রাজশাহীতে দিনব্যাপী পেনশন মেলা শুরু

বাসস
প্রকাশ: ২২ জুন ২০২৫, ১৩:১২
রাজশাহীতে পেনশন মেলার উদ্বোধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত। ছবি: বাসস

রাজশাহী, ২২ জুন, ২০২৫ (বাসস) : রাজশাহীতে জেলা শিশু একাডেমী মাঠে দিনব্যাপী জাতীয় পেনশন মেলা - ২০২৫ শুরু হয়েছে। যা বিকেল পাঁচটা পর্যন্ত চলবে। 

আজ রোববার বেলা ১১টায় জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও অর্থ) এ. ওয়াই. এম জিয়াউদ্দীন আল-মামুন এ মেলার উদ্বোধন করেন। 

উদ্বোধন শেষে অতিথিরা মেলায় বসা স্টল ঘুরে দেখেন। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পেনশন মেলার মাধ্যমে জনগণকে পেনশন স্কিম খোলার জন্য আগ্রহী করে তোলা হবে। যখন মানুষের আয়ের কোনো উৎস থাকবে না তখন মানুষকে চিন্তা করতে হবে না। এ পেনশন পেয়ে নিশ্চিন্তে জীবনযাপন করতে পারবে। অন্যের দ্বারস্থ হতে হবে না। এ জন্য সকল সচেতন নাগরিককে পেনশন খোলার ব্যাপারে অনুরোধ করা যাচ্ছে। সরকার জনগণের ভবিষ্যতের কথা চিন্তা করেই এ পেনশন স্কিমের আয়োজন করেছে।

মেলায় সরকারি-বেসরকারি সংস্থা, ব্যাংক, এনজিও, বীমাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল দিয়েছে। স্টলের মাধ্যমে প্রত্যেকটি প্রতিষ্ঠান তাদের নিজেদের কার্যক্রম তুলে ধরছেন। 

রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও অর্থ) এ. ওয়াই. এম জিয়াউদ্দীন আল-মামুন, রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রফিকুল আলম  ও বিভাগীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকায় অতিরিক্ত শব্দসৃষ্টিকারী যানবাহনে জরিমানা আদায়
আলজেরিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দ
উত্তরায় ‘জুলাই যোদ্ধা‘র মৃতদেহ উদ্ধার
জাতীয় ঐকমত্য কমিশনের কাজ সফলভাবে শেষ হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন
ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপির ১৭০৯ মামলা
১৫০০ রানার নিয়ে কক্সবাজার ম্যারাথন প্রতিযোগিতা সম্পন্ন
গ্রিসে বন্দুকধারীর গুলিতে নিহত ২
প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ, নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা
তুরস্ক থেকে ৫ লক্ষাধিক সিরীয় দেশে ফিরেছে : আঙ্কারা
নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে খুলনায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
১০