৫ হাজারের অধিক চলচ্চিত্রের সংগ্রহশালা বাংলাদেশ ফিল্ম আর্কাইভ

বাসস
প্রকাশ: ২২ জুন ২০২৫, ১৯:২৫
ফাইল ছবি

ঢাকা, ২২ জুন, ২০২৫ (বাসস): চলচ্চিত্র সংগ্রহ ও সংরক্ষণের জাতীয় প্রতিষ্ঠান বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। ১৯৭৮ সালে যাত্রা শুরু হওয়া এই প্রতিষ্ঠানের সংগ্রহে রয়েছে ৫ হাজার ৪৪৫টি দেশি-বিদেশি চলচ্চিত্র। এর মধ্যে সাদাকালো চলচ্চিত্র ৩১৮টি এবং রঙিন চলচ্চিত্র ৫ হাজার ১২৭টি। ফিল্ম আর্কাইভের ছয়টি অত্যাধুনিক ভল্টে এসব চলচ্চিত্র সংরক্ষণ করা হচ্ছে। 

ফিল্ম আর্কাইভের সংগ্রহে থাকা সবচেয়ে পুরানো চলচ্চিত্র হলো দ্য লুমিয়র ব্রাদার্স। বিদেশি এই চলচ্চিত্র ১৮৯৫ সালে নির্মিত হয়। ফিল্ম আর্কাইভের বিশাল সংগ্রহশালায় রয়েছে ধ্রুব (১৯৩৪), দেবদাস (১৯৩৫), মুখ ও মুখোশ (১৯৫৬), এ দেশ তোমার আমার (১৯৫৯), আসিয়া (১৯৬০), কখনো আসেনি (১৯৬১), সূর্যস্নান (১৯৬২), ধারাপাত (১৯৬৩), সুতরাং (১৯৬৪), অনেক দিনের চেনা (১৯৬৪), দুই দিগন্ত (১৯৬৪), রূপবান (১৯৬৫)-এর মতো হাজারো দর্শকনন্দিত চলচ্চিত্র। চলচ্চিত্র ছাড়াও বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সংগ্রহে রয়েছে চলচ্চিত্র-সংক্রান্ত গ্রন্থ, সাময়িকী, প্রকাশনা, গানের বই, পোস্টার, প্রচারপত্র, স্থিরচিত্র, পাণ্ডুলিপি ও আনুষঙ্গিক সামগ্রী।

চলচ্চিত্র সংগ্রহ ও সংরক্ষণের পাশাপাশি ফিল্ম আর্কাইভ অ্যানালগ ধ্রুপদী ফিল্মকে ডিজিটাল ফরমেটে রূপান্তরের উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে এ পর্যন্ত ১৬০টি ফিল্মকে ডিজিটাল ফরমেটে রূপান্তর করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য ধ্রুপদী ফিল্মকে ডিজিটাল ফরমেটে রূপান্তর করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকায় অতিরিক্ত শব্দসৃষ্টিকারী যানবাহনে জরিমানা আদায়
আলজেরিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দ
উত্তরায় ‘জুলাই যোদ্ধা‘র মৃতদেহ উদ্ধার
জাতীয় ঐকমত্য কমিশনের কাজ সফলভাবে শেষ হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন
ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপির ১৭০৯ মামলা
১৫০০ রানার নিয়ে কক্সবাজার ম্যারাথন প্রতিযোগিতা সম্পন্ন
গ্রিসে বন্দুকধারীর গুলিতে নিহত ২
প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ, নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা
তুরস্ক থেকে ৫ লক্ষাধিক সিরীয় দেশে ফিরেছে : আঙ্কারা
নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে খুলনায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
১০