বরিশালে কীর্তনখোলা নদীর তীরে মুগ্ধতা ছড়াচ্ছে এপিবিএন’র নার্সারি

বাসস
প্রকাশ: ২২ জুন ২০২৫, ১৪:৩৬ আপডেট: : ২২ জুন ২০২৫, ১৬:৩২
বরিশালে কীর্তিনখোলা নদীর তীরে এপিবিএন’র নার্সারি। ছবি: বাসস

-শুভব্রত দত্ত-

বরিশাল, ২২ জুন ২০২৫ (বাসস) : নগরীর কোলঘেঁষে বয়ে চলা কীর্তনখোলা নদীর তীরে ৩০ গোডাউন সংলগ্ন এলাকায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা গড়ে তুলেছেন এক নার্সারি। এখানে রয়েছে ফলদ, বনজ ও ফুল গাছের চারার সমাহার। সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে বিভিন্ন গাছে চারা। এ নার্সারির সৌন্দর্য জেলার পরিবেশ প্রেমীদের নজর কেড়েছে।

বরিশাল এপিবিএন সূত্রে জানা যায়, ১০ এপিবিএনের কমান্ডিং অফিসার (অতিরিক্ত ডিআইজি) আবু আহাম্মদ আল মামুন- এর উদ্যোগে প্রায় একএকর জমিতে বিস্তৃত এই নার্সারির যাত্রা শুরু হয় একবছর আগে। পুলিশ সদস্যদের স্বেচ্ছাশ্রমে একসময়ের জঙ্গলে ভরা অবহেলিত এ জায়গা এখন হাজারও চারাগাছ, পাখির কলতান এবং সবুজে ঘেরা এক মনোরম স্থানে রূপান্তরিত হয়েছে।

কীর্তনখোলা নদীর তীরে ঘুরতে আসা দর্শনার্থী খালিদ সাইফুল্লাহ জানান, নদীর তীরে বেড়ানোর সময় আর্মড পুলিশ ব্যাটালিয়নের গেটে একটি নার্সারির ব্যানার চোখে পড়ে। পরে সেখানে সর্ব-সাধারণের জন্য উন্মুক্ত লেখা দেখে ভেতরে প্রবেশ করে চোখ জুড়িয়ে যায়। নার্সারি ঘুরে বিভিন্ন প্রজাতির ফুল, ফলদ ও বনজ গাছের সমাহার দেখে ভালো লেগেছে।

এছাড়াও একাধিক দর্শনার্থী জানান, বরিশাল নগরীর অন্য নার্সারিগুলোর তুলনায় এখানে গাছের চারার দাম কিছুটা কম। তাই কয়েকটি ফলদ চারা কিনে নিয়েছি।

এপিবিএনের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলিম জানান, নার্সারিটি এপিবিএন সদস্যদের জন্য মানসিক প্রশান্তির আশ্রয়স্থল। কাজ শেষে সময় পেলে তারা এ নার্সারিতে সময় কাটান। 

এ প্রসঙ্গে বরিশাল ১০-এপিবিএন’র কমান্ডিং অফিসার (অতিরিক্ত ডিআইজি) আবু আহাম্মদ আল মামুন বলেন, ‘রুটিন দায়িত্বের পাশাপাশি ইচ্ছা থাকলে গঠনমূলক কাজ করা সম্ভব। ফাঁকা জায়গাগুলো দেখে ভাবলাম, ফলদ গাছ লাগিয়ে পরিবেশ ও মানুষের উপকার করা যায়। তখনই নার্সারির পরিকল্পনা করি। এখন নার্সারিতে আম, লিচু, পেয়ারা, আতা, কাঁঠালসহ বিভিন্ন দেশি ফলগাছের প্রায় দশ হাজার চারা রয়েছে। এই চারাগুলো শুধু পরিবেশ রক্ষায় নয়, স্থানীয়দের জন্য সাশ্রয়ী মূল্যে সরবরাহ করা হচ্ছে।’

এ নার্সারিতে বনজ, ফলদ ও ফুলের বিভিন্ন চারা পাওয়া যায় উল্লেখ করে তিনি জানান, এ নার্সারিতে দুইশ’ টাকা থেকে চার হাজার টাকার মধ্যে ফলদ ও ফুলের চারা পাওয়া যায়। এছাড়া বিভিন্ন জাতের চারা সংরক্ষণের চেষ্টা করছি। তিনি সবাইকে গাছ লাগাতে এবং অন্যদের উৎসাহিত করতে আহ্বান জানান।

বরিশালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোসাম্মৎ মরিয়ম এপিবিএন সদস্যদের গড়ে তোলা পরিবেশ বান্ধব নার্সারির প্রশংসা করে বলেন, এমন উদ্যোগ সব সরকারি প্রতিষ্ঠানে ছড়িয়ে দেওয়া উচিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিডা কর্মচারী সংসদ নির্বাচন ২০২৫ শান্তিপূর্ণভাবে সম্পন্ন
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জন গ্রেফতার
শিল্পী এস এম সুলতান বাংলাদেশের নতুন শিল্প আন্দোলনের অগ্রদূত : রুহুল কবির রিজভী
ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার
গত এক বছরে ১৫,৮৫১ পুলিশ, ৪৪৬৯ বিজিবি সদস্য, ৫৫৫১ আনসার সদস্য নিয়োগ : জাহাঙ্গীর
দুবাইয়ে ২৫ মিলিয়ন ডলারের চুরি হওয়া হীরা উদ্ধার
মিরসরাইয়ে দুই ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ভোলায় আদালতের অভ্যন্তরে রাস্তা সংস্কার না করে দেয়াল নির্মাণ
ছেলেহারা বাবার কান্নায় ট্রাইব্যুনালে নিঃশব্দ নীরবতা
প্লাস্টিক বর্জ্যের ব্যবহার কমিয়ে আনতে না পারলে জলবায়ুর ঝুঁকি আরও বাড়বে 
১০