চট্টগ্রামে একদিনে করোনায় দুই মৃত্যু, নতুন শনাক্ত ১২

বাসস
প্রকাশ: ২২ জুন ২০২৫, ১৭:৫২

চট্টগ্রাম, ২২ জুন, ২০২৫ (বাসস) : চট্টগ্রামে করোনাভাইরাস আক্রান্ত হয়ে একদিনে আরো দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় মারা যাওয়া দুইজনই পটিয়া ও কর্ণফুলী উপজেলার বাসিন্দা। 

রোববার (২২ জুন) চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এ পর্যন্ত  চট্টগ্রামে মোট ৭৪ জন করোনায় আক্রান্ত হলেন, যার মধ্যে চারজনের মৃত্যু হয়েছে। 

করোনায় মৃত্যু হওয়া দুজন হলেন- পটিয়া উপজেলার মোহাম্মদ ইরশাদ (১৪) ও কর্ণফুলী উপজেলার বাসিন্দা ইয়াসমিন আক্তার (৪৫)।

এ বিষয়ে সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, করোনা শনাক্ত হলেও ইরশাদ নামের ওই রোগী আগে থেকে কিডনি রোগে এবং ইয়াসমিন ফুসফুসে সংক্রমণ জটিলতায় ভুগছিলেন। পাশাপাশি তার (ইয়াসমিন) যক্ষ্মাও ধরা পড়ে। দুজনই চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তারা মারা যান।
  
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ দিন চট্টগ্রামের মোট ১২টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ, এপিক হেলথ কেয়ার, মেট্রোপলিটন হাসপাতাল ও ন্যাশনাল হাসপাতাল ল্যাবে ১ জন করে, ইম্পেরিয়াল হাসপাতালে ৪ জন, শেভরন ও পার্কভিউ হাসপাতালে ২ জনের করোনা শনাক্ত হয়।

প্রসঙ্গত, এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ জন। এর মধ্যে নগরে শনাক্তের সংখ্যা বেশি। আর মৃত্যু বেশি হয়েছে উপজেলায়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জামায়াত ইসলামীর আমিরের সঙ্গে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
নারীর দক্ষতা ও কর্মসংস্থান উন্নয়নে হরাইজন ফেস্ট উদ্বোধন
গবেষণা, উদ্ভাবন ও শিল্পের মধ্যে আমাদের সেতুবন্ধন গড়ে তুলতে হবে: অর্থ উপদেষ্টা
সাতক্ষীরা সীমান্ত থেকে চোরাচালান পণ্য জব্দ
লালমনিরহাটে বন্যা কবলিতদের পাশে বিএনপি নেতা দুলু
ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামকে দেখতে হাসপাতালে ঢাবি উপাচার্য
পাচারকৃত অর্থ উদ্ধারে ১২টি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির নির্দেশ বাংলাদেশ ব্যাংকের 
নীলফামারীতে তিস্তার বন্যা পরিস্থিতির আরও উন্নতি
তুরস্ক বাংলাদেশে নির্বাচনের অপেক্ষায় রয়েছে: আমীর খসরু
আগামীতে বজ্রপাতের তীব্রতা আরও বাড়বে: বিশেষজ্ঞের সতর্কতা
১০