চট্টগ্রামের রাউজানে ২টি বিদেশি রাইফেলসহ ২ সন্ত্রাসী গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ২২ জুন ২০২৫, ১৬:২৮
২টি বিদেশি রাইফেলসহ ২ সন্ত্রাসী গ্রেপ্তার। ছবি : বাসস

চট্টগ্রাম, ২২ জুন, ২০২৫ (বাসস) :  চট্টগ্রামের রাউজান থানার গহিরা বাজার এলাকা থেকে দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-৭।

এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি রাইফেল, দুটি ম্যাগাজিন ও ছয়টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।

রোববার (২২ জুন) র‌্যাব-৭’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে জানানো হয়, শনিবার (২১ জুন) রাত সাড়ে ৯টার দিকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— রাউজান উপজেলার সুলতানপুর গ্রামের মৃত আবুল মনসুরের ছেলে মো. শাখাওয়াত হোসেন  (৩০) ও একই উপজেলার নোয়াজিশপুর গ্রামের মৃত কামাল উদ্দিনের ছেলে মো. নাইম উদ্দিন (২৪)।

র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, চট্টগ্রাম রাঙামাটি মহাসড়কের গহিরা বাজার এলাকায় ডাকাতির উদ্দেশ্যে কয়েকজন সন্ত্রাসী আগ্নেয়াস্ত্র নিয়ে অবস্থান করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ৯টার দিকে র‌্যাবের একটি আভিযানিক দল সেখানে পৌঁছে। 

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কিছু সদস্য পালানোর চেষ্টা করলেও মো. শাখাওয়াত হোসেন ও মো. নাইম উদ্দিনকে দ্রুত আটক করা হয়।

তিনি আরও বলেন, এ সময় তাদের কাছ থেকে কাঠের বাটযুক্ত ০.২২ ক্যালিবারের দুটি রাইফেল, দুটি ম্যাগাজিন ও ছয়টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে,  উদ্ধারকৃত অস্ত্র ও গুলি তাদের নিজ হেফাজতে ছিল এবং তারা এগুলো দিয়ে রাউজান থানার অন্তর্গত চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজিতে ব্যবহার করেছে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অন্তর্বর্তী সরকারকে উৎখাতে ষড়যন্ত্র: সাবেক সচিব শহীদ খান কারাগারে
ডাকসু নির্বাচনে নিরাপত্তার স্বার্থে শেখ মুজিবুর হলের পকেট গেইট বন্ধ থাকবে
রাজধানীতে ডলার জালিয়াতি চক্রের মূল হোতা গ্রেফতার
মীরসরাইয়ে পিকআপের ধাক্কায় একজন নিহত
প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসারে জোর দিতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
চাঁপাইনবাবগঞ্জে ওএমএস ডিলার পয়েন্ট বৃদ্ধি চেয়ে স্মারকলিপি
চাঁপাইনবাবগঞ্জের মানসিক ভারসাম্যহীন জাকির ১৫ মাস পর ঘরে ফিরলেন
নেত্রকোণায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
ডাকসু নির্বাচনে সাংবাদিকদের সুবিধার্তে মিডিয়া সেন্টার
এবারও শান্তিপূর্ণ পরিবেশেই সারাদেশে পূজা উদযাপিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
১০