বাংলাদেশের সিদ্ধান্ত জুলাই গণঅভ্যুত্থানের সকল দলের সঙ্গে আলোচনা করে হতে হবে : মাসুদ

বাসস
প্রকাশ: ২২ জুন ২০২৫, ০০:৫০ আপডেট: : ২২ জুন ২০২৫, ১৮:০৩
ছবি : বাসস

পটুয়াখালী, ২১ জুন, ২০২৫ (বাসস) : জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, বাংলাদেশের সিদ্ধান্ত জুলাই-আগস্ট আন্দোলনে ভূমিকা পালনকারী সকল দল এবং মতের সঙ্গে আলোচনা করে হতে হবে। 
 
আজ শনিবার সন্ধ্যায় পটুয়াখালীর বাউফল উপজেলার চান্দপাড়া ঢালী আছিয়া খাতুন আলিম মাদ্রাসার পুরাতন ভবন সংস্কার ও সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ বলেন,‘আমাদের দেশে কেবল শেখ হাসিনার পতন হয়নি। শুধু আওয়ামী লীগের পতন হয়নি। একটি আধিপত্যবাদী শক্তির পতন ঘটিয়েছি আমরা। আমরা বলেছি বাংলাদেশের সিদ্ধান্ত অন্য কোন দেশ থেকে হতে পারে না। বাংলাদেশের সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের মধ্য থেকে হতে হবে। বাংলাদেশের মাটিতে হতে হবে।’ 
তিনি বলেন,কোন একটা দল বা কোন একজন ব্যক্তিকে খুশি করে অন্তর্বর্তীকালীন সরকার বা নির্বাচন কমিশন কাজ করলে তারা কেবল তাদের নিরপেক্ষতাই হারাবেন তা নয়, বিগত ফ্যাসিস্ট সরকারের ভূমিকায় অবতীর্ণ হবেন। আমরা চাই সবাই মিলে এ দেশটাকে গড়ে তুলব। নাগরিক সুবিধা নিশ্চিত করতে আগে স্থানীয় নির্বাচন চাই।

ড. শফিকুল ইসলাম মাসুদ আরও বলেন, ‘একটা ফ্যাসিস্ট গেছে, ফ্যাসিস্টদের দোসরা রয়ে গেছে। মানুষের অধিকার আদায়ের জন্য ফ্যাসিস্টদের দোসর মুক্ত একটা বাংলাদেশ গড়তে হলে আমাদের অবশ্যই বিচার সংস্কার সম্পন্ন করতে হবে। আমাদের এমপি দরকার আছে, মন্ত্রী দরকার আছে। আমাদের স্থানীয় প্রশাসন দরকার আছে। ইউনিয়ন পরিষদগুলোর অধিকাংশ বন্ধ হয়ে আছে। রাস্তঘাটসহ অবকাঠামোগত সংস্কারের অভাবে আমাদের নাগরিকরা সুবিধা বঞ্চিত হয়ে আছে। আমাদের নাগরিকরা এমপি মন্ত্রীর সঙ্গে যতটা না সম্পৃক্ত তার চেয়ে বেশি সম্পৃক্ত স্থানীয় প্রশাসন ও স্থানীয় নির্বাচনের সঙ্গে। দলের সুবিধার জন্য নয়। আমাদের নাগরিক সুবিধা দেখার জন্য জামায়াতে ইসলামী আগে স্থানীয় সরকার নির্বাচন দাবি করেছে। আমাদের এই দাবির সঙ্গে অধিকাংশ দল ইতোমধ্যে একাত্মতা প্রকাশ করেছে। ’

জামায়াত নেতা আরও বলেন, ‘আমরা বিচার চাই, আমরা সংস্কার চাই, আমরা স্থানীয় নির্বাচন চাই। জাতীয় নির্বাচন অবশ্যই হবে। তিনশ’ আসনে অবাধ, সুষ্ঠু, সন্ত্রাসমুক্ত, কালোটাকা মুক্ত নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে ধাপে ধাপে স্থানীয় নির্বাচন হয়ে গেলে আমাদের সরকারের সক্ষমতা বোঝার সুযোগ হতো। ’   

ঢালী আছিয়া খাতুন আলীম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে   জামায়াতে ইসলামীর বাউফল উপজেলা আমির মাওলানা মো. ইসহাক মিয়া, সাবেক উপজেলা আমির মাওলানা মু. রফিকুল ইসলাম, অধ্যাপক খালিদুর রহমান, মাওলানা আব্দুস সাত্তার, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম, এডভোকেট মুনতাসির মুজাহিদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বাউফল উপজেলা শাখার সভাপতি মো. লিমন হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিডা কর্মচারী সংসদ নির্বাচন ২০২৫ শান্তিপূর্ণভাবে সম্পন্ন
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জন গ্রেফতার
শিল্পী এস এম সুলতান বাংলাদেশের নতুন শিল্প আন্দোলনের অগ্রদূত : রুহুল কবির রিজভী
ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার
গত এক বছরে ১৫,৮৫১ পুলিশ, ৪৪৬৯ বিজিবি সদস্য, ৫৫৫১ আনসার সদস্য নিয়োগ : জাহাঙ্গীর
দুবাইয়ে ২৫ মিলিয়ন ডলারের চুরি হওয়া হীরা উদ্ধার
মিরসরাইয়ে দুই ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ভোলায় আদালতের অভ্যন্তরে রাস্তা সংস্কার না করে দেয়াল নির্মাণ
ছেলেহারা বাবার কান্নায় ট্রাইব্যুনালে নিঃশব্দ নীরবতা
প্লাস্টিক বর্জ্যের ব্যবহার কমিয়ে আনতে না পারলে জলবায়ুর ঝুঁকি আরও বাড়বে 
১০