চট্টগ্রামের রাউজানে ২টি বিদেশি রাইফেলসহ ২ সন্ত্রাসী গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ২২ জুন ২০২৫, ১৬:২৮
২টি বিদেশি রাইফেলসহ ২ সন্ত্রাসী গ্রেপ্তার। ছবি : বাসস

চট্টগ্রাম, ২২ জুন, ২০২৫ (বাসস) :  চট্টগ্রামের রাউজান থানার গহিরা বাজার এলাকা থেকে দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-৭।

এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি রাইফেল, দুটি ম্যাগাজিন ও ছয়টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।

রোববার (২২ জুন) র‌্যাব-৭’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে জানানো হয়, শনিবার (২১ জুন) রাত সাড়ে ৯টার দিকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— রাউজান উপজেলার সুলতানপুর গ্রামের মৃত আবুল মনসুরের ছেলে মো. শাখাওয়াত হোসেন  (৩০) ও একই উপজেলার নোয়াজিশপুর গ্রামের মৃত কামাল উদ্দিনের ছেলে মো. নাইম উদ্দিন (২৪)।

র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, চট্টগ্রাম রাঙামাটি মহাসড়কের গহিরা বাজার এলাকায় ডাকাতির উদ্দেশ্যে কয়েকজন সন্ত্রাসী আগ্নেয়াস্ত্র নিয়ে অবস্থান করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ৯টার দিকে র‌্যাবের একটি আভিযানিক দল সেখানে পৌঁছে। 

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কিছু সদস্য পালানোর চেষ্টা করলেও মো. শাখাওয়াত হোসেন ও মো. নাইম উদ্দিনকে দ্রুত আটক করা হয়।

তিনি আরও বলেন, এ সময় তাদের কাছ থেকে কাঠের বাটযুক্ত ০.২২ ক্যালিবারের দুটি রাইফেল, দুটি ম্যাগাজিন ও ছয়টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে,  উদ্ধারকৃত অস্ত্র ও গুলি তাদের নিজ হেফাজতে ছিল এবং তারা এগুলো দিয়ে রাউজান থানার অন্তর্গত চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজিতে ব্যবহার করেছে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরতে উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের তুরস্ক সফর
প্রবীণদের আত্মনির্ভরশীল জীবনের সুযোগ তৈরিতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
গ্যাসের সুষম মূল্য নিশ্চিত করা হবে : বিইআরসি
সিলেটে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
শিল্পকলায় একযোগে শহীদ আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী পালন মঙ্গলবার
মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর
বিসিবির পরিচালক নির্বাচিত বুলবুল-ফাহিম
নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত 
দেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো সুযোগ নেই: সারজিস আলম
১০