ১২ জেলে আটক
গণঅভ্যুত্থান পরবর্তী জনগণ শাসন ব্যবস্থার পরিবর্তন চায় : গোলাম পরওয়ার
নাইজেরিয়ায় বিয়ের বাস দুর্ঘটনায় ১৯ নারী ও শিশু নিহত
আমরা জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের জন্য প্রস্তুত: সালাহউদ্দিন আহমেদ 
১০