গোপালগঞ্জে নাশকতা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ১৭ জুন ২০২৫, ১৬:৩৯
ছবি : বাসস

গোপালগঞ্জ, ১৭ জুন,  ২০২৫ (বাসস) : নাশকতা মামলায় গোপালগঞ্জের কাশিয়ানীতে উজ্জ্বল বিশ্বাস (৩০) নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার  রাত ২টার দিকে উপজেলার হাতিয়াড়া ইউনিয়নের রাহুথড় নিজ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

উজ্জ্বল বিশ্বাস কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি। তিনি ওই গ্রামের মৃত গ্রীরেন বিশ্বাসের ছেলে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বিষয়টি বাসস’কে নিশ্চিত করেছেন।

তিনি জানান, ছাত্রলীগ নেতা উজ্জ্বলকে উপজেলার রাতইল হর্টিকালচার সেন্টার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের ওপর গাছ ফেলে নাশকতা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি ভোররাতে উপজেলার রাতইল হর্টিকালচার সেন্টার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের ওপর গাছ কেটে ফেলে ধারালো দা, করাত, লাঠিসোটা এবং দেশীয় অস্ত্র নিয়ে যানবাহন চলাচলে বাঁধা সৃষ্টি করে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। জনমনে ভীতি সৃষ্টি করতে যানবাহন চলাচলে বাঁধা দেয়। পরে খবর পেয়ে টহলরত পুলিশের ওই দল ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যায়।

এ ঘটনায়  ২২ ফেব্রুয়ারি কাশিয়ানী থানার রামদিয়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুল আলম বাদী হয়ে ৫০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৫৫ জনকে আসামি করে কাশিয়ানী থানায় মামলা দায়ের করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নওগাঁয় নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে কর্মশালা
চুয়াডাঙ্গার বেশি দামে সার বিক্রিতে ১ দোকানদারকে জরিমানা
চাঁদপুরে ইলিশের বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তরের অভিযান
পিএসসি’র নতুন তিন সদস্যকে শপথ গ্রহণ
রাকসু নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু
শাপলা চত্বরে মানবতাবিরোধী অপরাধে গ্রেফতারকৃত ৪ আসামীকে জিজ্ঞাসাবাদের অনুমতি
সিরাজগঞ্জে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ২ 
সরকার এনএইচআরসি আইন, ২০০৯ সংশোধনে প্রতিশ্রুতিবদ্ধ : আইন উপদেষ্টা
নওগাঁয় ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন 
সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল
১০