রাজশাহীতে ১,৩৩,৬১৩ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দেবে

বাসস
প্রকাশ: ২১ জুন ২০২৫, ১৯:০৮ আপডেট: : ২১ জুন ২০২৫, ১৯:২৪
প্রতীকী ছবি

রাজশাহী, ২১ জুন, ২০২৫ (বাসস) : এ বছর রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ৬৪ হাজার ৬৫৩ ছাত্রীসহ মোট এক লাখ ৩৩ হাজার ৬১৩ জন শিক্ষার্থী উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নেবে।

এদের মধ্যে ১৬ হাজার ৬৯৯ জন ছাত্রীসহ ৩৩ হাজার ৯৬২ জন শিক্ষার্থী বিজ্ঞান বিভাগ, ৪৪ হাজার ১৬৪ জন ছাত্রীসহ ৮৭ হাজার ৯৭২ জন শিক্ষার্থী মানবিক বিভাগ ও তিন হাজার ৭২৮ জন ছাত্রীসহ ১১ হাজার ৫৫৭ জন শিক্ষার্থী ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এই পাবলিক পরীক্ষায় অংশ নিচ্ছে।

দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের মতো রাজশাহী বোর্ডের অধীনে আটটি জেলার ৭৫৫টি প্রতিষ্ঠান থেকে ২০৭টি কেন্দ্রে তারা এ পরীক্ষায় অংশ গ্রহণ করবে।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আরিফুল ইসলাম বলেন, পরীক্ষা সফলভাবে সম্পন্ন করার জন্য তারা সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করেছেন।

পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে সংশ্লিষ্ট জেলা ও উপজেলা প্রশাসনের পাশাপাশি ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে।

অধ্যাপক ইসলাম বলেন, এবার ৭৭ হাজার ৬৫৩ জন ছাত্রীসহ এক লাখ ৫২ হাজার ৮৫৯ জন শিক্ষার্থী নিবন্ধন করেছিল। কিন্তু ৫৭ হাজার ৯৩৫ জন ছাত্রীসহ এক লাখ ১৪ হাজার ৩০৫ জন পরীক্ষায় অংশ গ্রহণের জন্য আবেদন করে। অর্থাৎ বোর্ডের অধীনে চলতি বছর ৩৮ হাজার ৫৫৪ জন শিক্ষার্থী ঝরে পড়েছে, যার মধ্যে ১৯ হাজার ৭১৮ জন ছাত্রী। 

এদিকে বিআইএসই, রাজশাহী কর্তৃপক্ষ আজ কারা প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে পাবলিক পরীক্ষা শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করার জন্য কেন্দ্র-সচিবদের সঙ্গে একটি মতবিনিময় সভা করেছে।

বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মোফাখখারুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সচিব অধ্যাপক শামীম আরা চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আরিফুল ইসলাম, কলেজ পরিদর্শক অধ্যাপক মাহবুব হাসান ও স্কুল পরিদর্শক শামীম হাসান।

অধ্যাপক মোফাখখারুল ইসলাম পরীক্ষা সফল করতে সর্বোচ্চ আন্তরিকতা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের জন্য কেন্দ্র-সচিবদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যারাই কোনো অনিয়ম বা অবহেলায় জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আগামীকাল শেরপুর জেলায় দুদকের ১৮৪তম গণশুনানি
ফেনীতে ছিনতাই চক্রের ৬ সদস্য গ্রেফতার
ব্রাজিলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জামায়াত প্রতিনিধি দলের যোগদান
নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল
আওয়ামী লীগের আরও ৬ নেতা-কর্মী গ্রেফতার
শেরপুর সীমান্তে ভারতীয় মশলা জব্দ
নতুন কুঁড়ির আবেদনের সময়সীমা বৃদ্ধি
রাকসু নির্বাচনে শিবিরের প্যানেল ঘোষণা
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু :  হাসপাতালে ভর্তি ৫৮০ জন 
ডিএসসিসিতে ভুয়া জ্বালানি খরচে কোটি টাকা আত্মসাৎ : দুদকের অভিযান
১০