রাজশাহীতে দিনব্যাপী পেনশন মেলা শুরু

বাসস
প্রকাশ: ২২ জুন ২০২৫, ১৩:১২
রাজশাহীতে পেনশন মেলার উদ্বোধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত। ছবি: বাসস

রাজশাহী, ২২ জুন, ২০২৫ (বাসস) : রাজশাহীতে জেলা শিশু একাডেমী মাঠে দিনব্যাপী জাতীয় পেনশন মেলা - ২০২৫ শুরু হয়েছে। যা বিকেল পাঁচটা পর্যন্ত চলবে। 

আজ রোববার বেলা ১১টায় জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও অর্থ) এ. ওয়াই. এম জিয়াউদ্দীন আল-মামুন এ মেলার উদ্বোধন করেন। 

উদ্বোধন শেষে অতিথিরা মেলায় বসা স্টল ঘুরে দেখেন। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পেনশন মেলার মাধ্যমে জনগণকে পেনশন স্কিম খোলার জন্য আগ্রহী করে তোলা হবে। যখন মানুষের আয়ের কোনো উৎস থাকবে না তখন মানুষকে চিন্তা করতে হবে না। এ পেনশন পেয়ে নিশ্চিন্তে জীবনযাপন করতে পারবে। অন্যের দ্বারস্থ হতে হবে না। এ জন্য সকল সচেতন নাগরিককে পেনশন খোলার ব্যাপারে অনুরোধ করা যাচ্ছে। সরকার জনগণের ভবিষ্যতের কথা চিন্তা করেই এ পেনশন স্কিমের আয়োজন করেছে।

মেলায় সরকারি-বেসরকারি সংস্থা, ব্যাংক, এনজিও, বীমাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল দিয়েছে। স্টলের মাধ্যমে প্রত্যেকটি প্রতিষ্ঠান তাদের নিজেদের কার্যক্রম তুলে ধরছেন। 

রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও অর্থ) এ. ওয়াই. এম জিয়াউদ্দীন আল-মামুন, রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রফিকুল আলম  ও বিভাগীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিডা কর্মচারী সংসদ নির্বাচন ২০২৫ শান্তিপূর্ণভাবে সম্পন্ন
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জন গ্রেফতার
শিল্পী এস এম সুলতান বাংলাদেশের নতুন শিল্প আন্দোলনের অগ্রদূত : রুহুল কবির রিজভী
ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার
গত এক বছরে ১৫,৮৫১ পুলিশ, ৪৪৬৯ বিজিবি সদস্য, ৫৫৫১ আনসার সদস্য নিয়োগ : জাহাঙ্গীর
দুবাইয়ে ২৫ মিলিয়ন ডলারের চুরি হওয়া হীরা উদ্ধার
মিরসরাইয়ে দুই ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ভোলায় আদালতের অভ্যন্তরে রাস্তা সংস্কার না করে দেয়াল নির্মাণ
ছেলেহারা বাবার কান্নায় ট্রাইব্যুনালে নিঃশব্দ নীরবতা
প্লাস্টিক বর্জ্যের ব্যবহার কমিয়ে আনতে না পারলে জলবায়ুর ঝুঁকি আরও বাড়বে 
১০