জনগণের আস্থা অর্জনে পুলিশ বাহিনীকে নিষ্ঠার সাথে কাজ করতে হবে : অতিরিক্ত আইজিপি মোহাম্মদ খালেদ

বাসস
প্রকাশ: ২২ জুন ২০২৫, ১৭:৫০
পুলিশের অতিরিক্ত আইজিপি আবু নাসের মোহাম্মদ খালেদ রোববার টাঙ্গাইলের মির্জাপুর মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের প্যারেড মাঠে ৫৫তম টিআরসির সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। ছবি : বাসস

টাঙ্গাইল ২২ জুন, ২০২৫ (বাসস) : পুলিশের অতিরিক্ত আইজিপি আবু নাসের মোহাম্মদ খালেদ বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা চোখে আঙুল দিয়ে পুলিশের ভুলগুলো ধরিয়ে দিয়েছে। ৫ আগস্টের পর কয়েক দিন পুলিশ কর্ম বিরতি পালন করেছে। আমরা দায়িত্ব নেয়ার পর নতুনভাবে পুলিশ বাহিনীর কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। আগামী জাতীয় নির্বাচনে সততা ও নিষ্ঠার মাধ্যমে দায়িত্ব পালন করে জনগণের মাঝে পুলিশ বাহিনীর আস্থা  ফিরিয়ে দিতে হবে। এ নির্বাচন হবে পুলিশ বাহিনীর কলঙ্ক মুছে ফেলার নির্বাচন।

আজ  টাঙ্গাইলের মির্জাপুর মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের প্যারেড মাঠে ৫৫তম টিআরসির সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নতুন পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, পুলিশ নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে ভুল ধারণাগুলো রয়েছে ভালো কাজের মাধ্যমে শোধরাতে  হবে। আগের যে কোন সময়ের চেয়ে  বর্তমানে পুলিশ বাহিনীকে আরও যুগোপযোগী করে গড়ে তোলা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ডিআইজি আশরাফুল আলম, ডেপুটি কমাড্যান্ট এ এইচ এম কামরুজ্জামান, টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান প্রমুখ।

কুচকাওয়াজে ৮১৭ জন পুলিশ সদস্য অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জামায়াত আমীরের সঙ্গে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মানবাধিকার উপদেষ্টার সাক্ষাৎ
শেখ হাসিনার ও পরিবারের নামের স্থাপনার নাম পরিবর্তন করেছে গৃহায়ন মন্ত্রণালয়
কুস্তিতে পুরুষ-নারী উভয় বিভাগেই চ্যাম্পিয়ন আনসার
ওয়ানডে ফরম্যাটে এনসিএল চালুর কথা ভাবছে বিসিবি
প্রধান উপদেষ্টার সঙ্গে আন্তর্জাতিক গণিত ও জীববিজ্ঞান অলিম্পিয়াডে পদকজয়ী ৬ শিক্ষার্থীর সাক্ষাৎ
সাংবাদিকদের কল্যাণে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগ প্রয়োজন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
বিভিন্ন অপরাধে রাজধানীর মোহাম্মদপুরে গ্রেফতার ১৩
স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের প্রধান বিচারপতির সাক্ষাৎ
অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন ৫৯ কর্মকর্তা
ভোটার তালিকা ও এনআইডির গুরুত্ব পাঠ্যপুস্তকে অন্তর্ভূক্তির উদ্যোগ ইসির
১০