মিরসরাইয়ে লরি ও ড্রাম ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত

বাসস
প্রকাশ: ২২ জুন ২০২৫, ১৬:০১
ছবি : বাসস

চট্টগ্রাম (উত্তর ), ২২ জুন, ২০২৫  (বাসস) : জেলার মিরসরাইয়ে কন্টেইনারবাহী লরির পেছনে ড্রাম ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন ড্রামট্রাক চালক ও হেলপার।

আজ সকাল সাড়ে ৭টায় উপজেলার ঠাকুরদিঘি বাজার এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ড্রামট্রাক চালক খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বসু মিয়া পাড়ার আব্দুল মান্নানের ছেলে ফারুক হোসেন (৩৯) এবং তার হেলপার টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার চক্করতৈল এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (৩৫)।

স্থানীয় সুত্রে জানা যায়, সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে দ্রুতগামী একটি ড্রামট্রাক কন্টেননারবাহী লরিকে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে ড্রামট্রাকটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ড্রামট্রাক চালক ফারুক হোসেন ঘটনাস্থলেই মারা যান। ফায়ার সার্ভিস এসে গুরুতর আহত অবস্থায় হেলপার রবিউল ইসলামকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আলম মামুন বলেন, চলন্ত লরির পেছনে ড্রাম ট্রাকের ধাক্কায় ট্রাকের চালক ও হেলপারের মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লরি চালক পালিয়ে যায়। লরি ও ড্রামট্রাকটি জব্দ করা হয়েছে। এই বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকায় অতিরিক্ত শব্দসৃষ্টিকারী যানবাহনে জরিমানা আদায়
আলজেরিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দ
উত্তরায় ‘জুলাই যোদ্ধা‘র মৃতদেহ উদ্ধার
জাতীয় ঐকমত্য কমিশনের কাজ সফলভাবে শেষ হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন
ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপির ১৭০৯ মামলা
১৫০০ রানার নিয়ে কক্সবাজার ম্যারাথন প্রতিযোগিতা সম্পন্ন
গ্রিসে বন্দুকধারীর গুলিতে নিহত ২
প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ, নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা
তুরস্ক থেকে ৫ লক্ষাধিক সিরীয় দেশে ফিরেছে : আঙ্কারা
নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে খুলনায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
১০