মিরসরাইয়ে লরি ও ড্রাম ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত

বাসস
প্রকাশ: ২২ জুন ২০২৫, ১৬:০১
ছবি : বাসস

চট্টগ্রাম (উত্তর ), ২২ জুন, ২০২৫  (বাসস) : জেলার মিরসরাইয়ে কন্টেইনারবাহী লরির পেছনে ড্রাম ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন ড্রামট্রাক চালক ও হেলপার।

আজ সকাল সাড়ে ৭টায় উপজেলার ঠাকুরদিঘি বাজার এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ড্রামট্রাক চালক খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বসু মিয়া পাড়ার আব্দুল মান্নানের ছেলে ফারুক হোসেন (৩৯) এবং তার হেলপার টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার চক্করতৈল এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (৩৫)।

স্থানীয় সুত্রে জানা যায়, সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে দ্রুতগামী একটি ড্রামট্রাক কন্টেননারবাহী লরিকে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে ড্রামট্রাকটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ড্রামট্রাক চালক ফারুক হোসেন ঘটনাস্থলেই মারা যান। ফায়ার সার্ভিস এসে গুরুতর আহত অবস্থায় হেলপার রবিউল ইসলামকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আলম মামুন বলেন, চলন্ত লরির পেছনে ড্রাম ট্রাকের ধাক্কায় ট্রাকের চালক ও হেলপারের মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লরি চালক পালিয়ে যায়। লরি ও ড্রামট্রাকটি জব্দ করা হয়েছে। এই বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অন্তর্বর্তী সরকারকে উৎখাতে ষড়যন্ত্র: সাবেক সচিব শহীদ খান কারাগারে
ডাকসু নির্বাচনে নিরাপত্তার স্বার্থে শেখ মুজিবুর হলের পকেট গেইট বন্ধ থাকবে
রাজধানীতে ডলার জালিয়াতি চক্রের মূল হোতা গ্রেফতার
মীরসরাইয়ে পিকআপের ধাক্কায় একজন নিহত
প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসারে জোর দিতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
চাঁপাইনবাবগঞ্জে ওএমএস ডিলার পয়েন্ট বৃদ্ধি চেয়ে স্মারকলিপি
চাঁপাইনবাবগঞ্জের মানসিক ভারসাম্যহীন জাকির ১৫ মাস পর ঘরে ফিরলেন
নেত্রকোণায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
ডাকসু নির্বাচনে সাংবাদিকদের সুবিধার্তে মিডিয়া সেন্টার
এবারও শান্তিপূর্ণ পরিবেশেই সারাদেশে পূজা উদযাপিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
১০