রাজশাহীতে দিনব্যাপী পেনশন মেলা শুরু

বাসস
প্রকাশ: ২২ জুন ২০২৫, ১৩:১২
রাজশাহীতে পেনশন মেলার উদ্বোধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত। ছবি: বাসস

রাজশাহী, ২২ জুন, ২০২৫ (বাসস) : রাজশাহীতে জেলা শিশু একাডেমী মাঠে দিনব্যাপী জাতীয় পেনশন মেলা - ২০২৫ শুরু হয়েছে। যা বিকেল পাঁচটা পর্যন্ত চলবে। 

আজ রোববার বেলা ১১টায় জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও অর্থ) এ. ওয়াই. এম জিয়াউদ্দীন আল-মামুন এ মেলার উদ্বোধন করেন। 

উদ্বোধন শেষে অতিথিরা মেলায় বসা স্টল ঘুরে দেখেন। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পেনশন মেলার মাধ্যমে জনগণকে পেনশন স্কিম খোলার জন্য আগ্রহী করে তোলা হবে। যখন মানুষের আয়ের কোনো উৎস থাকবে না তখন মানুষকে চিন্তা করতে হবে না। এ পেনশন পেয়ে নিশ্চিন্তে জীবনযাপন করতে পারবে। অন্যের দ্বারস্থ হতে হবে না। এ জন্য সকল সচেতন নাগরিককে পেনশন খোলার ব্যাপারে অনুরোধ করা যাচ্ছে। সরকার জনগণের ভবিষ্যতের কথা চিন্তা করেই এ পেনশন স্কিমের আয়োজন করেছে।

মেলায় সরকারি-বেসরকারি সংস্থা, ব্যাংক, এনজিও, বীমাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল দিয়েছে। স্টলের মাধ্যমে প্রত্যেকটি প্রতিষ্ঠান তাদের নিজেদের কার্যক্রম তুলে ধরছেন। 

রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও অর্থ) এ. ওয়াই. এম জিয়াউদ্দীন আল-মামুন, রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রফিকুল আলম  ও বিভাগীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডাকসু নির্বাচনে নিরাপত্তার স্বার্থে শেখ মুজিবুর হলের পকেট গেইট বন্ধ থাকবে
রাজধানীতে ডলার জালিয়াতি চক্রের মূল হোতা গ্রেফতার
মীরসরাইয়ে পিকআপের ধাক্কায় একজন নিহত
প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসারে জোর দিতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
চাঁপাইনবাবগঞ্জে ওএমএস ডিলার পয়েন্ট বৃদ্ধি চেয়ে স্মারকলিপি
চাঁপাইনবাবগঞ্জের মানসিক ভারসাম্যহীন জাকির ১৫ মাস পর ঘরে ফিরলেন
নেত্রকোণায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
ডাকসু নির্বাচনে সাংবাদিকদের সুবিধার্তে মিডিয়া সেন্টার
এবারও শান্তিপূর্ণ পরিবেশেই সারাদেশে পূজা উদযাপিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
জাকসু নির্বাচন: ভিপি পদে প্রার্থিতা ফিরে পেতে অমর্ত্য রায়ের রিট
১০