ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাসস
প্রকাশ: ২১ জুন ২০২৫, ২০:৩২

চট্টগ্রাম উত্তর (ফটিকছড়ি), ২১ জুন, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের ফটিকছড়িতে শ্বশুর বাড়ি থেকে সাজু বেগম (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হলিপাড়া থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

সাজু বেগম ওই এলাকার নেজাম উদ্দিনের দ্বিতীয় স্ত্রী। তিনি একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মাইজপাড়া এলাকার সুলতান আহমেদের একমাত্র কন্যা।

সাজু বেগমের এটি ছিল দ্বিতীয় বিয়ে। প্রথম সংসারে তার একটি পুত্র সন্তান রয়েছে। বর্তমান স্বামী নেজাম উদ্দীনেরও এটি দ্বিতীয় বিয়ে। তার আগের ঘরে রয়েছে ৪ ছেলে সন্তান।

মেয়েকে হত্যা করা হয়েছে দাবি করে নিহত সাজু বেগমের বাবা সোলতান আহমদ বলেছেন, ‘এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা। বিয়ের পর থেকেই স্বামী নেজাম আমার মেয়ের ওপর নির্যাতন চালিয়ে আসছে। পারিবারিক কলহের জেরেই তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।’

ঘটনা প্রসঙ্গে অভিযুক্ত স্বামী নেজাম উদ্দিন বলেছেন, ‘গতকাল সন্ধ্যায় আমার ভাইয়ের বউয়ের সাথে আমার স্ত্রীর ঝগড়া হয়েছে। রাত ২টার দিকে আমি ঘুমিয়ে পড়ি। সকালে দেখি আমার স্ত্রী রান্না ঘরের পাশের রুমে ছাদের বিমের সাথে ঝুলে আছে। শ্বশুর বাড়ির লোকজন যা বলছে তা সম্পূর্ণ মিথ্যা। আমার স্ত্রী আত্মহত্যা করেছে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইউপি সদস্য মোহাম্মদ মুছা আলম। তিনি বলেছেন, পুলিশ এসে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেছেন, ‘মরদেহে আত্মহত্যার প্রাথমিক আলামত পাওয়া গেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বৈরাচার সরকার উন্নয়নের নামে দেশের পরিবেশ ধ্বংস করে দিয়েছে : ড. আব্দুল মঈন খান
জাপানে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালু
বুটেক্সিয়ান সোসাইটির ‘নির্মমতার আঁতুড়ঘর: প্রসঙ্গ বুটেক্স ছাত্রলীগ’ বইয়ের মোড়ক উন্মোচন
রাজনৈতিক নেতাকর্মীরাই আসল সমাজকর্মী ও সংস্কারক: এমরান সালেহ প্রিন্স
লালবাগে ডিএমপির অভিযানে ১৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হবে : ডিএমপি কমিশনার
জনগণ পিআর পদ্ধতির সাথে পরিচিত নয় : রিজভী
কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পার্বত্য উপদেষ্টার
ইসরাইলকে গাজার নাগরিকদের ‘মৌলিক চাহিদা’ নিশ্চিত করতে হবে : রেডক্রস
এশিয়া কাপে বাংলাদেশ দলে নুরুল-সাইফ; নেই মিরাজ
১০