সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত: সভাপতি মুকুল, সেক্রেটারি ইকবাল 

বাসস
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ২১:৩৯
ছবি : বাসস

ঢাকা, ১৮ জুন, ২০২৫ (বাসস): রাজধানীর মারুফ ফাউন্ডেশন মিলনায়তনে সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের বিশেষ সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

শিক্ষাবিদ ড. আব্দুল মান্নানের সভাপতিত্বে মঙ্গলবার অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সাংস্কৃতিক পৃষ্ঠপোষক নুরুল ইসলাম বুলবুল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মো. দেলাওয়ার হোসেন। 

সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সভাপতি যাকিউল হক জাকী সম্প্রতি ইন্তেকাল করায় সম্মেলনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয় বিশিষ্ট বাচিক শিল্পী, নাট্য নির্মাতা ও মিডিয়া ব্যক্তিত্ব মাহবুব মুকুল। পরে নির্বাহী সদস্যদের মতামতের ভিত্তিতে সেক্রেটারি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট লেখক ও গবেষক আল্লামা ইকবাল। এছাড়া দুটি কার্যনির্বাহী সদস্য পদ শূণ্য হওয়ায় সদস্যদের ভোটে আব্দুল্লাহ আল নোমান ও আব্দুর রউফ কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন।

নির্বাচিত সভাপতি মাহবুব মুকুল ইতিপূর্বে সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, নাট্য ও চলচ্চিত্র বিভাগের পরিচালক, নাট্য জোনের সভাপতি, সমন্বয় সাংস্কৃতিক সংসদের পরিচালক, বাংলাদেশ সংস্কৃতি কেন্দ্র, শিশু কিশোর ফাউন্ডেশন, দিগন্ত টেলিভিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে প্যানভিশন টেলিভিশনের সিইও হিসেবে কর্মরত রয়েছেন।

সেক্রেটারি আল্লামা ইকবাল কাজী নজরুল ইসলাম সংসদের সভাপতি, সংস্কৃতি বিভাগের পরিচালক, এসএসকের সহকারী সেক্রেটারি এবং প্রবাহ শিল্পী গোষ্ঠীর দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 

প্রধান অতিথি নুরুল ইসলাম বুলবুল বলেন, সত্য সুন্দর সুস্থ শুদ্ধ সাংস্কৃতিক বিপ্লবের জন্য যাকিউল হক জাকী যেভাবে আত্মনিয়োগ করেছিলেন, সেভাবে সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের মধ্য দিয়ে একটি আলোকিত সমাজ বিনির্মাণ করতে হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হাওড় অঞ্চলের প্রকল্পগুলো যথাসময়ে সম্পন্ন করার তাগিদ প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার
রুচি ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন
আসিয়ানে যোগদানের প্রচেষ্টায় অর্থনৈতিক ও কৌশলগত সম্ভাবনা তুলে ধরেছে বাংলাদেশ
সিলেটে জেলা প্রশাসক আন্তঃউপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
সাবেক হুইপ মাহমুদ পরিবারের সম্পদ জব্দ
করতোয়া দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু 
আমদানি অনুমতির খবরে চট্টগ্রামের চাক্তাই-খাতুনগঞ্জে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম 
সাবেক এমপি আশরাফের স্ত্রী আফরোজার জমি-দোকান ক্রোকের আদেশ
শেরপুরে নিখোঁজের একদিন পর ছাত্রের মরদেহ উদ্ধার
১০