বান্দরবানে ইয়াবাসহ রোহিঙ্গা আটক

বাসস
প্রকাশ: ২১ জুন ২০২৫, ১৯:২৪

বান্দরবান, ২১ জুন, ২০২৫ (বাসস) : জেলার নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার সকাল সোয়া ৬টার দিকে মিয়ানমার সীমান্তঘেঁষা ঘুমধুম নোয়াপাড়ার জামালের ঘের এলাকায় এই অভিযান চালানো হয়। 

আটক যুবকের নাম মো. শহিদ (১৯)। সে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শিবিরের ক্যাম্প-৮ (ইস্ট)-এর ব্লক-বি/৭৪-এর বাসিন্দা।


বিজিবি সূত্রে জানা গেছে, মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। ওই তথ্যের ভিত্তিতে আজ ভোরে ঘুমধুম বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্তে জামালের ঘের এলাকায় কৌশলে অবস্থান নেয়। ভোর আনুমানিক ৬টা ১০মিনিটে একজন ব্যক্তি কাঁধে ব্যাগ নিয়ে সামনে এগিয়ে এলে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন। এসময় চোরাকারবারী ব্যাগ ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত ব্যাগ থেকে ১ লক্ষ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক আসামির বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলার প্রস্তুতি চলছে এবং তাকে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

৩৪ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেছেন, ‘মাদকের বিরুদ্ধে বিজিবি’র অবস্থান ‘জিরো টলারেন্স’। সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আটক আসামিকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
ইসি-মিডিয়া সংলাপ : স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান
খুলনায় যুব মহিলা লীগ সভাপতি তুলি গ্রেফতার
ফ্রান্সের ২৭ দিনের প্রধানমন্ত্রী লেকর্নু
গাজায় জিম্মি ও ইসরাইলে আটক ব্যক্তিদের সহায়তায় প্রস্তুত রেড ক্রস
ট্রাম্পের ৮০তম জন্মদিনে হোয়াইট হাউসে হবে ইউএফসি লড়াই
দেশের মানুষই বিএনপির আস্থার প্রতীক : তারেক রহমান
আবারও বিসিবি সভাপতি বুলবুল
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১.৬৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে
গ্রেটা থুনবার্গসহ ফ্লোটিলার ১৭১ কর্মীকে বিতাড়িত করেছে ইসরাইল
১০