রাউজানে অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক 

বাসস
প্রকাশ: ২২ জুন ২০২৫, ১৫:৪১

চট্টগ্রাম (উত্তর), ২২ জুন, ২০২৫ (বাসস) : জেলার রাউজানে অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব ।

গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গহিরা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।এসময় তাদের কাছ থেকে ২ টি বিদেশী রাইফেল, ২টি ম্যাগাজিন এবং ৬টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

আজ রোববার সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে র‌্যাব।

আটককৃতরা হলেন, রাউজান সুলতানপুর এলাকার মৃত আবুল মনসুর এর ছেলে মো. শাখাওয়াত হোসেন (৩০) এবং নোয়াজিশপুর এলাকার মৃত কামাল উদ্দিন এর ছেলে মো. নাইম উদ্দিন (২৪)।

র‌্যাব সূত্র জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাউজান থানাধীন গহিরা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব-৭ এর একটি দল। অভিযানে অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করা হয়।

চট্টগ্রাম-রাঙ্গামাটি হাইওয়েতে ডাকাতির উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্রসহ তারা অবস্থান করছিল বলে জানা যায়।

জিজ্ঞাসাবাদে আসামীরা জানায়, তারা আগ্নেয়াস্ত্র এবং গুলি দিয়ে চট্টগ্রাম জেলার রাউজান থানা এলাকায় ডাকাতি, ছিনতাই এবং চাদাঁবাজির কাজে ব্যবহার করে আসছিল।

আসামী এবং জব্দকৃত আগ্নেয়াস্ত্র পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাউজান থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকায় অতিরিক্ত শব্দসৃষ্টিকারী যানবাহনে জরিমানা আদায়
আলজেরিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দ
উত্তরায় ‘জুলাই যোদ্ধা‘র মৃতদেহ উদ্ধার
জাতীয় ঐকমত্য কমিশনের কাজ সফলভাবে শেষ হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন
ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপির ১৭০৯ মামলা
১৫০০ রানার নিয়ে কক্সবাজার ম্যারাথন প্রতিযোগিতা সম্পন্ন
গ্রিসে বন্দুকধারীর গুলিতে নিহত ২
প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ, নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা
তুরস্ক থেকে ৫ লক্ষাধিক সিরীয় দেশে ফিরেছে : আঙ্কারা
নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে খুলনায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
১০